নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর আব্দুস সালাম

আমি একজন ছাত্র । আমার বয়স ২৩ং

আর আব্দুস সালাম › বিস্তারিত পোস্টঃ

গল্পটি ছোট কিন্তু মজা অনেক ,, কষ্ট করে একবার পড়েই দেখুন ।।

২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৭

-এই যে মিস্টার
আমার রিকুটা ঝুলিয় রেখেছেন কেন ?
-আপনাকে তো আমি চিনিনা !
-ফেসবুকে কে কয় জনকে চিনে !
-ও আচ্ছা..
তো আপনার বাড়ি কোথায় ?
-সিলেট,থাকি ঢাকা গুলাশান !
-কি করা হয় ?
-পড়ালেখা....
..
এভাবেই শুরু হয় সুমন রিমু'র বন্ধুত্ব ।
আসতে আসতে দুজনের বন্ধুত্বের সম্পর্কটা,
আরও গভীর হয়ে যায় ।
মা বাবা ভাই বোন সবার,
বিষয় নিয়ে কথা হয় দুজনের ।
একদিন রিমু সুমন কে বললঃ
-তোমার সাথে সব বিষয়ে কথা হয়েছে,
কিন্তু একটা বিষয় নিয়ে কখনও কথা হয়নি !
-কি বিষয় ?
-তোমার কি কোন মেয়ের
সাথে রিলেশন আছে ?
-কেন..কেন ??
-না এমনিতেই বললাম আরকি !
-না..কেন জানতে চাইলে আগে বল ?
-বা'রে আমি কি জানতে পারব না ?
-ছিল তবে এখন আর নেই !
-কি থেকে কি হয়ে ছিল জানতে পারি ?
-সে এক লম্বা ঘটনা..
আমার সাথে টাইমপাস করে
অন্য আরেকটি ছেলেকে বিয়ে করেছে !
আমি আর কিছু জানিনা !ওকে.
-শুনে খুব কষ্ট পেলাম,
পূরনো স্থৃতি মনে করিয়ে
দেয়ার জন্য 'সরি' !
-নো সরি বন্ধুদের মধ্যে কিসের সরি,
আমি এসব পছন্দ করিনা !
-তুমি সত্যি খুব সুইট !
-তুমিও তো আমার মত !
.
'ভাল লাগা থেকেই ভালবাসা শুরু'
সুমন রিমু দুজনেই এখন
গভীর ভালবাসাই হারিয়ে গেছে ।
দুজনের এখন ফোনেও আলাপ হয়,
আসতে আসতে সুমন রিমু'র প্রেম কাহিনী
দুজনের বাসায় জেনে ফেলে ।
কোটিপ্রতি বাবার একমাত্র মেয়ে রিমু,
সুমনদের সেরকম কিছু নেই বললেই চলে ।
তবুও রিমুর বাবা
একমাত্র মেয়ের প্রেমের
মূল্য দিয়ে সুমনের সাথে বিয়ে দিয়ে,সুমনকে জামাই
হিসেবে গ্রহন করে ।
.
দুজনে শুরু করে এক নতুন জীবন,,
কিন্তু বিয়ের ছয় সাত মাস যে না যেতেই
বয়ে গেল এক বিশাল ঘূর্ণি ঝড় ।
বিয়ের ছয় মাস পরই রিমুর
ক্যান্সার ধরা পড়ল ।
সুমন তা শুনে জ্ঞান হারিয়ে ফেলল,
যতবার জ্ঞান ফিরে ততবারই
সুমন অজ্ঞান হয়ে যায় ।।
'.
'
কিছুক্ষণ পর রিমুর বাবাকে
ডাক্তার ফোন করে বললঃ
সরি রিপোর্ট জন্য আমরা দুঃখিত !
আপনার মেয়ের যে রিপোর্ট দেওয়া হয়েছে,
সেটা অন্য আরেক জনের রিপোর্ট ।
রিপোর্টি ভুল হয়ে উল্টা
পাল্টা হয়ে গেছে ।
ও হ্যা আরেকটা খুশীর খবর,
আপনার মেয়ে মা হতে চলেছে,
আপনি নানু ভাই হবেন ।
একথা শুনার পর সুমন রিমু
পুরপুরি সুস্থ হয়ে সুখে শান্তিতে
দিন কাটাতে লাগলো ।
.
আর আব্দুস সালাম

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:০৮

ময়না বঙ্গাল বলেছেন: বাজুক প্রেমের মায়ামন্ত্রে
পুলকিত প্রাণের বীণাযন্ত্রে
চিরসুন্দরে অভিবন্দনা..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.