![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।
মনে করো আমি যদি আমাদের সময় থেকে আমার সময়টুকু তোমার কাছে ফিরিয়ে দিতে বলি ।
তাহলে কি করবে তুমি?
আমিতো সবার সময়টুকু কেড়ে নিয়ে উজার করে শুধু তোমাকে দিয়েছি।
যদি বলি তুমি আমার সময়গুলো চুরি করে নিয়েছ ,সেটা কি ভুল হবে !
আমি ফিরে যেতে চাই ,আমার প্রিয় মানুষগুলোর কাছেই ,
আমি ফিরিয়ে দিতে চাই তাদের সময় ও স্বপ্নগুলো.....
যা আমি দু'পায়ে মাড়িয়ে এসেছিলাম,শুধু তোমাকে দেবো বলে।
আমার চেষ্টাগুলো কি তোমাকে ছুঁয়েছে কখনও ?
বলবোনা তোমার কোন চেষ্টা ছিলোনা।
হ্যা ,সেই চেষ্টায় ছিলো শেকড় থেকে বিচ্ছিন্ন করা।
পরিত্যাগ করতে বাধ্য করেছো প্রতি পলেপলে।
তবুও চেয়েছি ,তোমার স্বপ্নগুলো ডানা মেলুক আকাঁশে।
তোমার চাওয়াগুলো পুর্ণতা লাভ করুক-
আমার আকন্ঠ কষ্টগুলোর বিনিময়ে।
তুষারাবৃত পথ হেটেছি কনকনে শীতের রাতে।
নিকষকালো অন্ধকারে ছিলো আমার ভিতীহিন পথচলা।
শুধু তোমার স্নিগ্ধ কোমল হাসিমাখা মুখের প্রত্যাশায়।
গ্রীষ্মের প্রচন্ড রুক্ষ খরতাপ বাধা হোতে পারে নাই।
পথে নেমেছি শুধু তোমারি জন্য।
দিগন্তের পর দিগন্ত হেটেছি অনিশ্চয়তায়-
তোমার অনিশ্চয়তাকে মুছে দেবো বলেই।
সবাইকে ,মাহে রমজান মুবারক।করোনার সময়টা'কে হারিয়ে দিতে হবে আমাদের সিয়াম সাধনার মাধ্যমে।
বিঃদ্রঃ-অনেক পুরোনো লেখা ইচ্ছে হলো এই দুঃসময়ে পোষ্ট করার।এগুলো ছিলো আসলে না জেনেই দুঃসাহসী চেষ্টা।কবিতা লেখার কোন যোগ্যতাই আমার নেই।ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০৭
রাফা বলেছেন: যদিও কবিতা লেখার কোন ফর্মুলাই আমার জানা নেই।সেই দুঃসাহসও করিনা তা লেখার।তাই সময়ের প্রকাশ করার চেষ্টা মাত্র।
কবিতার স্বিকৃত ভালো লাগার জন্য ,ধন্যবাদ-ইসিয়াক।
২| ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৫
চাঁদগাজী বলেছেন:
কবিতা লেখাটা ঠিক সামুতে পোষ্ট লেখার মতো কিছু না, কিছু একটা লেখতে চাইলাম, লিখলাম; সাহিত্যে কবিতার একটা বিশেষ স্হান আছে।
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা। শুভেচ্ছা ।
০১ লা মে, ২০২০ সকাল ৭:৪১
রাফা বলেছেন: তাই নাকি ভাইজান , আমি কিন্তু বিমঢ়ি খাইয়া গেলাম।
ধন্যবাদ,প্রসংশায়।নে.আলি।
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
ঢাবিয়ান বলেছেন: প্রতিদিন এই আশা নিয়ে ঘুম থেকে উঠি যে , বিদায় নিয়েছে করোনা মহামারী।
০১ লা মে, ২০২০ সকাল ৭:৪৬
রাফা বলেছেন: এত সহজে মুক্তি নেই করোনাকাল থেকে।তার চেয়ে কিভাবে করোনার সাথে পথ চলবেন সেটা আয়ত্ব করে ফেলুন। প্রবাসী যারা আছে তাদের ২দিন আগে অথবা পরে পথে নামতেই হবে।বিদেশিদের বসিয়ে খাওয়াবে এমন স্বপ্ন না দেখাই ভালো।
ধন্যবাদ,ঢা....ন।
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:১১
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো। কবিতা মনকে শান্ত করে। অস্থিরতা কমায়।
০১ লা মে, ২০২০ সকাল ৭:৪৯
রাফা বলেছেন: আপনার গুরু'তো সেক্সপিয়ার আর এলিয়টের কবিতা আশা করে ব্লগে।মনে করে এটা ব্লগের জন্য উপযুক্ত নয়।
আপনার অস্থিরতা যদি বিন্দুমাত্র কমে আমি ধন্য হই।
ধন্যবাদ,রা.নুর।
৬| ২৫ শে মে, ২০২০ ভোর ৬:৩৪
ইসিয়াক বলেছেন: ঈদ মুবারাক ভাইয়া।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার রচনাকাল এবং কবিতা পোস্টের সময়কাল, এ দুটো কাল কেই হয়তো এক শব্দে ব্রাকেটবন্দী করা যায়, আর সেটা হচ্ছে 'এলোমেলো'। প্রথমটা ছিল ব্যক্তিকেন্দ্রিক অনুভূতি, পরেরটা বিশ্বব্যাপী পরিস্থিতি।
প্রকৃত বিসর্জনে বেদনাবোধ থাকে না, থাকে স্বস্তি ও তৃপ্তি। এই বোধ থেকে প্রসূত কবিতা হৃদয়স্পর্শী হয়ে থাকে। আপনারটাও হয়েছে।
কবিতায় ভাল লাগা + +।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:২১
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগা।
শুভকামনা।