![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
১।
প্রতি বছর ঈদুল আজহা সিজনে প্রায় ৭০,০০০ হতে ৯০,০০০ ইরানি যাত্রী সৌদি আরবে হজ্ব করতে আসেন। এছাড়া সৌদি আরবে ওমরাহ করার উদ্দেশ্যে সারা বছর হাজার হাজার লক্ষ লক্ষ ইরানি যাত্রী আসতেই থাকেন। চলতি বছর ২০২৫ সনের হজ্বে এসে ইরানি যাত্রী সৌদি আরবে আটকা পড়েছেন। সৌদি আরবে কি পরিমাণ ইরানি যাত্রী আটকা পড়েছেন আমরা সঠিক জানি না, জানার কথাও না। হঠাৎ করে ইরান ইসরায়েল যুদ্ধ বেধে গেলো।
আলোচনার বিষয় - হজ্ব না। আলোচনার বিষয় হচ্ছে - সৌদি আরব হতে সড়ক পথে, সাগর পথে, দুর্গম পথ ধরে, খেয়ে না খেয়ে ইরানি যাত্রী কিভাবে নিজ দেশে ফিরছেন? নিজ দেশে নিজ মাতৃভূমিতে ফিরে এসে - সন্তান, মাতাপিতা, পরিবার পরিজনকে কি দেখতে পাবেন? নিজ বাড়ি ঘর বাসস্থান ফিরে পাবেন, নাকি সব ধুলোয় মিশে গিয়েছে?
২।
বাংলাদেশের সাধারণ ও অসাধারণ জনগণ যুদ্ধ নিয়ে নানাবিধ স্যোসাল মিডিয়াতে বিরতিহীন লেখালেখি করছেন! বাস্তবতা হয়ত জানেন না, যুদ্ধ কখনও হয়তো দেখেন নি, হয়তো সিনেমা মুভিতেও যুদ্ধ দেখেন নি, হয়তো যুদ্ধ সম্পর্কে তেমন বিশেষ কিছু জানেনও না। কিন্তু যুদ্ধ নিয়ে বড় বড় বিবৃতি দিচ্ছেন প্রতিনিয়ত। বাস্তবতা হচ্ছে, যুদ্ধ বড় বড় জনপদ উজার করে দেয়। বড় বড় পরিবার, বড় বড় সমাজ, বড় বড় প্রতিষ্ঠান, সরকার এমনকি আস্ত একটি দেশ’কে গ্যান্ডারির মতো চিপে ছিবড়া করে দেয়।
মাত্র একদিন আগে যারা নিশান টয়োটা মিতসুবিশি’র আমদানিকারক ছিলেন, মাত্র একদিন আগে যারা ফ্রুট রপ্তানিকারক ছিলেন, মাত্র একদিন আগে যারা তৈল রপ্তানিকারক ছিলেন! - মাত্র একদিন পর তারা পথে নেমে পড়েন, প্রখর রোদ্রের তাপে অলিতে গলিতে, মাঠে ঘাটে, সড়কে মহাসড়কে, পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করেন! কবে রিলিফ আসবে, কবে এক প্যাকেট আটার রুটি পাওয়া যাবে! তখন চোখে মুখে ঈশ্বর আল্লাহ ভগবানের নাম মনে থাকে না। শুধুমাত্র মনে থাকে - কবে খাবার যোগ্য সামান্য পানি পাওয়া যাবে, কবে মোটামোটি খাবারযোগ্য সামান্য খাবার পাওয়া যাবে। নারী শিশু ও বৃদ্ধ মাতাপিতা নিয়ে বেঁচে থাকবেন তো, বেঁচে থাকলে কতোদিন?
৩।
আমার লেখাটি হয়তো আপনি পড়ছেন, আপনার কাছেই আমার প্রশ্ন? আপনি কয় বেলা না খেয়ে থেকেছেন? আপনি রমজান মাসে রোজা রেখেছেন, আপনি নিশ্চিত ছিলেন - ইফতারে থালা ভর্তি খাবার আছে। যুদ্ধাক্রান্ত দেশের নাগরিক অনিশ্চিত; - এরা জানে না, খাবার আছে না নেই, বিকালে রিলিফেরে ট্রাক আসবে নাকি আসবে না। রিলিফের ট্রাক যদি আসে - সেই ট্রাকে মারামারি কিলাকিলি গুতোগুতি করে খাবার অদৌ নিতে পারবেন কিনা জানা নেই। যারা জীবনে সামান্য পথও হাটেন নি, তারাও মাইলের পর মাইল তপ্ত রোদে পথ হাটেন। আপনি কতো মাইল পায়ে হেটেছেন, ছেড়া জুতো পড়ে অথবা খালি পায়ে? তপ্ত রোদে খালি পায়ে হাটতে কেমন লাগে জানেন কি, ধারণা আছে? মাথার উপর দিয়ে যখন মর্টার শেল মিসাইল উড়ে যায় শুধুমাত্র কানে কেমন শব্দ আসে, এই শব্দের ভলিউম কেমন ধারণা আছে?
ইরান ইসরায়েল যুদ্ধ। পর্ব - ০১।
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
সংবাদ মাধ্যমগুলো প্রবলভাবে মিথ্যা প্রচার করছে। কিছু সময় অপেক্ষা করুন, বাস্তবতা আপনা আপনি জানতে পারবেন বুঝতে পারবেন।
২| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যুদ্ধ ভালো কিছু বয়ে নিয়ে আসে না।
আমার অনাহারের কোন অভিজ্ঞতা নেই। খোদার কাছে দোয়া করি, সেই অবস্থায় যেন আমাদের দেশের মানুষদের পড়তে না নয়।
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
অনাহারের কথা লিখবো কখনও সময় ও সুযোগ করে। কষ্টের কথা লিখতে গেলেও চোখে পানি আসে।
৩| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪৮
নতুন বলেছেন: যারা যুদ্ধ শুরু করে সেই নেতারা রাজার হালেই থাকে।
মারা যায় জনগন, কস্ট করে শিশু, নারী, বৃদ্ধ রা।
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার মন্তব্য সঠিক, তবে এইখানে কিন্তু আছে! যারা যুদ্ধ লিপ্ত হোন তাঁদের অবস্থা কেমন হয় তার কিছু কিছু কাহিনী আমি লিখবো - সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি, বাশার আল আসাদ ও তাঁদের সেনা বহরের দুর্বিষহ করুণ কাহিনী আমি সময় ও সুযোগ করে লিখবো কোনো একদিন।
৪| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আরব রাজাবাদশারা এখন হিজড়া।
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৪:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
হয়তো আরব বাদশাহ’দের ধরাণা তাঁরা কখনও আক্রান্ত হবেন না। তবে আমার ধারণা ভিন্ন, আরব দেশের প্রতিটি দেশ ইসরায়েল গং দ্বারা আক্রান্ত হবে। আরব বিশ্বের একটি দেশও নিরাপদ না।
৫| ২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:২৯
সৈয়দ কুতুব বলেছেন: অধিকাংশ যুদ্ধের পিছনে মূল উদ্দেশ্য বিলিয়ন বিলিয়ন অস্ত্র ব্যবসা। একদিকে ভুখা লোকের সংখ্যা বাড়ে অন্যদিকে এক শ্রেনীর লোকের ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে।
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫১
ঠাকুরমাহমুদ বলেছেন:
ইসরায়েলের মতো নষ্ট রাষ্ট্র বর্বর রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেলে পৃথিবী শান্ত হবে।
৬| ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:৩০
ডার্ক ম্যান বলেছেন: মোসাদের টার্গেট কিলিং বেশ চমৎকার মনে হয়েছে।
ভবিষ্যতে বাংলাদেশের উগ্রবাদীদের ভারত এভাবে টার্গেট করে মারার সম্ভাবনা আছে।
আপনার দিনকাল কেমন চলে
২৪ শে জুন, ২০২৫ রাত ১১:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি ভালো আছি। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
আমার কাছে মনে হচ্ছে যুদ্ধ বিরতি হওয়াতে অনেকে খুশি নন, যুদ্ধ চলমান থাকলে আরও ক্ষয় ক্ষতি সহ হত্যা হতে থাকলে লেখার বিষয়বস্তু পেতেন, তাদের কাছে লেখালেখির বিষয়বস্তুর প্রবল অভাব।
৭| ২৪ শে জুন, ২০২৫ রাত ৯:৫৯
কামাল১৮ বলেছেন: নয়মাস যুদ্ধ করেও বাঙ্গালী যদি যুদ্ধ না দেখে থাকে তবে বলার কিছু নাই।বর্তমান জেনারেশন না দেখে থাকলেও বাবা মার কাছে শুনেছে।মুক্তি যুদ্ধের উপর বহু বই আছে সেগুলি পড়া জরুরী ছিলো।হাজার বছরের বাঙ্গালীর ইতিহাসে সবথেকে গৌরবময় ইতিহাস জানা প্রতিটা বাঙ্গালীর কর্তব্য।
২৫ শে জুন, ২০২৫ রাত ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন:
যুদ্ধের কাছে করোনা মহামারি দুধভাত। অথচ মানুষ যুদ্ধতে আনন্দ উপভোগ করছে! - জনগণের আনন্দ দেখে মনে হচ্ছে, যেনো ফুটবল খেলা ক্রিকেট খেলার দর্শক।
৮| ২৫ শে জুন, ২০২৫ রাত ২:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: যুদ্ধ, গোলাগুলি ও মৃত্যুকে অনেকে রোমাঞ্চকর মনে করে। নিজেরা বিপদের মুখোমুখি না হলে পরিস্থিতি টের পাওয়া যায় না।
২৫ শে জুন, ২০২৫ রাত ১১:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি তাই জানতে চেয়েছি। আমার লেখা আপনি ধরতে পেরেছেন, ধন্যবাদ। অন্যের বাড়িতে আগুন দেখে যারা খুশি হোন তারা মানসিক ভাবে ঠিক কতোটা সুস্থ?
৯| ২৫ শে জুন, ২০২৫ ভোর ৫:১৩
শ্রাবণধারা বলেছেন: আপনার এই লেখাটা খুবই ভালো লেগেছে।
বলতে দ্বিধা নেই, অনেকদিন আগে যখন ইরানি মোল্লারা মাশা আমিনিকে সঠিকভাবে পর্দা না করার কারণে মেরে ফেলেছিল, তখন আপনি একটি পোস্টে ইরানি মোল্লাদের সমর্থন করে এবং সে সময় ইরানের জনতার আন্দোলনকে আমেরিকার ষড়যন্ত্র বলে ব্যাখ্যা করেছিলেন। তখন আপনার প্রতি আমি খুব বিরক্ত হয়েছিলাম। আজ আপনার এই পোস্টটি পড়ে সেই পুরোনো বিরক্তি অনেকটাই কাটলো।
২৫ শে জুন, ২০২৫ রাত ১১:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আশা করি এখন থেকে আমার লেখা আপনার ভালো লাগবে। কখনো আমার লেখায় কোনো প্রশ্ন মনে হলে জানাবেন - আমি সার্বিক ব্যাখ্যা দিতে চেষ্টা করবো।
১০| ২৫ শে জুন, ২০২৫ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ১। যারা ইরান থেকে সৌদি হজ্বে গিয়েছে, তারা আছে বিরাট বিপদে। দেশে মা বাবা ভাই বোন সন্তান রেখে এসেছে।
২। না খেয়ে থাকাটা ভালো কাজ নয়।
৩। আসলে নিজ চোখে আমি কখনও যুদ্ধ দেখিনি। টিভিতে দেখেছি। তাই জানি না মিসাইলের শব্দ কেমন।
২৫ শে জুন, ২০২৫ রাত ১১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি আমার লেখার কারণ ও আমার চিন্তা বুঝতে পেরেছেন। আপনাকে ধন্যবাদ।
১১| ২৫ শে জুন, ২০২৫ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: লেখাটি সুন্দর হয়েছে। একদম নিরপেক্ষ লেখা।
আপনি কেমন আছেন?
২৫ শে জুন, ২০২৫ রাত ১১:৪২
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
১২| ২৬ শে জুন, ২০২৫ রাত ৮:১৩
ডার্ক ম্যান বলেছেন: আগামী ২ বছরের মধ্যে ইরানে রেজিম চেঞ্জ হবে বলে মনে হচ্ছে।
২৮ শে জুন, ২০২৫ দুপুর ১:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঘরের শত্রু বিভীষণ। ইরান নিজ দেশে ইলিয়াস পিনাকি’র মতো বিভীষণ আছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২৫ বিকাল ৩:৪২
রাসেল বলেছেন: আমি যুদ্ধ দেখি নাই, এর নির্মম বাস্তবতা অনুভব করতে পারব না। ধর্ম বর্ণ নির্বিশেষে যুদ্ধ কারোই কাম্য নয়, তথাপি সৃষ্টির শুরু থেকেই চলছে যুদ্ধ বিগ্রহ। উভয় পক্ষের মহৎ আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধের প্রয়োজন হবার কথা নয়, অথচ আমরা উভয় পক্ষই মহৎ আদর্শের কথা বলি।