![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকদিন আগে কম্পিউটারে প্রয়োজনীয় কাজ করছি । আয়মান এসে বলল , ' আম্মু, চলো আমরা একদিন ইন্ডিয়া যাই '। আমি নিজ কাজের মনোযোগ নষ্ট হবে ভেবে সঙ্গে সঙ্গে রাজী হয়ে গেলাম । কথা বাড়াতে চাই নি ।
নিজে থেকে বলল , ' জানতে চাইলে না কেন যেতে চাচ্ছি ? ' আমি আগ্রহ দেখাবার ভান করলাম ।
বলল , ' প্রিন্স বিস্কিট কিনব এক প্যাকেট,ওটা কিনতে যাব ইন্ডিয়া । ওটা কিনলে সাথে টিফিন বক্স,খেলনা ছুরি,কম্পিউটার আরো কি কি যেন দেবে ফ্রী;আপু জানে।"
আমার কিছু পেপার রেডী করার তাড়া ছিল। ওকে ওখান থেকে বিদায় করবার জন্য খেয়াল না করে রাজী হয়ে গেলাম।
পরের দিন খাওয়ার টেবিলে মনে করিয়ে দিল। বলল," আম্মু ইন্ডিয়া যাবার সব রেডী আছে তো?দেরী করো না। সব ফ্রী জিনিস শেষ হয়ে যাবে।"
আমি তাকে ধৈর্য্য ধরতে বললাম। মনে করিয়ে দিলাম আগের বলা একটা কথা যে কোন কিছু ফ্রি পাওয়া মানেই হচ্ছে ঠকে যাওয়া।ফ্রি পাওয়া থেকে দূরে থাকা ভাল
জবাবে বলল,"এসব কিছু জানি না, তাড়া তাড়ি ইন্ডিয়া চল , প্রিন্স বিস্কিট কিনতে হবে। সাথে কত কি ফ্রি। এক প্যাকেট বিস্কিটই শুধু কিনতে হবে।'
তারপর বিষন্ন চেহারায় বলল, '"দোকানে গিয়ে টয়েস নিতে গেলে তুমি অনেক সময় নিতে দাও না পয়সা খরচ হবে বলে।এখন ইন্ডিয়া যেতে চাচ্ছি এসব আনবো , তোমার কিনে দিতে হবে না। সেটাতেও কেমন করছো। শোন আম্মু , এটাই সোজা এক প্যাকেট বিস্কিট কেনা ওদেশে গিয়ে,আর কিছু না।"
***** এমন সহজ সমাধান ; সহজে কি পাওয়া যায় ? ভাগ্যিস বুদ্ধিমান ছেলে ছিল ঘরে আমার।
০২ রা এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৮
মেহবুবা বলেছেন: তাই তো । এত সহজ সমাধান । ইন্ডিয়া যাবো এক প্যাকেট বিস্কিট কিনতে মা আর ছেলে ।
২| ০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১:১৩
বড় বিলাই বলেছেন: আয়মানের তো অনেক বুদ্ধি। আপনি মেনে নিচ্ছেন না কেন?
০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:৩০
মেহবুবা বলেছেন: মেনে নিতে দুই পায়ে দাড়িয়ে আছি । তুমি প্লেনের টিকিট পাঠিয়ে দাও , নয়তো ঠিকানা দাও আয়মানকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে । এক ফাঁকে ইন্ডিয়া থেকে বিস্কিট নিয়ে এস দুজনে গিয়ে ।
ওদের বুদ্ধিতে ঘর বোঝাই , এক কোণে কোন মতে বাবা - মা ঠাই নিয়ে আছি ।
৩| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৯:০৩
জেরী বলেছেন: বাবুটার ভালোই বুদ্ধি
০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৪
মেহবুবা বলেছেন: বাস্তববুদ্ধি ,
ভালর চুড়ান্ত ।
৪| ০২ রা এপ্রিল, ২০১০ রাত ৯:৪০
কাব্য বলেছেন: আয়মানের জন্য প্রিন্স বিস্কুট কিনতে গেলে এই কাব্য বাবুটার জন্যও এক প্যাকেট কিনে আনবেন। আর খেলনাগুলো আনতে ভুলবেন না যেনো !
০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৬
মেহবুবা বলেছেন: পারব না ভাই ।
তারচেয়ে আমার টিভিটা নিয়ে যাও । ওটা যত গন্ডগোলের মূল । এ্যাডগুলো কেন দেয় এমন ?
৫| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:৫০
ভাঙ্গন বলেছেন: ভাগ্নের অনেক বুদ্ধি।
মাশাল্লাহ!
০৯ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২২
মেহবুবা বলেছেন: যেমন মামা তেমন ভাগ্নে ।
মাশাল্লাহ্ ।
৬| ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১১:৫৫
কাঠের খাঁচা বলেছেন: আমার জন্যও এক প্যাকেট আইনেন
১৫ ই মে, ২০১০ বিকাল ৩:৩৪
মেহবুবা বলেছেন: আনতে হবে , প্লেনের টিকিট পেয়ে নেই হাতে ।
৭| ০৩ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:০২
নিশাচর০০৭ বলেছেন: আমার জন্যও! আমার জন্যও!! আমার জন্যও!! এক প্যাকেট
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪০
মেহবুবা বলেছেন: অনেকদিন আগের কথা, আনতে ভুলে গিয়েছি
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:০৩
সকাল রয় বলেছেন:
দারুন বুদ্ধি
ভাগ্নেকে শুভেচ্ছা
আপনাকে যে একবার আসতে হবে
গল্পটার ২য় পর্ব দেয়া হয়েছে
দেখবেন
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪২
মেহবুবা বলেছেন: এখন আর গিয়ে কি হবে! ঘুরে দেখে এলাম ২০২৩ এর পর আপনিও আর আসেন নি।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
ছায়াপাখির অরণ্য বলেছেন: ঠিকই তো, আয়মান কত সাশ্রয়ী ! ও তো শুধু এক প্যকেট বিস্কিট-ই কিনতে চাচ্ছে। টয়েস তো আর না !
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৫
মেহবুবা বলেছেন: আসলেই সাশ্রয়ী ভীষণ।
১০| ০৫ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৪১
আবু সালেহ বলেছেন:
সত্যি...সবেচেয়ে সহজ সমাধান...
১১| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:১৯
সামছা আকিদা জাহান বলেছেন: তোমার আইমান দেখি দারুন বুদ্ধিমান। এত্ত সহজে সমাধান পেয়ে গেলে। ভাল থেকুক তোমার আইমান। অনেক অনেক আদর ওকে।
১২| ০৬ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৯
তায়েফ আহমাদ বলেছেন: ব্যাপক বুদ্ধিধর ছেলে দেখা যাচ্ছে.........
১৩| ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৮
প্রচেত্য বলেছেন: "ফ্রী পাওয়া থেকে দূরে থাকা ভাল ।" - একদম খাঁটি কথা বলেছেন,
আয়মানের যুক্তি মন্দ না, এক প্যাকেটে বিস্কুটে এতকিছু !
১৪| ০৯ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৮
সুরঞ্জনা বলেছেন: তাই তো...... কি এমন বেশী চেয়েছে আয়মান? এক প্যাকেট
বিস্কুটই তো......। রাজী হয়ে যান। প্লেনে যাবার কি দরকার?
বাসেই তো যাওয়া যায়। প্রকৃতি দেখতে দেখতে চলে যাবেন।
১৫| ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৩:২২
বাবুনি সুপ্তি বলেছেন: কিউটি বাবুটার অনেক বুদ্ধি।
১৬| ১৫ ই মে, ২০১০ দুপুর ১২:২৯
মানবী বলেছেন: অনেক নতুন পোস্ট এসেছে, এই পোস্টের মন্তব্যের জবাব নেই দেখে বুঝতে পারছিনা আপনার চোখে পড়বেন কিনা...
তবু আয়মানের সমাধানের পথ খুঁজে নেয়া দেখে মুগ্ধতা জানালাম!
আরেকটি, মুগ্ধতা নয়, হতাশা... এসব বিজ্ঞাপনী সংস্থা যে শুধু মাত্র হিউম্যান সাইকোলজী আর চাইল্ড সাইকোলজী এনালাইসিসের পিছনে কতো খরচ করে তা সহজে অনুমেয়। এদেশে অবস্থা আরো ভয়াবহ!
ভালো থাকুন মেহবুবা।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৫
চতুষ্কোণ বলেছেন: হা হা হা। এর চেয়ে সহ সমাধান বোধহয় সম্ভব না।
আয়মানের জন্য শুভকামনা।