নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ তবে হে জাতির মহান কবি বৃন্দ

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৩৬




জাতির জনক কবি আখ্যা পেলেন বলে
আমার মনে কবি হওয়ার অদম্য সাধ জাগলো
কিন্তু আমি কবি হতে গিয়ে শুনি
দেশে নাকি কাউয়ার সংখা থেকে কবি সংখ্যা বেশী
তবে কি জাতির পুত্র-কন্যা সব কবি হয়ে গেল?
দোষ নিয়েন না ভাই-বোন
পুত্র-কন্যাগণ ধরেছে জনকের পথ!
এখন আমরা এক কবি জাতি
সুতরাং ধন্য ধন্য ধন্য হে কবি বৃন্দ
আপনারাই হলেন জাতির সোনার সন্তান।
গোল গোল গোল
এখানে হবে না কোন গন্ডগোল
ঐক্যের মহাসমুদ্রে আমরা ভাসমান জাতি।

কিছু কি ভুল বলেছি সোনা ভাই?
এখন প্রথম পাতায় কবিতার জয় জয়কার
সুতরাং এদেশে কবিতা হবে সকাল দুপুর রাতে
কবি আলমগীর সরকার লিটন অমোঘ কবিতা লিখবেন
যার মর্ম উদ্ধারে গবেষণায় লিপ্ত থাকবেন অন্য কবিগণ
তাদেরকে ধন্যবাদ জানাবেন কবি মহামতি আলমগীর সরকার লিটন
যিনি কবিদের একজন মহান সরকার।
তাঁর অঙ্গুলি হেলনে চলবে কবিতা কবিতার মহাসড়কে
তাতে কেউ এক্সিডেন্ট করলে কবির কি দোষ?
গুণধর এ জাতির কোথাও কারো দোষ নেই।
নিন্দুকেরা অহেতুক এ জাতির দোষ ধরে।
নিপাত যাক যত্তসব নিন্দুকের দল।
রচিত হোক আগামীর যশ গাঁথা
হোক সেটা কোন ছেঁড়া কাঁথা
অকুতভয় জাতি সেকথার পরোয়া করে না।

উৎসর্গ- সোনাবীজ ও সোনাগাজী

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩২

কামাল১৮ বলেছেন: কাকেদের আপত্তি না থাকলেতো কোন সমস্যা দেখছিনা।

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: কোথাও কোন সমস্যা নেই।

২| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,




এখন আমরা এক কবি জাতি।
সেটাই তো দেখছি। প্রথম পাতাতেই তো কবিতার ছড়াছড়ি! :||

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রচুর কবিতা আসছে ব্লগে। যারা ভালো মানের কবিতা লিখতেন তারা কবিতা লেখায় ইস্তফা দেওয়ার পরেও কবিতার কমতি নেই। সুতরাং আর যাই হোক আমরা কবিতা লেখায় সমৃদ্ধ হচ্ছি।

৩| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জাতির জনককে কে, কবে কবি আখ্যা দিয়েছেন, জানি না, তবে, তার ৭ মার্চের ভাষণের বুনন দেখে তাকে আমার আগাগোড়াই কবি মনে হতো। একজন কবির পক্ষেই এমন ভাষাশৈলী দেখানো সম্ভব।

আপনার পর্যবেক্ষণের সাথে আমি একমত। ব্লগের প্রথম পাতায় কবিতার ছড়াছড়ি। এত কবিতার ভিড়ে আমি নিজের কবিতা পোস্ট করতে সংকোচ বোধ করি। কবিতা লেখা ও পোস্ট করা আমি নিজেও সাপোর্ট করি। গত কয়েক বছর ধরে ব্লগে কবিতার সংখ্যা খুব কম ছিল, আর যা ছিল তার অধিকাংশই ছিল মানহীন। অনেকে ভূঁরি ভূঁরি লেখেন, কিন্তু লেখার মান নেই, এবং এরা বুঝতেও পারছেন না যে, এগুলো কবিতা হচ্ছে না, তদুপরি নিজেদের মধ্যে 'আমি মহাকবি হনুরে ভাব' নিয়ে থাকেন। সাম্প্রতিক কালে কয়েকজন ভালো কবি এসেছিলেন। তবে, এসেই অনিয়মিত হয়ে গেছেন। তবে, বর্তমানে আবার কয়েকজন বেশ ভালো মানের কবিতা লিখছেন।

অনেকে একটা কমেন্টও শুদ্ধ করে লিখতে পারেন না, আমি নিশ্চিত, তিনি কথা বলার সময়ও কী বলছেন, তা শ্রোতারা বুঝতে পারেন না। যার প্রকাশক্ষমতা এত দুর্বল, তার কাছ থেকে ভালো মানের কবিতা আশা করা ভুল। পঙ্‌ক্তি লেখার সময় সামনে যে শব্দ এলো, তাই বসিয়ে দিলাম, কী লিখলাম, নিজেও বুঝলাম না- এভাবে কবিতা লিখলে তা কবিতা না হয়ে গার্বেজ হবে।

কবিতা সবার জন্য না। সবাই কবিতা লিখতেও পারবেন না। কবিতা লেখার জন্য মেধা থাকতে হবে। কবিতা পড়ার ও বোঝার জন্য সময় দিতে হবে। বর্ষা, বসন্ত এলেই ঝাঁপিয়ে পড়ে দু চার লাইন ছেড়ে দিলেই তা যে কবিতা হয় না, এটা যদ্দিন কেউ না বুঝবেন, তদ্দিন তার কবিতা গার্বেজসর্বস্বই থাকবে, যদিও মাঝে মাঝে কিছু সস্তা হাততালি জুটবে, আর নিজেকে 'আমি কী মহাকবি হনুরে' ভাবটা চাঙ্গা করে তুলবে।

আপনার এ কবিতার গঠন ভালো লেগেছে।

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: নির্মলেন্দু গুণ জাতির জনককে কবি আখ্যা দিয়েছেন। বাস্তবিক তাঁর ৭ ই মর্চের ভাষণ আগাগোলা একটি চমৎকার কবিতা।

৪| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি মহামতি লিটন সরকার কে দাদা
তার পরিচয় জানতে পারি----------

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক করে দিয়েছি।

৫| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



উৎসর্গের জন্য ধন্যবাদ।

কবিতা সাহিত্যের সবচেয়ে পপুলার ও কঠিন শাখা; কবিতায় পাঠকের হৃদয়ের ভাষা ও ভাবনা থাকার কথা, পাঠকের জীবনকথা থাকার কথা; কবি হচ্ছেন মানুষের কন্ঠস্বর। কবিতা হতে হবে রংধনুর মতো আনন্দধারা, ঝর্নার মতো উচ্ছল, প্রাণের সমারোহ, পাহাড়ী নদীর মতো চলমান; কবিতায় মানুষের জীবনদর্শন থাকতে হবে।

ব্লগের অনেকেই ছন্দ দিয়ে নিজের কথা বলার চেষ্টা করছেন, সেখানে পাঠকের অস্তিত্ব নেই; লেখায় পাঠক নিজের ভাবনাকে খুঁজে না'পেলে পড়তে আগ্রহী হবেন না।




২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতা আবৃত্তি করা হয় এর চমৎকারিত্বের কারণে। সেই সাথে এর বক্তব্য বোধগম্য হওয়া দরকার।

৬| ২২ শে মার্চ, ২০২৩ সকাল ১১:১০

চারাগাছ বলেছেন:
ব্লগে কবিতা লেখে এমন কয়েকজনের নাম বলুন , যাদের লেখা আপনি আগ্রহ নিয়ে পড়েন।

২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নাম লিখতে গেলে কারো নাম আসে কারো নাম বাদ পড়ে যায়, পরে এরজন্য বিব্রত হই। সুতরাং তাদের নাম লেখা থেকে বিরত থাকলাম। রবীন্দ্র ও নজরুল সাহিত্যের সব শাখায় বিচরণ করতেন। ব্লগের কবিগণ তাঁদের অসুসরণ করলে আমরা তাঁদের থেকে সব ধরণের সাহিত্য পাব।

৭| ২২ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: উতসর্গ যোগ্য লোককেই করেছেন।

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ জনাব।

৮| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: International Newsweek Magazine বঙ্গবন্ধুকে Poet of politics ঘোষণা করেছিল ৫ এপ্রিল ১৯৭১ সালে।

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর একটা তথ্য দিলেন। তারা যা বলেছে সেটাই বাস্তব সত্য।

৯| ২৪ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

রানার ব্লগ বলেছেন: বাংগালী জাত কবি। এদের আপনি সারা জীবন না খাইয়ে রাখতে পারবেন কিন্তু কবিতা লেখা থেকে বিরত রাখা অসম্ভব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.