নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন পরিচয়ে বাঁচ

মোছাব্বিরুল হক

জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।

সকল পোস্টঃ

ন্যাংটো হব

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২৪


আজকে আমি ন্যাংটো হব ন্যাংটা করার উৎসবে
দল বেধে আয় দেখবি কে? কে? আশ মিটিয়ে যা দেখে।
আয় তোরা সব বাদ্য নিয়ে;
তেল মাখানো পদ্য নিয়ে;
মন ভোলানোর বদ্যি নিয়ে সব রেখে-
আজকে...

মন্তব্য২ টি রেটিং+০

ভদ্র লোকের ছেলে

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯


ওদের পাড়ার ছেলেগুলি সবকটি গর মেজাজি
মুখের কথা বললে উঠে ক্ষেপে,
দু\'চারটা ঢিল মারলে ছুঁড়ে ওদের গায়ের উপরে
দল পাকিয়ে ধরতে আসে ঝেঁপে।

আমরা তো আর ওদের মতো ছোটলোকের বাচ্চা নই
সটান হয়ে দাঁড়িয়ে...

মন্তব্য৮ টি রেটিং+২

কলম চোর

০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭


কলম পেয়ে মলম বেচে জ্ঞান চোরাদের দল,
নাম কামাতে গড়গড়ি খায় নেতার বগল তল।
নেতার গুনের মালা সাজায়
...

মন্তব্য১০ টি রেটিং+৩

প্রতিবাদ

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭



দেশ কেঁদে মরে বিচারের খোঁজে
আমি বলি আছি বেশ\'তো;
এতো দুর্ভোগ এতো অনিয়ম,
গুম খুন আর রোজ ধর্ষণ;
ধৈর্যের ঝুলি কাঁধে তুলে বলি
এই হয়ে এলো শেষ\'তো।

যার ঘরে লাগে আগুনের তাপ
সেই এসে পানি দিক\'না
মিছিলে মিছিলে...

মন্তব্য৬ টি রেটিং+০

ভাবনা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৪


হাদারাম ভাবে সব লোক গাধা
সেই শুধু একা জ্ঞানী,
তার মতো আর এই সংসারে
একটিও নেই প্রাণী।
মগজের ঘরে জ্ঞান শুধু তার
গিজগিজ গিজ করে,
জগতের যতো ঝামেলা সে একা
পলকে সারাতে পারে।

জ্ঞানীজন ভাবে ছোট্ট জীবন
হয়নি তো...

মন্তব্য৪ টি রেটিং+১

কথার খাজনা

১২ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৬


মুখে বলা সহজ যতো
কাজের বেলায় নয়\'কো ততো
সুযোগ পেলে ইচ্ছে যেমন সবাই কথা বলে,
কতো জনে ফকির হবে
ভিক্ষা করে জীবন যাবে
ফালতু কথার বিপরীতে খাজনা যদি চলে।

এইটা পারি ঐ টা পারি
বলতে গেলে কোনটা...

মন্তব্য১০ টি রেটিং+১

গোলাম

০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৩৭


অভিনেতা আমি, শান্ত স্বভাব আর
সয়ে যাওয়ার অসীম ক্ষমতা আমার রক্তে।
যখন পাঁজর ভাঙে,
চোখে জল আসে, তবু
দূরে থাকি উফ শব্দটি থেকে।
পাঁজর ভাঙার মড়মড় স্বরে
খোঁজে পেতে চাই প্রেমময় সুর।
মনিব ভক্ত গোলামের মতো...

মন্তব্য৬ টি রেটিং+১

চুপ

০৩ রা জুলাই, ২০২০ দুপুর ১:৫৭



চোখ মেলে দেখি কান পেতে শুনি
ঠোঁট চেপে বলি চুপ!
হেরে স্বাধীনতা চাপা পরে কথা
মন জুড়ে জমে ক্ষোভ।
মন বলে বলি ফের কথা গিলি
পথ ছেড়ে খুঁজি পথ,
আবডালে যতো থাক ঘৃণা শত
লোক দেখে...

মন্তব্য৬ টি রেটিং+১

তুমি আমার

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৪৯



তুমি আমার কাব্য জুড়ে ছন্দ ছিলে
ছিলে আমার জীবন গানের সুরের ধারা,
তুমি আমার মন বাগানের ভ্রমর ছিলে
বসন্তরাগ শোকের বিলাপ তোমায় ছাড়া।

তুমি আমার চলার পথের বৃক্ষ ছিলে
ছিলে আমার চৈত্র দিনের শীতল ছায়া,
তুমি...

মন্তব্য১১ টি রেটিং+১

গোপালের দু:খ

১৭ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৯


হায়! হায়! একি হলো, এই ছিল কপালে?
কেঁদে বুক চাপড়ায় দুই হাতে গোপালে।
দুই-এ দুই-এ চার হলো মানুষের সংখ্যা,
কি হলো! কি হলো! এই মনে শংকা।
নির্ঘাত বড় কিছু, না হলে সে কি আর
চাপড়িয়ে...

মন্তব্য৭ টি রেটিং+০

দাদার স্বপ্ন

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ২:০৮


এদেশ নাকি তাদের হবে দাদাজানে কয়
স্বপ্ন দেখা ভালো তবে দিবাস্বপ্ন নয়।
একাত্তরে বন্ধু সেজে বাঁশ দিয়েছ মেলা
দেখায় দিছ মনের মাঝে গোপন রাখা খেলা।
তোমার দেশের বাতিল পন্য আমার দেশে দিয়ে
ষোলআনা মূল্য তুমি...

মন্তব্য১৮ টি রেটিং+৩

আজব দেশের গল্প (২)

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১:১০


স্বপ্নে পাওয়া আজব দেশ
সবাই আছে সেথায় বেশ।
অশান্তি নেই কোথাও কোন
কি কারনে, কেউ কি জান?

সেথায় মানুষ কষ্ট পেলে
ধৈর্য নামক ঔষধ গিলে।
ধৈর্য বিহীন মানুষ যারা
হয়যে তারা রাজ্য ছাড়া।

উচিৎ কথা সেথায় মানা
চোখ থাকিতেও...

মন্তব্য১৬ টি রেটিং+৩

মুক্তি মন্ত্র

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১



বান ডেকেছে এই মনেতে আজ,
কে করে আজ লোক দেখানো লাজ?
কুসংস্কারের বদ্ধ দোয়ার ভেঙে
সেজেছি আজ মুক্ত স্বাধীন সাজ।

নেই মনে আজ লোক সমাজের ভয়
এ মন যে আজ পেছন ফেরার নয়।
হৃদয় মাঝে...

মন্তব্য১৯ টি রেটিং+২

ঘোড়ার ডিম

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭


ভব বাজারের হারেস পাগল-
মাথায় যাহার আওলা চুল,
আগুন রোদে লেপ গায়েতে-
সারা পাড়া করতো গুল।

বাপ তাহার নাসের পাগল,
কে না জানে নাম তাহার?
মাঘের শীতে মাঝ নদীতে-
কাটতো ডুবে রাত যাহার।
মায়ের ছিল খামছানো রোগ,
কার...

মন্তব্য১২ টি রেটিং+১

জীবনের হিসেব

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭








হিসেবের খাতা খুলে,
মিলাতে চেয়েছি কতোবার তবু-
মিলিয়ে দেখা যে হয়নিকো কভু,
নিমিষে গিয়েছি ভুলে।

সময়ের স্রোতে ভেসে,
নিজেকে তাকিয়ে হয়নিকো দেখা;
আঁকড়ে ধরেছি ভাগ্যের রেখা-
হার মেনে অবশেষে।

আজ বড় একা লাগে,
কতকিছু চেয়ে হয়নিকো পাওয়া;
ভালোবাসাটুকু আজ শুধু...

মন্তব্য৮ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.