নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

মাসুদ রানা শাহীন

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ

মাসুদ রানা শাহীন › বিস্তারিত পোস্টঃ

অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি

০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৪


হুটহাট অন্যের ইনবক্সে ঝুঁকে পড়ার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
চাঁপা-চামিলীর গন্ধমাখা গোধূলি কখন যে বিদায় নিয়েছে!
আমি এখনো হৃদয়ের গোপন ভাষা বুঝি না
আমি তো নিষ্ঠুর অবহেলা হজম করতেই ব্যস্ত ছিলাম।

ইট খেলে পাটকেল মারার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
রক্ত গরমের টগবগে ভাবটা কখন যে ঠান্ডা হয়ে গেছে!
আমি এখনো প্রতিশোধ নিতে পারি না
আমি তো নিজের মাঝেই ডুবে থাকতে কাতর ছিলাম।

জীবনে ছক মিলিয়ে চলার অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
সময়টা কখন যে বুলেট ট্রেনের মত স্টেশন ছেড়ে চলে গেছে !
আমি এখনো কুটনীতি-রাজনীতি বুঝি না
আমি তো জীবনানন্দ দাশেই নিমগ্ন ছিলাম।

নিজের আনন্দের জন্য সানগ্লাস,কোটপিন,দামি ডায়ালের ঘড়ি ব্যবহারের অভ্যেসটা এখনো রপ্ত করা হয়ে ওঠে নি
ওই একটা টেবিলে বসেই জীবন কখন যে ফুরিয়ে গেছে!
আমি এখনো অর্থনীতি বিষয়টা ভালো বুঝি না
আমি তো মোহমুক্ত সিদ্ধি লাভ করতেই নিবিষ্ট ছিলাম…

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২৫ রাত ১২:২৮

গোবিন্দলগোবেচারা বলেছেন: সময়ে সব অভ্যাস হয়ে যায় :(

২| ১০ ই অক্টোবর, ২০২৫ সকাল ১১:১৫

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর কবিতা।

৩| ১০ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: চমৎকার।

৪| ১০ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২২

বিজন রয় বলেছেন: অর্থনীতি বোঝার দরকার নেই, মোহমুক্তির সিদ্ধিলাভ চাই।

ভালো লেগেছে, কিন্তু শিরোণাম পছন্দ হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.