নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল নীল দীপাবলী

সামুর মডারেশন টিমের নোংরামি, এবং সামুর বর্তমান মেধাহীন রেসিডেন্ট গং এর কদাচারে দূষিত মুহূর্ত হতে আপাতত বিদায় :)

শামীম আরা সনি

আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]

শামীম আরা সনি › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মিনা, শো গার্ল আর আমার মায়ের অবস্হান এবং কাঠমোল্লাদের কান্নাকাটি/ঘিন্নাঘাটি

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

অনেকদিন পর কালকে দেখলাম মিনা কার্টুন। ফেল্ট ভেরী নস্টালজিক!! অনেক অনেক পিচ্চি ছিলাম যখন কার্টুন টা শুরু হয় তবে আজ এ বয়সেও এই কার্টুন টা খুব ভালো লাগে , মনে হয় বাস্তবেও কোন মিনা রয়েছে :(



অসম্ভব মজার এবং শিক্ষমূলক কার্টুন এই মিনা। আমাদের জেনারেশনের কে আছে এমন যে মিনা কে ভালোবাসতো না?

আহা কি দুঃখের বিষয় এখনকার বাচ্চারা ডরিমন ছাড়া কিছুই বুঝলো না :( আবার আমাদের বাচ্চাকাচ্চা হলে ওদের কে এই মিনা দেখালে না জানি হয়ত বলবে ইয়াক মিনা! এটা একটা কিছু হলো ? :(

হমম মিনা হলো সেই কার্টুন যে ধনী, গরীব, শহর, গ্রাম এবং ছেলে ও মেয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলো। এর প্রথম পর্ব শুরু হয়েছিলো মেয়েদের স্কুলে পাঠানো কতটা জরুরী ষে বিষয়টিকে কেন্দ্র করে।

মিনা কতটা প্রভাবশালী ছিলো আমরা সবাই কমবেশী জানি। মিনার এমন আশ্চর্য ক্ষমতা ছিলো , এটা সেসময়ের সব ছেলেমেয়ের মনে কি বিশাল প্রভাব রেখেছিলো সেটা বুঝাতে একটা উদাহরন দেই,

আমার ৫ বছরের বড় দুইটা ফুফাত ভাই আছে যারা কিনা জমজ! যাইহোক, তারা আমাকে বললো স্কুলে রেজাল্ট দিবে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে আব্বু অনেক বকবে।

তারপর হঠাৎ একজন বললো তোমারতো কোন চিন্তা নেই কারন তুমি মেয়ে! না ভালো করে পড়লেই কি!


আমি আধো আধো কন্ঠে বললাম কেন? আমি ভালো করে না পড়লে তো আমাকেও আম্মু বকে!

তখন আরেকজন বললো না, আমি মিনা কার্টুন দেখছি, মিনার অনেক বুদ্ধি, রাজুর চেয়েও বেশী বুদ্ধি,মেয়েদেরও বুদ্ধি ছেলেদের চেয়ে বেশী হয়। আর মিনা আমার খুব ভালো লাগে :)




আমার ধারনা ঢাকায় বসে স্বনামধন্য স্কুলে লেখাপড়া করার পরও এইযে এরকম ধারনা একটা বাচ্চা ছেলের ছিলো, অবশ্যই এসব জেন্ডার ডিসক্রিমিনেশন মনের ভেতর ঢুকিয়ে দেয় আশেপাশেরই মানুষ। কিন্তু সেসময় মিনা সবার মনের গভীরে কুঠারাঘাত করে খুব চমৎকারভাবে!



আমার মনে হয় আরো নতুন নতুন অনেক পর্বের মিনার দরকার আছে।

ফেবিকল লাগাকে না চিপকাকে ! কি একটা আইটেম সং এসেছে কারিনার! আমি কোনভাবেই বুঝিনা এইসব গানের আসলে প্রয়োজন কি? যদিও গানটা ইন্ডিয়ান তবে আমার আপত্তির জায়গা হচ্ছে এসব গান যেহেতু বাংলাদেশে বসেও আমাদের দেখতে এবং গিলতে হচ্ছে উই সুড ডু সামথিং :)

আমার আরো একটা চরম আপত্তি আছে বিপিএল স হ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সকল আন্তজার্তিক ম্যাচে শো গার্লদের মাঠে রাখা নিয়ে।

ইন্ডিয়া আইপিএলে শো গার্ল রাখুক, সেক্স শো এর আয়োজন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা করব কেনো?



এটা কি নারীর পন্য হয়ে ওঠার চরমতম পর্যায় নয়?

ছেলেরা মাঠে খেলছে, আর মেয়েরা নগ্ন দেহ দেখিয়ে সবাইকে মজা দিচ্ছে !!



খেলার মাঠ কি কোন ক্লাব বা সেক্স শো ক্লাব নাকি ডিক্সো থেক?












স্বাধীনতার চেতনা নিয়ে ভাস্কর্য নির্মান নিয়ে দেশে যেন আরেকটি যুদ্ধ শুরু করে দিয়েছে কিছু কাঠমোল্লা ( হিপোক্রেট) এদের যদি আসলেই সৎ ইচ্ছা থাকে স্বাধীনতার চেতনা কে ধর্ষন করা বাদ দিয়ে এসব ব্যাপারে আলোকপাত করলে সাধুবাদ জানাবো!!!



ভাস্কর্যটি নির্মান করা হোক!! আমরা আমাদের মায়ের ত্যাগ স্বীকার আর ভাইয়ের সেই বুলেটবিদ্ধ লাশ কে ভূলে যাইনি, ভূলে যেতে পারিনা, আমার বাচ্চাও দেখুক জানুক বুঝুক যে এই দেশটা এই গরীব দুখীনি মা কে আমাদের ছিনিয়ে আনতে হয়েছে।

মন্তব্য ১৬৮ টি রেটিং +৩৭/-০

মন্তব্য (১৬৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ইহা একটি অতি আদি সুক্ষ কৌশল যেখানে মেয়েদের পন্য বা পূঁজি করে সমাজপতিরা ফায়দা লুটে নিতে চায় । সমাজের আজ যত অবক্ষয় এবং এই যে ধর্ষণ সব কিছুর জন্য দায়ী এই নারীকে পন্য করে তোলা তবে নারীদের এইসব বিষয়ে সচেতন হতে হবে কারন তারা নিজেরাই পারেন এসবের বিরুদ্ধে রুখে দারাতে কারন সুন্দরী প্রতিযোগিতার নামে শরীর প্রদর্শন কোন ভাবেই কাম্য হতে পারেনা কিংবা সংবাদ পাঠের সময় ওড়নাটা সুন্দর করে গায়ে জড়িয়ে নিলে তাতে করে নারীর এতটুকু সৌন্দর্য কমে যাবে না । কারন নারীকে মনে রাখতে হবে নারীর আসল সৌন্দর্য প্রকাশে নয় বরং তা ঢেকে রাখাতেই তাতে এই পন্য হয়ে উঠার দুনিয়া থেকে তারাও মুক্তি পেত সাথে দুনিয়া সুধ্রে যেত ।


সবশেষে বলি আপনার সাথে সহমত পোষণ করে আমরা আমাদের মায়ের ত্যাগ স্কীকার আর ভাইয়ের সেই বুলিটবিদ্ধ লাশ কে ভূলে যাইনি, ভূলে যেতে পারিনা, আমার বাচ্চাও দেখুক জানুক বুঝুক যে এই দেশটা এই গরীব দুখীনি মা কে আমাদের ছিনিয়ে আনতে হয়েছে।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

শামীম আরা সনি বলেছেন: আমি যুদ্ধ দেখিনি।

কিন্তু আমার পূর্বপুরুষ যুদ্ধ করেছে

আমাকে দিয়েছে একাত্তরের চেতনা

ঠিক সেই চেতনা আমি দিতে চাই আমার সন্তানকেও।



রাবি চত্বরে সাবাশ বাংলাদেশ। এক অপরুপ ভাস্কর্য। নেটে খুব একটা সুন্দর ছবি পেলাম না এটার :(

এটা এট বেশী সুন্দর আর এটার সামনে গেলেই যেন যুদ্ধের চেতনা আমার সামনে এসে দাঁড়ায়, যখন ছাত্র ছিলাম, যখনি এটার সামনে যেতাম অন্যরকম কিছু অনুভব করতাম, যা বলে বোঝানো যাবে না :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: মিনা কার্টুন আমারও খুব ভালো লাগতো।


মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলোর নির্মানের প্রধান উদ্দেশ্য হল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিকে লালন করা এবং পরবর্তি প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করা। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বোবা কালা বানিয়ে দেয়া কি এতই সহজ? যে বাঙ্গালী রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে আনে তাকে কি হুমকি ধামকি দিয়ে আটকানো যায়?

আসুন সমর্থন জানাই, সোচ্চার হই মুক্তিযুদ্ধের চেতনায়।
আসুন রুখে দেই মৌলবাদীদের অপচেষ্টা।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

শামীম আরা সনি বলেছেন: আপনার সাথে একমত।

একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য না বুঝেন তাহলে তার প্রাইমারী স্কুলেও শিক্ষকতা করার যোগ্যতা নেই।

জামাত শিবিররা আগে ব্লগে চিল্লাচিল্লি করত যে দেশ রসাতলে যাচ্ছে কে কি করছে?

আমার প্রশ্ন হচ্ছে যে তারা দেশের জন্য কি করছেন?

এবং উক্ত শিক্ষক নাকি জামাত নন, উনি তাবলীগ। উনি কি দেশের সমস্যা আর কিছু দেখতে পেলেন না?

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

হাসান মাহবুব বলেছেন: প্রতিটি কথার সাথেই একমত। +++++

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

নীলিমায় নীল রোদ বলেছেন: আপনার বেশ কয়েকটা পোস্ট পড়েছি- সত্যি আপনি খুব ভাল লিখেন। প্লাস।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

শামীম আরা সনি বলেছেন: সত্যি যদি ভালো লিখে থাকি তাহলে ভাবি যে কোনভাবে যদি এ লেখাটা চরম শক্তি হিসেবে ব্যবহার করতে পারতাম তাহলে ভালো লাগতো অনেকক।

আপনাকে অনেক ধন্যবাদ আর আমার ব্লগে স্বাগতম :)

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯

বেসিক বয় বলেছেন: শাবিপ্রবিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের বিরোধীতাকারীদের যে কোন মূল্যেই হোক প্রতিহত করব।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

শামীম আরা সনি বলেছেন: মুক্তিযুদ্ধের ভাস্কর্যের বিরোধীতাকারীদের যে কোন মূল্যেই হোক প্রতিহত করব।

অবশ্যই।

সেই সাথে আমাদের দেশের খেলার মাঠে শো গার্ল রাখা যাবেনা এমন একটা নিয়ম আসা উচিৎ
( আমার ব্যক্তিগত মতামত)

মেয়েদের যদি মাঠে আনতেই হয়, খেলার মাঠে খেলোয়ার হিসেবে দেখতে চাই, মেয়েদেরকে শুধুমাত্র সেক্সটুল আমরা হতে দেখতে চাইনা!

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মিনা কার্টুন অনেক প্রিয় ছিলো !

ভাস্কর্য নিয়ে কি আর বলবো , সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের টিচার যখন ভাস্কর্য নির্মাণের বিরোধীতা করে তখন হতাশ হওয়া ছাড়া কোন উপায় দেখি না ! :|

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

শামীম আরা সনি বলেছেন: এদের উচিৎ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে মাদ্রাসায় জয়েন করা।

লাল সবুজের পতাকার যে দেশ সে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এমন শিক্ষক আমরা দেখতে চাইনা!!

আর আপনাকে আমার ব্লগে স্বাগতম :)

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

লাবনী আক্তার বলেছেন: আমার মনে হয় আরো নতুন নতুন অনেক পর্বের মিনার দরকার আছে।

এই কথাটা আমিও ভাবি কারন যখন আমার ভাতিজাকে ডরিমন কার্টুন দেখতে দেখি আমার একদম ভালো লাগেনা। তখন মনে হয় ইশ ! যদি মিনা কার্টুন এর আরও পর্ব থাকত এবং তা যদি সব সময় দেখান হত তাহলে ছোট ছোট বাচ্চারা এই কার্টুনগুলো দেখে কিছু শিখত। আমার বাচ্চারা ডরিমন দেখতে দেখতে এখন দেখি পুরা হিন্দি ভাষায় কথা বল যা দেখলে সত্যি অনেক খারাপ লাগে।

খেলার মাঠে এভাবে মেয়েরা কেন নাচে বা তাদের কে দিয়ে নাচানো কেন হয় তা আমার বোধগম্য হয়না। মেয়েদের কে যে আর কত ভাবে পন্য হিসেবে ব্যবহার করবে বুঝিনা। মানুষ কত খারাপ মানসিকতা মাথায় নিয়ে চলে তারি প্রমান এগুলো।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

শামীম আরা সনি বলেছেন: হমম আপু আরও মিনা কার্টুন চাই :)

আমার কথা হচ্ছে যে মেয়েরা কেনো ছেলেরাও নাচুক, খেলার উদ্বোধনীতে বা খেলা শেষে দেশীয় সংস্কৃতিভিত্তিক, দেশীয় সাজে কিছু নাচ হোক।

শো গার্লদের নাচ তো আসলে যৌন সুড়সুড়িমূলক! এসব দেখতে যারপরনাই বিরক্ত লাগে। জানেন আপু আমার কোন ভাই নেই, কিন্তু আমার বেশীরভাগ কাজিন ছেলে, ওদের সাথে যখন খেলা দেখতে বসি তখন ওরা বলে মেয়েরা খেলার কি বুঝে?

আমি অনেকদিন ওদের ঝাড়ি দিয়ে বলছি যে আমি খেলা আজকে নতুন দেখা শুরু করিনি, আর আমি খেলা অবশ্যই যথেষ্ট ভালো বুঝি!!

আমার ধারনা কয়দিন পর ( বা এখনি) শুনতে হবে যে মেয়েরা শুধুমাত্র খেলার মাঠে শো গার্ল হতে পারে।

নো মোর শো গার্ল প্লিজ!! গার্লস নিড টু শো দেম অল উই ওলসো ক্যান ডু এভরি থিং জাস্ট লাইক মিনা :)

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

রাইসুল সাগর বলেছেন: সনি আপু আপনার এই লিখাটায় অনেক অনেক +++++++++++++++++++++++ এর বন্যা এবং অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।


শুভেচ্ছা এবং শুভকামনা রেখে গেলাম নিরন্তর । ভালো থাকুন হৃদয়ে রাখুন ভালো লাগার গল্প ।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

শামীম আরা সনি বলেছেন: শুধু এই একটা লেখার জন্যই থ্যাংকইউ নাকি রাইসুল ভাইয়া?
:( :( :(

ওকে ওকে ভালোলাগা শুভেচ্ছা এবং শুভকামনা বুঝে পেলাম :)

ভালো লাগার একটা গল্প শুনিয়ে যান হৃদয়ে রাখবো ;)

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

সালমাহ্যাপী বলেছেন: মিনা কার্টুনের পাগল ছিলাম অসম্ভব !!!!

মেয়েদেরকে যখন খেলার মাঠে সবার আনন্দ বাড়িয়ে দেয়ার জন্য তাদের নগ্ন দেহে নাচানো হয় তখন অনেক সময় এমন বিশ্রি করে ড্যান্স করে যে ভাই বোন কিংবা মা বাবার সাথে এক সাথে খেলা দেখার সময় লজ্জায় পড়ে যেতে হয় !!! বুঝিনা এই নাচুনি কুদুনীর কি মানে???


আপনার লেখার সাথে পুরাই সহমত

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

শামীম আরা সনি বলেছেন: আমার কথা হচ্ছে যে মেয়েরা কেনো ছেলেরাও নাচুক, খেলার উদ্বোধনীতে বা খেলা শেষে দেশীয় সংস্কৃতিভিত্তিক, দেশীয় সাজে কিছু নাচ হোক।

শো গার্লদের নাচ তো আসলে যৌন সুড়সুড়িমূলক! এসব দেখতে যারপরনাই বিরক্ত লাগে। জানেন আপু আমার কোন ভাই নেই, কিন্তু আমার বেশীরভাগ কাজিন ছেলে, ওদের সাথে যখন খেলা দেখতে বসি তখন ওরা বলে মেয়েরা খেলার কি বুঝে?

আমি অনেকদিন ওদের ঝাড়ি দিয়ে বলছি যে আমি খেলা আজকে নতুন দেখা শুরু করিনি, আর আমি খেলা অবশ্যই যথেষ্ট ভালো বুঝি!!

আমার ধারনা কয়দিন পর ( বা এখনি) শুনতে হবে যে মেয়েরা শুধুমাত্র খেলার মাঠে শো গার্ল হতে পারে।

নো মোর শো গার্ল প্লিজ!! গার্লস নিড টু শো দেম অল উই ওলসো ক্যান ডু এভরি থিং জাস্ট লাইক মিনা :)

:) :) :)

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

নষ্টালজিয়া বলেছেন: চমতকার লিখেছেন।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ :)

অ.ট/ নস্টালজিয়া আমার একটা প্রিয় শব্দ।

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: মিনারা বড় হয়ে পড়ে অসম্ভব ফাজিল বনে যায়
ভাল লাগে দুষ্টুমি এরাই স্বপ্ন সাজায় ।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

শামীম আরা সনি বলেছেন: :| :|

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

১১স্টার বলেছেন: ক্রিকেট খেলা এমন একটি পরিবেশের খেলা যা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় কিন্তু শো গার্লদের অশ্লীল অঙ্গভঙ্গি সেই পরিবেশটাকে নষ্ট করে দেয়। আর আপনার সাথে সম্পূর্ণ একমত নারী ধর্ষীত হবার পিছনে কর্পোরেটদের নারী পণ্যমূলক ব্যবসায়ীক কর্মকান্ড দায়ী।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

শামীম আরা সনি বলেছেন: দোষ তো সেই গার্লদের নয় দোষ হলো আয়োজকদের :(

ধর্ষন বিষয়টা নিয়ে আসলে কখনোই একলাইনে এখটা কথা বলে মতামত দেয়া যায়না।

আপনি চাইলে এ বিষয়ে আমার এই পোস্ট টি দেখতে পারেন :)

ধন্যবাদ ।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

হৃদয় বাংলাদেশ বলেছেন: ভাল লাগলো। প্লাস।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন :)

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কাঠমোল্লা নিপাত যাক

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

শামীম আরা সনি বলেছেন: ইয়াপ :)

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

যুবাইরআজাদ বলেছেন: মিনা কার্টুনের প্রায় সব পর্ব এখোনা আমার কাছে আছে, তা খুবই ভাল লাগে, তবে কথা গুলো শুদ্ধ বাঙলায় হলে ভাল হতো। খেলার মাঠে নাচানাচি সম্ভবত আফ্রিকা বিশ্বকাপ থেকে ঢুকেছে। আমি একদম সহ্য করতে পারিনা।

স্বাধীনতার চেতন নিয়ে ভাস্কর্য নির্মান নিয়ে যেখানে যেন আরেকটি যুদ্ধ শুরু করে দিয়েছে কিছু কাঠমোল্লা ( হিপোক্রেট) এদের যদি আসলেই সৎ ইচ্ছা থাকে স্বাধীনতার চেতনা কে ধর্ষন করা বাদ দিয়ে এসব ব্যাপারে আলোকপাত করলে সাধুবাদ জানাবো!!!

একজন মুসলিমের কাছে সবার আগে তার ধর্ম। একজন মুসলমান হিসাবে মুর্তি বানানো কোন যুক্তিতেই সমর্থন যোগ্য নয়। তাছাড়া হাদিসে আছে অপচয়কারী শয়তানের ভাই। তাই যারা বাধা দিচ্ছে তারা ঈমান আছে বলেই দিচ্ছে, এখানে কাঠ মোল্লার কোন ব্যাপার না। আর এই ব্যাপারটা সবার এন্টিনায় ধরা পড়বেনা। এটাই সাভাবিক। মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য আরো অনেক পন্থা আছে, যেমন রাস্তা, কলেজ, বিশ্ববিদ্যালয়, মার্কেট, বিমান বন্দর ইত্যাদির নাম করণ মুক্তিযোদ্ধাদের নামে করা যেতে পারে।
আমার মন্তব্য পড়ে অনেকের খারাপ লাগতে পারে, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কাউকে আঘাত দেবার জন্য লিখি নাই। আমার বিবেক বল্ল তাই লিখলাম। আমি একজন সাধারণ মুসলিম, বাংলাদেশের কোন রাজনিতি পছন্দনা। আমার কোন ভুল হলে দয়া করে বুঝিয়ে লিখবেন। গালি দিলে কষ্ট পাব, সাইকে আলাহ্ ভাল রাখুন।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

শামীম আরা সনি বলেছেন: আমি খুবই দুঃখিত আপনার সাথে আমার মতামতের মেলার কোন সুযোগ নেই :(

আপনি অবশ্যই মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝেনা না।

বাংলাদেশ কোন ধর্মকে কেন্দ্র করে স্বাধীন হয়নি, বরং ধর্মভিত্তিক পাকিস্হান আমাদের রক্ত চুষে খেয়েছিলো!
না বুঝে শুনে সবকিছু তে ধর্মের দোহাই দেবেন না।

সবকিছুতে ধর্মের দোহাই দেয়া যাদের অভ্যাস তাদের জন্য লাল সবুজের দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কাঁঠালবাগান হতে পারেনা! তাদের জন্য রয়েছে মাদ্রাসা ।

আবারও বলছি সবকিছুর মাঝখানে ধর্মের দোহাই দিয়ে কান্নাকাটি ঘিন্নাঘাটি করবেন না।

রাজনীতি যদি নাই বুঝে থাকেন, তাহলে তো আর কিছু বলার নেই :)

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩

শামীম আরা সনি বলেছেন: তাছাড়া হাদিসে আছে অপচয়কারী শয়তানের ভাই
এ কথাটা এখানে কেন কি কারনে আসলো বুঝছিনা!!

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

আমি ইহতিব বলেছেন: দারুন কিছু কথা বলেছেন, ভালো লেগেছে, আর মিনাতো যেন আমাকে ২০বছর পেছনে নিয়ে গেলো। কি আগ্রহ নিয়ে বসে অপেক্ষা করতাম মিনা কার্টুন দেখার জন্য!!! আর কাঠমোল্লাদের নিয়ে কি বলবো আপু? দেখবেন এখানেই হয়তো আপনাকে অনেক কিছু শেখাতে চলে আসবে।

শুভ কামনা আপনার জন্য।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ বিথী আপু :)

আমার এখানে আসার চেয়ে কাঠমোল্লাদের উচিৎ ওদের প্রিয় পাকিস্হানে চলে যাওয়া।

যে দেশ তাদের নিজেদের লোকদের ৭১ এর পর ফিরিয়ে নেয়নি, সে দেশ যে বাঙালীদের ( আসলে বাঙালী নয় এরা বিহারীদেরই বংশধর! )পাকিস্হান জামাই আদর করবেনা এটা তারা যে কেন বুঝে না ;)

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর বলেছেন।+একমত

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শামীম আরা সনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ চেয়ারম্যান :)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
মিনা কার্টুন একসময় অনেক দেখছি আফসোস আজকালের ছেলেপেলে ডোরেমন ছাড়া কিছু বুঝে না :(

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

শামীম আরা সনি বলেছেন: মিনা কার্টুনের ডায়লগগুলো অনেক মজার না ?? :D B-)

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

হিমু নিয়েল বলেছেন: যুবাইরআজাদ @ ভ্রাতা অন্য কোন পোষ্টে আসো তোমাকে ধৌত করব । ভদ্র পোষ্টে ভদ্র আছি X(( X(( X((

লেখক বলেছেঃ আপনি অবশ্যই মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝেনা না।
আমি কিন্তু আপনিতে থাকি না X(( X(( X((

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

শামীম আরা সনি বলেছেন: :( :P ;)

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬

হিমু নিয়েল বলেছেন: এবার পোষ্টের টপিকে আসি আপু

ডোরেমন খাচ্ছে সিগারেট । পুলাপন কি শিখবে ?

আপনি ছবি দিয়ে ক্যপশনে বলেছেন এটা কি নারীর পন্য হয়ে ওঠার চরমতম পর্যায় নয়?
আমি বলব হ্যা ।
স্বাধীনতার চেতনা নিয়ে ভাস্কর্য নির্মান নিয়ে দেশে যেন আরেকটি যুদ্ধ শুরু করে দিয়েছে কিছু কাঠমোল্লা
গতকাল ফেবুতে একটা আর্টিক্যাল পড়েছিলাম সেটা হুবহু তুলে দেই ?


Kazi Nazrul · 307 followers
Tuesday at 11:35pm ·
২০১১ সালে দেশে বেড়াতে গেলে ছোট ভাইয়ের কর্মস্থল সিলেটে হাওয়ার কারনে তার আমন্ত্রণে সিলেট বেড়াতে যাই। সেই সুবাধে শাবিতে যাওয়া হয়। শাবির অনেক কিছুর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে একটা আলাদা পাহাড়ে খুব সুন্দর স্তাপনা তৈরি করে আমাদের ভাষা শহীদদের সম্মান জানানোর স্মারক ‘শহীদ মিনার’।
আজ সেই শাবিতে আমাদের মুক্তিযুদ্ধের স্মারক ( ভাস্কর্য) নির্মাণে বিরোধিতা করছে কিছু জ্ঞানপাপী শিক্ষক। আজ যদি তারা সফল হয়, তাহলে একদিন তারা ফতোয়া দিবে শহীদ মিনারটি পাহাড়ের উপর হাওয়ায় এটা মাথার উপর তাই এটি ভেঙ্গে পেল।
মধ্যপ্রাচ্যের একটা দেশে বাস করে দেখতেছি এরা তাদের ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বরূপ অনেক অনেক ভাস্কর্য তৈরি করে রেখেছে। প্রায় প্রতি জায়গায় তারা তাদের জাতির জনক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর ছবি টাঙ্গিয়ে রেখেছে। কোথাও কোথাও রয়েছে ভাস্কর্য।
যারা ইতিহাস ঐতিহ্যের স্মারক স্বরূপ ভাস্কর্য ও পূজ্যর জন্য মূর্তির তপাত বুঝেনা তারা কিভাবে শিক্ষক পদবী বহন করে তা আমার জানা নাই।


পোষ্ট খুব ভাল লেগেছে এক সাথে সব কিছু নিয়ে আসছেন :)

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

শামীম আরা সনি বলেছেন: হাহাহা ভালো করেছো ডরিমনের এরকম একটা ছবি জোগাড় করে দিয়ে।

দেখো বাচ্চাদের মন মানসিকতা ছোটবেলাতেই গঠিত হয়। বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে দেখবে সেটা কিন্তু তার সারাজীবনের আইডল হয়ে থাকবে, অনেকসময় অবচেতনভাবে, তাহলে আমরা কেনো ভাববো না এরকম কার্টুন বাচ্চারা দেখলে?
এ বিষয়ে আমার একটা পোস্ট দেখতে পারো

আমি মিনার কথা বলেছি কারন আমাদের লাল সবুজের দেশটার জন্ম অনেক সুন্দর সুন্দর স্বপ্ন নিয়ে, এ দেশটা একটা পাকিস্হান বা আফগানিস্হান বা সৌদি আরব হয়ে ওঠার জন্য বা ইরানের মত নারী শিক্ষা বিষয়টিকে তুচ্ছ একটি বিষয় বা মেয়েদের কে আজব এক প্রাণী হিসেবে ট্রিট করার জন্য জন্ম হয়নি।

তাহলে এ দেশে আন্তর্জাতিক ম্যাচগুলোতে বা বিপিএল এ কেনো শো গার্ল রাখা হচ্ছে?

ঠিক কতটুকু আমরা মেয়েদের নিরাপদে খেলার মত পরিবেশ দিতে পেরেছি?

মেয়েরা কি শুধুমাত্র সেক্স টুল?

শো গার্ল রাখলে এক কাজ করুক শো বয় ও রাখুক!!

না সেটার অবশ্য দরকার নেই।

আমরা একটি অসুস্হতার বদলে আরেকটি অসুস্হতা কামনা করিনা ।

কাঠমোল্লাদের এ এতো চিল্লাচিল্লি এরা যদি এমনও বলতো আসন্ন বিপিএল এ কোন শো গার্ল রাখা যাবেনা। তাহলেও আমি সাধুবাদ জানাতাম।

কিন্তু এদের প্রবলেম কি জানো?

এরা বুঝবেনা, কারন এরা কেনেটিকালি মৌলবাদি শিক্ষায় শিক্ষিত, জন্মের পর ফ্যামিলি থেকে শিখেছে শহীদ মিনারে ফুল দেয়া মানে হলো পূজা করা!!

এদের কাছে তুমি কি আশা করো?

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

রিফাত হোসেন বলেছেন: সনি আন্টি ++++ আপনার ব্লগ এখন ঘুমিয়ে ঘুমিয়ে সুন্দর দেখতে পাব । গতকাল এন্ড্রয়িড পেড হাতে এসেছে আন্টি । :)

বাইদিওয়ে কেমন আছেন আন্টি ?

আমিও এক সময় মীনা দেখতাম ।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

শামীম আরা সনি বলেছেন: তুমি শুধরাবানা X(

আমি ভালো আছি আঙ্কেল :)

প্যাড হাতে পেয়েছে সে খবরটাই দিতে এসেছে বুঝিনা বুঝি :P ;)

ওকে ওকে তুমিতো দেখবাই তুমি তো মিঠু ! :P ;)

২২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

জেমস বন্ড বলেছেন: ++++++++ , মিনার অনুপস্তিতি আসলেই অনুভব করি । বাংলাদেশ থেকে ইভটিজিং , নকল করা , মিথ্যে না বলা ইত্যাদি ছোট ছোট বিষয় নিয়ে মিনা কিন্তু আবার চালু করতে পারে । বাট কে করবে হায় ? কারুর ই যেনো এসব নিয়ে ভাবতে ইচ্ছে করে না । শুধু ফেফিকল ছে চিপকা চিপকি করতে করতেই হাতের রেখা উঠিয়ে ফেলছি , শেষে জ্যোতিষী হাত গননায় বিফল :| :|


অফটপিক :

রিফাত হোসেন বলেছেন: সনি আন্টি :P :P :P :P ,



আমি কইলেই যত্ত দোষ তাই না খালা :!> :!> :!> :-0

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

শামীম আরা সনি বলেছেন: মিনা তো Unicef এর কার্টুন । কোন নির্দিষ্ট ব্যক্তির নয়। Unicef বাংলাদেশ এবং ইন্ডিয়ায় মিনা কার্টুন বাংলা এবং হিন্দিতে ডাবিং করে প্রচার করে। স্কুলে স্কুলে মিনার বই বিতরন করে এখানকার মেয়েদের আর্থসামাজিক অবস্হার ভিত্তিতে , জনমনে যে প্রভাব তারা ফেলার প্রয়াসে কার্টুনটি প্রচার করে সেটা অনেক অনেকটাই সফল হয়েছিল :)

আফনে তো আমার বড় তাই আফনে আমার দাদা :-0 :-0

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাহিদা আশরাফি বলেছেন: প্রতিটি কথার সাথেই একমত।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ সাহিদা ।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

পাগলমন২০১১ বলেছেন: সহমত এবং প্লাস। :D

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

শামীম আরা সনি বলেছেন: :)

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

বইয়ের পোকা বলেছেন: ছেলেরা মাঠে খেলছে, আর মেয়েরা নগ্ন দেহ দেখিয়ে সবাইকে মজা দিচ্ছে !!

খেলার মাঠ কি কোন ক্লাব বা সেক্স শো ক্লাব নাকি ডিক্সো থেক?
ইন্ডিয়া আইপিএলে শো গার্ল রাখুক, সেক্স শো এর আয়োজন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা করব কেনো?

এইটাই তো বুঝি না :( :( ভারতীয় সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি তো এক না। আমারাও কেনো তাদের মত আমাদের নারীদের পণ্য হিসেবে ব্যবহার করব??

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

শামীম আরা সনি বলেছেন: শো গার্ল গুলো সবাই বাংলাদেশী ছিো কিনা আমি শিওর না।

কোন দেশী গার্ল এইটার চেয়ে বড় বিষয় আমি যখন খেলা দেখতে বসি ছেলেদের সাথে তখন এই ব্যাপারটার জন্য আমার নিজেকে নিম্নশ্রেণীর কেউ বলে মনে হয় :(

নাচ হোক খেলা শুরু বাস শেষে দেশীয় সংস্কৃতির কিছু নাচ।

কিন্তু নাচ আর শো গার্লদের কোমর দোলানীটা এক নয় /:)

নো মোর শো গার্লস প্লিজ :(

ব্রিং গার্লস এজ প্লেয়ার্স নট মেক দেম সেক্স টুল!

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

লোপা এসহক বলেছেন:
লাল সবুজের দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো কাঁঠালবাগান হতে পারেনা! তাদের জন্য রয়েছে মাদ্রাসা।

ওদের কে মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝানোর চেষ্টা বাতুলতা মাত্র।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

শামীম আরা সনি বলেছেন: ইয়াপপপপ :)

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

সুনেত্রা বলেছেন: ফেল্ট ভেরী নস্টালজিক!! :( :((

+++++++++++++++++++++++++

এটা কি নারীর পন্য হয়ে ওঠার চরমতম পর্যায় নয়?
ছেলেরা মাঠে খেলছে, আর মেয়েরা নগ্ন দেহ দেখিয়ে সবাইকে মজা দিচ্ছে !!

খেলার মাঠ কি কোন ক্লাব বা সেক্স শো ক্লাব নাকি ডিক্সো থেক


meyera ki sotti etotai boka !!!???

nijer sonman kise briddhi pay setai bojhe na !!!???

naki somaj amader shikha bolte ja dicci ta sudhu vul pthei hatte shekhay !!!???

jara korce , keno korce !!!!? jara dekhce kenoi ba dekhce !!!!??????

majhe bangla channel gulor add dekheo bibroto hote hoy :(

onek onek shuvokamona

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

শামীম আরা সনি বলেছেন: এখানে বোকা হওয়ার না হওয়ার কি হলো?

মানুষ কেন পতিতা হয় কেন সেক্স গার্ল হয় এটা তো বলতে গেলে পৃথিবীতে শত শত, হাজার হাজার বই আছে।

ব্যাপারটা তো এত সহজ নয়।

আমার কথা হচ্ছে এত জটিলতার কোন প্রয়োজন নেই শো গার্ল খেলার মাঠে থাকলেও সবাই খেলা দেখবে, না থাকলেও খেলা দেখবে, সে ব্যাপারটা আয়োজকদের বোঝা উচিৎ!

সরকারীভাবে নিষেধাা আশা করি।

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

শায়মা বলেছেন: মিনা আমারও অনেক প্রিয় কার্টুন!

তুমি যা বলেছো প্রতিটা কথাই সঠিক আপুনি!

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

শামীম আরা সনি বলেছেন: হমম।

থ্যাংকইউ আপু :)

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

*কুনোব্যাঙ* বলেছেন: স্বল্প বিনিয়োগে অধিক লাভবান হতে চান বা ঝুঁকি মুক্ত বিনিয়োগ করতে চান তাহলে নারী দেহের উপর বিনিয়োগ করুন এবং ঝুঁকি মুক্ত নিশ্চিত মুনাফা অর্জন করুন। (বিজ্ঞাপনের পেছনের বিজ্ঞাপন)


মিনা কার্টুন নতুন করে শুরু করলে অবশ্যই আবারো জনপ্রিয় হবে। সাধারণত নিজ কালচারের দীনতার কারণেই মানুষ অন্য কালচারে আসক্ত হয়। আমাদের কালচার অনেক অনেক রিচ এবং স্বয়ংসম্পুর্ণ কিন্তু বর্তমান সময়ে এর কোন প্রয়োগ নেই। নিজের কালচারের ভালো সাপোর্ট পেলে মানুষ তার প্রাকৃতিক স্বভাবগত কারণেই অন্য কালচারে আসক্ত হয়না।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

শামীম আরা সনি বলেছেন: হমম একমত।

মিনা কিন্তু Unicef এর কার্টুন :)

৩০| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

একুশে২১ বলেছেন: আমার মিনা কার্টুন খুবই ভালো লাগত।
আর এখন প্রতিটা কাজ করা হয় প্রফিটএর কথা মাথায় রেখে। এতে কারোর ভালো হলেই বা কি আর খারাপ হলেই বা কি। কি আর বলব নিজেকে এখন খুব অসহায় লাগে । পোস্টে প্লাস।

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

শামীম আরা সনি বলেছেন: আপনার কথাগুলো ঠিক, পার্সোনাল প্রফিট ছাড়া এখন কেউ কিছু ভাবেনা।

ধন্যবাদ।

৩১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নে মিনা কার্টুন দেখেছেন আমি মিনা কার্টুন পাইনাই ।

পোষ্টের কথাগুলো অনেক জালাময়ী ছিলো । গেসের রোগীদের হজম হবে কিনা ভাবছি । ;)

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

শামীম আরা সনি বলেছেন: কেন যখন মিনা কার্তুন হতো আপনি কি চোখ বন্ধ করে রাখতেন নাকি:(

আর আপনে না ;)

৩২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন:


সহমত

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকস :)

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪০

সেচ্ছাসেবক বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: গেসের রোগীদের হজম হবে কিনা ভাবছি । ; --- আমি এখানে সফল ভাবে ব্যর্থ ... :> :>


আমি আপনার সাথে একমত। আমি অনেক টপিক একসাথে নিয়ে এসেছেন। ধন্যবাদ।

হিন্দি সিরিয়াল নিয়ে কিছু বললেন না ??? [এই রে খেপলো নাকি মা-বোনেরা ;) :-0 B:-/ ]

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩

শামীম আরা সনি বলেছেন: সেসব নিয়ে তো অনেক আগেই আমার লেখাটেখা শেষ ভাইয়া :)

মেয়েদের সিরিয়ালম্যানিয়া, বাচ্চাদের ডরিমনম্যানিয়া, ছেলেদের?ছেলেদের পর্নোম্যানিয়া

অনেক টপিক একসাথে নিয়ে কথা বলার মজা আলাদা :)

থ্যাংকস।

৩৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৭

আমি তুমি আমরা বলেছেন: মিনা কার্টুন আমারও খুব ভালো লাগতো।হায়রে সেইসব দিন :( :(

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

শামীম আরা সনি বলেছেন: আহারে ভাইয়া :( :(

ডিভিডি কিনে দেখো :)

৩৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

নতুন বলেছেন: প্রতিটি কথার সাথেই একমত। +++++

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ :)

৩৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

হাজার বছর ধরে বলেছেন: আমি যুদ্ধ দেখিনি।

কিন্তু আমার পূর্বপুরুষ যুদ্ধ করেছে

আমাকে দিয়েছে একাত্তরের চেতনা

ঠিক সেই চেতনা আমি দিতে চাই আমার সন্তানকেও।

.....

চেতনার মায়েরে বাপ......
চেতনার ভাইদের জ্বালায় আর পারতেছি না .......
না পড়তে না ঘুমাইতে

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

শামীম আরা সনি বলেছেন: আপনার ধৃষ্টতা এবং দুঃসাহস দেখে অবাক হচ্ছি!!!

নেক্সট টাইম এরকম কমেন্ট আমার পোস্টে এসে করবেন না।

৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

রাফা বলেছেন: আপনারাইতো একেকজন মিনা।মিনারা আমদের সমাজেই আছে ,আমরাই মিনাদের সামনে আসতে দেইনা।মিনারা সামনে চলে আসলে তাদেরকে নিয়ে আর বানিজ্য করা যাবেনা।

মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে যারা ভয় পায় তারাই এর নির্মানে প্রতিবন্ধকতা সৃস্টি করে।কারন প্রতিটি ভাস্কর্যের পেছনের ইতিহাস যখন জানতে চাইবে নতুন প্রজন্ম তখনই প্রকাশিত হবে মির্জাফরদের কির্তিকলাপ।প্রকাশিত হবে নপুংসকদের কথা ।তাই তারা বাধা দিবেই। ওদেরকে গোনায় ধরার দরকার নেই।

ধন্যবাদ,শামীম আরা সনি।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

শামীম আরা সনি বলেছেন: নিজেকে মিনা ভাবতে কার না ভালো লাগে!! আহা! কি ভাব !! :!> :!>

গোনায় তো ধরিনা। কিন্তু ওরা তো ভাস্কর্য নিমার্ণ নিয়ে শুরু করলো :(

আপনাকেও ধন্যবাদ।

৩৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৮

আমিভূত বলেছেন: সহমত ,আমিও আপনার মত বলতে চাই নো মোর শো গার্ল প্লিজ!! গার্লস নিড টু শো দেম অল উই ওলসো ক্যান ডু এভরি থিং জাস্ট লাইক মিনা :)


শুভ কামনা ।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ :)

৩৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

ফিরেদেখা বলেছেন: সুন্দর লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

শামীম আরা সনি বলেছেন: :)

৪০| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: অন্য নিক থেকে কমেন্ট করে ফেলেছি :P :P :P :P :P

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

শামীম আরা সনি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) B:-)


:-B :-B :-B :-B :-B :-B

৪১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

তাহিতি তাবাসুম বলেছেন: আমিও বলতে চাই নো মোর শো গার্ল প্লিজ!! গার্লস নিড টু শো দেম অল উই ওলসো ক্যান ডু এভরি থিং জাস্ট লাইক মিনা।
অসাধারণ পোস্ট,প্রত্যেকটা কথার সাথে কঠিনভাবে সহমত।++++

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

শামীম আরা সনি বলেছেন: আরে আপু এত্তু এত্তু প্রশংসা করে ফেলেছেন B-)

থ্যাংকস এ লট তাহিতি :)

৪২| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫

সিউল রায়হান বলেছেন: লেখক বলেছেন: তাছাড়া হাদিসে আছে অপচয়কারী শয়তানের ভাই
এ কথাটা এখানে কেন কি কারনে আসলো বুঝছিনা!!

-- এই সারমেয়গুলোর লজিক হলো যেই টাকা দিয়ে ভাস্কর্য করা যেতো সেই টাকা দিয়ে কাঙ্গালী ভোজ করানো হোক

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

শামীম আরা সনি বলেছেন: কাঙালী ভোজের জন্য মাজার এবং মাজারের টাকা গেল কোথায় ? বলা যাবে কি?

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন তো ইতিহাস, দর্শন, সাহিত্য, বিঞ্জান শিক্ষার প্রাঙ্গন, কাঙালী ভোজের জায়গা নয় :)

৪৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: সিউল রায়হান @ ভাষ্কর্য আম্রা তৈরি করবৈ করব । পারলে ঠেকান X( X(

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮

শামীম আরা সনি বলেছেন: B-)

৪৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

সীমান্ত উন্মাদ বলেছেন: লিখাটা ভালা লাইগছে । পিলাচ । মিনা দেখতে ভালা লাগতো।



ভালো থাইক্কেন ।

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

শামীম আরা সনি বলেছেন: সীমান্ত @ ২২ নং পেলাচ টা মাক্স দিছে ।

মিচা কও কা :)

৪৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

মাক্স বলেছেন: সবগুলো বিষয়ের সাথে একমত। পোস্টে ভালোলাগা।
মীনা কার্টুনের কথা অনেকদিন পর মনে করিয়ে দিলেন। :)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

শামীম আরা সনি বলেছেন: মাক্স আপনাকে অনেকদিন পর আমার ব্লগে পেলাম।

আই লাভ মিনা :)

ভালো থাকুন।

৪৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

লিটা রুখসানা বলেছেন: এমনি কি আর Boss বলি।খুব ভালো লাগলো সনি... আই লাভ মিনা also :)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

শামীম আরা সনি বলেছেন: আমি কারো Boss হতে চাইনা :((

আমি জানি :)

উই অল লাভ মিনা B-)

৪৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি ব্লগে সিনিয়র কারো পোস্টে মন্তব্য করি না, ভয় লাগে :(
কিন্তু আপনার এ লিখা টা পড়ে অনেক ভালো লাগছে মন্তব্য না করলে পারলাম না।

১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শামীম আরা সনি বলেছেন: আরে এটা কেমন কথা :(

আমার কাছে ব্লগার দুই রকম এক হলো ভালো আরেক হলো ছাগু!! (জাশি)

ভালো ভালো ব্লগারদের ব্লগে কমেন্ট করুন সবাই আপন করে নিবে:)

আমাদের ব্লগ পরিবারে এবং আমার ব্লগবাড়ীতে সবসময় স্বাগতম।

লেখা ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে কিছুইতো বললেন না ভাইয়া:(



৪৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

লোনলিফাইটার বলেছেন: + নাম্বার ২৪ B-)

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

শামীম আরা সনি বলেছেন: ;) ;) :#) B-) :P B-))

৪৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার প্রতিটি পোস্টই চিন্তার খোরাক যোগায় ।
আপনার বক্তব্যের সাথে সহমত ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন :)

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭

সুখ নাইরে পাগল বলেছেন:
ভাস্কর্য নির্মাণ করা হোক

ইন্ডিয়ার এইসব কুৎসিত ব্যাপারগুলার অনুকরণ বন্ধ করা হোক

আর অবশ্যই মিনা কার্টোনকে আবারো জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেয়া হোক

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

শামীম আরা সনি বলেছেন: শো গার্ল শুধু ইন্ডিয়ায় না আরো অনেক দেশেই রাখা হয়, কিন্তু লাল সবুজের দেশে আমরা মেয়েদের প্লেয়ার হিসেবে চাই, শো গার্ল হিসেবে নয়!!


অবশ্যই ভাস্কর্য নিয়ে এত কাদা ছোড়াছুড়ির , পাল্টা কাদা ছোড়াছুড়ির মানে হয়না, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য আছে, সিলেটে সমস্যা কি? সিলেট কি বাংলাদেশের বাইরে নাকি?

হমমমম।

ধন্যবাদ।

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার লিখেছেন,,,,,,,,,,,মিনা কাটুন একসময় খুব ভাল লাগতো,,,,,,

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

শামীম আরা সনি বলেছেন: :) :) :)

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

সেলিম আনোয়ার বলেছেন: শিশুদের জন্য তো বটেই বড়দের জন্যও যথেষ্ট শিক্ষনীয়।
খুব সুন্দর পোস্ট।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

শামীম আরা সনি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে আপনার আন্তরিক মতামতের জন্য :)

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০

নীলফরিং বলেছেন:


আপনার বিক্ষুব্ধ মনের প্রতি সমর্থণ ও শ্রদ্ধা।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

শামীম আরা সনি বলেছেন: হাহাহা

ধন্যবাদ নীলফরিং :)

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫

ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

শামীম আরা সনি বলেছেন: ওকে ।

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

সুনেত্রা বলেছেন: মানুষ কেন পতিতা হয় কেন সেক্স গার্ল হয় এটা তো বলতে গেলে পৃথিবীতে শত শত, হাজার হাজার বই আছে।
hum ace tobe kina cheerleading and prostitution ek bishoy noy ( jodio amar mone hoy kono parthokko nei )
amra jader ke potita bole thaki tara jiboner nana ghat protighat e jibon poth choltei ei peshay ase , but socalled "cheerleader " ra ase thake nijer iccay ,beshir vag e student , shundori protijogitar moto opekkha krito shundorider bese bese neya hoy , poshchima bisser cheerleader ra besh proud feel o kore ,

আমার কথা হচ্ছে এত জটিলতার কোন প্রয়োজন নেই শো গার্ল খেলার মাঠে থাকলেও সবাই খেলা দেখবে, না থাকলেও খেলা দেখবে, সে ব্যাপারটা আয়োজকদের বোঝা উচিৎ!
seta sobai jane kintu somossa hocce nijeder ke bisso maner proman korte aj sobai moria tai ei onukoron , amra korci inda ke , ar india korce europe , america ke :( ,

janina ei onukoroner khelay future e ar ki ki jog hobe

(asha kori ami amar point bojhate pereci apnake )

সরকারীভাবে নিষেধাা আশা করি।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

শামীম আরা সনি বলেছেন: হমম না বুঝতে পারার কোন কারন নেই :)

ইয়াপপপপ!

৫৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

ভিয়েনাস বলেছেন: এক সময় মিনা কার্টুন জনপ্রিয়তার শীর্ষে ছিল এবং অনেক শিক্ষনীয় ছিল। বিশেষ করে গানটা আমার খুব প্রিয় :) মিনা কার্টুনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে গ্রামের অনেক মা তাদের মেয়েদের স্কুলে পাঠাতে আগ্রহী হন। সচেতন হোন। সুন্দর পোস্ট।

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

শামীম আরা সনি বলেছেন: প্রিয় মিনা আজও আমাদের মনে জনপ্রিয় হয়ে আছে...আর গানটা উফফফফ এতো যে ভালো লাগতো আর এখনও লাগে :)

ধন্যবাদ ভিয়েনাস :)

৫৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

অপরাজেয় বিদ্রোহি বলেছেন: ''আমার আরো একটা চরম আপত্তি আছে বিপিএল স হ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া সকল আন্তজার্তিক ম্যাচে শো গার্লদের মাঠে রাখা নিয়ে।
ইন্ডিয়া আইপিএলে শো গার্ল রাখুক, সেক্স শো এর আয়োজন করুক তাদের ব্যাপার কিন্তু আমরা করব কেনো?''
চরমভাবে সহমত।
খেলার সংগে চিয়ারলিডারদের কি সম্পর্ক?- এটা কিছুতেই আমার মাথায় ঢুক্‌তেসেনা।বি.পি.এল পরিচালনা কমিটিতে তো ভদ্রলোকরাই থাকে- যতটুকু জানি। তাহলে, বিকৃত রুচির এসব অশ্লীল সংস্কৃতির আমদানীকারক কারা?

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

শামীম আরা সনি বলেছেন: :| :| :| :(

৫৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

শাহেদ চট্রগ্রাম বলেছেন: চমৎকার লিখেছেন ...

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ :)

আমার ব্লগে স্বাগতম শাহেদ।

৫৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

ধানের চাষী বলেছেন: ভালো লিখেছেন , চালিয়ে যান লেখা

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

শামীম আরা সনি বলেছেন: অনেক ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম :)

৬০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

শামীম আরা সনি বলেছেন: হমম ভাইয়া আমিও চাই সে সুস্হ হয়ে উঠুক।

ভালো থাকুন :)

৬১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

তামিম ইবনে আমান বলেছেন:
মেয়েরা বেশি আধুনিক হতে গিয়ে পন্য হয়ে যাচ্ছে। তারা সেটা বুঝছে না। তারা বুঝে না, আধুনিকতা মনে। কাপড় ছোট করায় নয়।


বরাবরের মত সেইরকম ক্ল্যাসিক পোস্ট। :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ তামিম :)

অনেকদিন পর দেখছি , কেমন আছো?

৬২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

তামিম ইবনে আমান বলেছেন:

আমার কমেন্টের উপরের কমেন্টের মাল্টিটারে কসায়ে একটা দেন। ফ্লাডিং করতাসে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

শামীম আরা সনি বলেছেন: তামিম :(

তুমি কি শিওর যে সে মাল্টি?

নাও তো হতে পারে তাইনা?

ভালো থেকো ভাইয়া :)

৬৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এ্টাই তো কথা........মিনা বেচে থাকুক...........মিনা আসুক আবার ফিরে........

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ বন্ধু তুহিন :)

আমার ব্লগে স্বাগতম ...

৬৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাকে অনুসরনে নিতে ভুলে গেছিলাম । খুব ছরি :!> :!> :!> :!> :!>

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

শামীম আরা সনি বলেছেন: :#> :#> :#> :#> :!> B-)) :#)

৬৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৮

বাঘ মামা বলেছেন: খুব ভালো একটা টপিক আসছে লেখায়,কিছু বলতে পারলে ভালো লাগতো যদিও আপনার লেখায় মুল্যবান দিক গুলো উঠে এসেছে।সময় করে আসবো হয়তো আবার।

শুভ কামনা সব সময়

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ বাঘ মামা :)


আপনিও ভালো থাকবেন সবসময়।

৬৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
আমাদের সময় আমরা মিনা কার্টুন দেখেছি।
শিখেছি ইভটিজিং এর প্রতিবাদ কি করে করতে হয়। দেখেছি রিতাকে উত্যক্তকারিদের কিভাবে বাঁধা দেয়া হয় আর তাদের শাস্তি দেয়া হয়।

আর এখনকার বাচ্চারা দেখে ডোরেমন।
দেখে নবিতা বাথরুমের ফাঁকা দিয়ে তার গার্লফ্রেন্ড সিজুকাকে কাপড় বদলাতে !
তো এইসব দেখে ভালো কি শিখবে ওরা?
আমরাই ভালো কিছু দিতে পারছি না ওদের। যখন ওরা খারাপ হবে তখন এই দায়ভার কে নিবে???????????

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

শামীম আরা সনি বলেছেন: হমম কিছু বলার নেই ভাইয়া :(

৬৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৭

তামিম ইবনে আমান বলেছেন: আসলে ফ্লাডিং দেখতারিনা /:)

আপ্নের পোস্ট গুলো অফস্ট্রিমের হয় তো। বেশ ভালো পাই

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

শামীম আরা সনি বলেছেন: বাদ দাও তো ভাইয়া :(

৬৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

ইখতামিন বলেছেন: লেখালেখি ছেড়ে দিয়েছেন নাকি.

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

শামীম আরা সনি বলেছেন: কই না ছাড়িনি তো ! :(

কেনো ভাইয়া?

৬৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

রবি কিরণ বলেছেন: পোস্টটি ভাল লেগেছে।আপনাকে ধন্যবাদ।
খেলার সংগে চিয়ারলিডারদের কি সম্পর্ক?- এটা কিছুতেই আমার মাথায় ঢুক্‌তেসেনা
অপরাজেয় বিদ্রোহির সাথে সহমত।

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

শামীম আরা সনি বলেছেন: খেলার সংগে চিয়ারলিডারদের কি সম্পর্ক?- এটা কিছুতেই আমার মাথায় ঢুক্‌তেসেনা
কেন??
গতবার খেলা দেখেছিলেন না?
এইবার চিয়ারলিডার নেই :)
ভালো হয়েছে B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

শামীম আরা সনি বলেছেন: চিয়ারলিডার এবারো আছে :(( :(( :(( :((

৭০| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: প্রিয় ইদ্রু আপা, বরাবরের মতন সুন্দর লেখনী। আপনার এবারের প্রোফাইল পিক টা সুন্দর হয়েছে!!

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ থ্যাংকইউ :)

কিন্তু ইদ্রু আপা মানে :-* :| ?

৭১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

একজনা বলেছেন: মিনা কার্টুন আমারো ভালো লাগে। এখন কোন বাচ্চাকে ডরেমন দেখতে দেখলে থাপড়াইতে ইচ্চা করে।

কেমন আছেন আপু? আপনি অল্প কথায় অনেকগুলো বিষয় গুছিয়ে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনার বক্তব্য পরিষ্কার, কারো বুঝতে কোন কষ্ট হবার কথা না। তারপরও দেখছি দুয়েকজন লেবু কচলাতে চাইছে যদিও তাদের কথাতেই তাদের পরিচয় স্পষ্ট। আপনার প্রতিটি পয়েন্টের সাথে কঠিণভাবে সহমত পোষণ করছি।


মেয়েদের যদি মাঠে আনতেই হয়, খেলার মাঠে খেলোয়ার হিসেবে দেখতে চাই, মেয়েদেরকে শুধুমাত্র সেক্সটুল আমরা হতে দেখতে চাইনা!

আপনার এই মন্তব্যের সাথেও সহমত। যেসব মেয়ে সেচ্ছায় সেক্সটুল সাজে এই সমবোধ যে তাদের কবে হবে কিংবা আদৌ হবে কিনা কে জানে!

ভালো থাকবেন আপু।

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

শামীম আরা সনি বলেছেন: থাপড়াথাপড়ির কি দরকার :|

ভালো আছি আপু। আপনি কেমন আছেন?

ইয়াপপপপপপপপপপপপপপপপপপ :)

চিয়ার ফর নো চিরারলিডার ইন দিস বিপিএল ইয়েট B-)

আপনিও ভালো থাকুন আপু :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

শামীম আরা সনি বলেছেন: চিয়ারলিডার এবারো আছে :(( :(( :(( :((

৭২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

অনীনদিতা বলেছেন: প্রোফাইল পিক টা সুন্দর :):)
আর লেখা তো অসাম:)

২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

শামীম আরা সনি বলেছেন: সুন্দর বলেই তো লাগালাম আপু :)

অনীনদিতাও অসাম B-)

৭৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আপনার পুরা নাম না শামিম আরা ইদ্রু??

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

শামীম আরা সনি বলেছেন: :প :প

আমার নাম শামীম আরা ইদ্রু হলে সনি টা কে? ;)

বুঝেছি আপনার এমন ধারনার কারন কি আমার মেইল এড্রেস এ EDRU লেখা দেখেছেন এইতো? এটার মানে English Department Rajshahi University :P ;) B-)) !:#P !:#P

৭৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

মাছিমারা কেরাণী বলেছেন: আড্ডাবাজীর নামে জানোয়ারের চেহারায় সহাস্যে বাস করে লুলরাজ্। যে মডারেটর এগুলো প্রশ্রয় দেয় আর প্রতিবাদ ওয়াচ বা ব্যান করে সে সবচেয়ে বড় লুলরাজ। প্রতিবাদের ভাষা কি টাশকি খেয়ে গেছে এফবি ব্যবহার করতে করতে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

শামীম আরা সনি বলেছেন: আমি এফবি তেই থাকি আর যেখানেই থাকি তোমার বাপের পয়সায় তো আর থাকিনা তাইনা?

মোট কয়টা মাল্টি খুলছো?

আর যাই করো আমার সাথে লাগতে আসবা না। মাল্টিতে কেচালবাজী অফ করো। ওকে?

৭৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৪

বিডি আইডল বলেছেন: বাংলাদেশের এই যে লাইন দেয়া টিভি চ্যানেল, এরা বাচ্চাদের জন্য কোন অনুষ্ঠান কি দেখায়?? খুবই হতাশাজনক

(অট: ইদ্রু নামটা বেশ সুন্দর :))

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩১

শামীম আরা সনি বলেছেন: জানিনা। টিভি খুব কম দেখি।

আমার নাম ইদ্রু না আমার নাম সনি ।

EDRU = English Department Rajshahi University

৭৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

মাছিমারা কেরাণী বলেছেন: You are not my subject. Tomar jobabe onek kisui bola jay.

Proyojon bodh korsi na. Karo baper takatei kue kore na? to bina poishay ghumer osudh kenar upodesh dite asecho keno jeche? Tomake dite bolesilam magnai upodesh?

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

শামীম আরা সনি বলেছেন: তোমরা যা শুরু করছো তাতে তোমরা শিওর থাকো তোমরা একদিন ধরা খাবাই যেই হোও না কেনো।
কারন চোরের ৯৯ দিন হলেও গৃহস্হের একদিন। ওকে?

৭৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩

গেদির বাপ বলেছেন: ভালা লেখছেন ভাস্তি :)

২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

শামীম আরা সনি বলেছেন: গুড ।

থ্যাংকস ।

৭৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

প্রত্যাবর্তন@ বলেছেন: মিনা দারুণ লাগে

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ :)

৭৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

শিপন মোল্লা বলেছেন: স্বাধীনতার চেতনা নিয়ে ভাস্কর্য নির্মান নিয়ে দেশে যেন আরেকটি যুদ্ধ শুরু করে দিয়েছে কিছু কাঠমোল্লা ( হিপোক্রেট) এদের যদি আসলেই সৎ ইচ্ছা থাকে স্বাধীনতার চেতনা কে ধর্ষন করা বাদ দিয়ে এসব ব্যাপারে আলোকপাত করলে সাধুবাদ জানাবো!!! ঠিক

৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫

শামীম আরা সনি বলেছেন: আবুশিথি থ্যাংকইউ সো মাচ :)

ভালো লাগছে আপনাকে আমার ব্লগে পেয়ে, সত্যি খুব ভালো লাগছে।

অ.ট/ আপনার মেয়েটা অনেক কিউট, অনেক অনেক আদর ওর জন্য :)

৮০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

ঐকতান০০৮ বলেছেন: দারুন পোষ্ট। আসলে এই রকম লেখা পড়লে সামুতে আশাকে সার্থক মনে হয়।

মেয়েদের যদি মাঠে আনতেই হয়, খেলার মাঠে খেলোয়ার হিসেবে দেখতে চাই, মেয়েদেরকে শুধুমাত্র সেক্সটুল আমরা হতে দেখতে চাইনা!

দারুন বলছেন আপু।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২২

শামীম আরা সনি বলেছেন: থ্যাংকস এ লট এত্তু এত্তু প্রশংসা এর জন্য B-) :P

আপনার ব্লগবাড়ী ঘুরে এলাম, নতুন দেখছি, আশা করছি আমরা ভালো ভালো লেখা পাব :)

থ্যাংকস ওয়ানস এগেইন :)

৮১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

ইয়াশফিশামসইকবাল বলেছেন: পুনরায় প্রিয় ইদ্রু আপা, ইদ্রু নামটা খুবই সুন্দর, কেমন ইঁদুর ইঁদুর একটা ভাব আছে!! সাদা ইঁদুর আমাদের সবারই ভাল লাগে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

শামীম আরা সনি বলেছেন: লেখক বলেছেন: :প :প

আমার নাম শামীম আরা ইদ্রু হলে সনি টা কে? ;)

বুঝেছি আপনার এমন ধারনার কারন কি আমার মেইল এড্রেস এ EDRU লেখা দেখেছেন এইতো? এটার মানে English Department Rajshahi University :P ;) B-)) !:#P !:#P
:| :| :|

৮২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

আরজু পনি বলেছেন:

বেশ কিছু প্রয়োজনীয় প্রসঙ্গ এনেছেন আপনার পোস্টে। প্রকাশে ভালো লাগা রইল রইল সনি।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ আপু।

অনেক জ্বর আমার আজকে কিছু ভালো লাগছে না :(( :((

৮৩| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.