![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
জাহানারা ইমামের একাত্তেরর দিনগুলি বইটি পড়েন নি এরকম মানুষ বোধহয় খুব কমই আছেন। আমি বইটা প্রথম দেখি ক্লাস ফোর বা ফাইভে , বইটা পড়ি যখন ক্লাস সেভেনে। বইটা প্রথম থেকেই অত্যন্ত উপভোগ করতে থাকি, কিন্তু আনন্দ একসময় রুপ নেয় বেদনায়, রুমী একসময় নিখোঁজ হয়ে যায়, রুমি প্রিয় রুমী, যে কিনা বলতো একবার বিদায় দে মা ঘুরে আসি, ওমা পড়বো ফাঁসি! মা ওমা পড়বো ফাঁসি কথাটা বলতে মানা করতেন। রুমীকে একসময় কাদের যেন নির্দেশে ধরে নিয়ে যাওয়া হয়, রুমী আর ফেরেনি, মা দিন গুনতেন কবে ফিরবে রুমী? ৩০ দিন, ৬০ দিন এভাবে অনেকদিন চলে যায় কিন্তু রুমী আর ফেরেনি। আমি অনুভব করি ২০ বছরের তরুন রুমীর জন্য আমি কাঁদছি, আমার চোখ মন হৃদয় সব কাঁদছে, আমি অনুভব করি আমার নিজের কোন ভাই নেই, সুতরাং ভাই কি জিনিস সে অনুভূতিও আমার নেই কিন্তু রুমী কি করে যেন আমার ভাই হয়ে গেছে, রুমী হয়ে গেছে আমার আদরের সন্তান, একজন মা তার সন্তান হারিয়ে যেরুপ ব্যথাতুর হয়ে পড়েন আমিও হয়ে পড়ি সেরকম ব্যাথাতুর, মনে হলো আহারে এই ছেলে এই ছেলে! এত মেধাবী এই ছেলে যে কিনা কিছুদিন পর যেত আমেরিকায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে, সেই ছেলে আজ কোথায় গেলো?
আমার বাচ্চামন বাচ্চা রইলো না, আমি বুঝলাম প্রত্যেকটা মেয়ের মাঝেই একজন মায়ের বাস, সেই মা কে জেগে উঠতে ফিজিক্যালি মা হতে হবে এমন নয়, একটা মেয়ের মাঝে এই যে এত মায়া এত দয়া কাজ করে সেটা যেন একটা মা স্বত্তা কাজ করে আসলে।
একই রকম অনুভূতি আনিসুল হক এর মা পড়ে। আজাদ আর ফিরে আসেনি, আজাদ শহীদ হবার আগ মুহূর্তগুলো কাটিয়েছে মাটিতে শুয়ে, বসে। ' মা ' মৃত্যুর আগ পর্যন্ত কাটিয়েছেন মাটিতে শুয়ে, মা পারেননি তার নিজের মৃত্যুর আগ পর্যন্ত ভাত খেতে, কারন আজাদ ভাত খেতে চেয়েছিলো, কিন্তু মা তাকে ভাত খাওয়াতে পারেননি, মা ভাত নিয়ে গিয়েছিলো ঠিকই কিন্তু পারেনি আজাদের মুখে ভাত তুলে দিতে। আজাদ পাবদা মাছ খেতে ভালোবাসতো, মা তার জন্য পাবদা মাছ রান্না করে নিয়ে গিয়েছিলেন, ছিল গরম ভাত, সেই ভাত মাছ পচে যায় টিফিন ক্যারিয়ারেই, মা পারেননি আজাদকে খাওয়াতে!
আজাদের প্রিয় মাছ ছিলো পাবদা, আমার ও প্রিয় মাছ পাবদা, আমি হাতে গোনা কয়েকটা মাত্র মাছ খাই। পাবদা তার অন্যতম। আমার মা আমি রাজশাহীতেও থাকতেও ঢাকায় আসার পরেও পাবদা মাছ, বা বিফ বা আমার যেটা পছন্দ রান্না করে পাঠিয়েছেন, আমার মাই একমাত্র ভালো জানেন আমি কি খাই, আর কি ফেলে দেই! সবজির মাঝে চিংড়ি মাছ থাকলে আমি সবজি প্লেটে নেই, সবজি বেছে ফেলে দেই, চিংড়িটা খাই, আমার এই অভ্যাসও আমার মা জানে, আমি যদি বলি হমম আমিতো সবজি খাচ্ছি এটা আর কেউ বিশ্বাস করলেও আমার মা জানে আমি আসলে কি করতে পারি!!
আগামী শুক্রবার আমার বাড়ী থেকে ঢাকায় টিফিন ক্যারিয়ার ভরে খাবার পাঠানো হবে, ধরুন খাবার ঢাকায় আসলো ঠিকই কিন্তু আমাকে কেউ ঐদিন খুন করলো, কি হবে আমার মায়ের? আমার মা কি কোনদিন আর সুস্হ হতে পারবে?
আজকে আমাকে খুন করা হলে কারনটা হয়ত হবে অজ্ঞাত, কিন্তু ১৯৭১ এ রুমী আজাদরা না ফেরার দেশে চলে ফিয়েছিলো এই দেশের জন্য যুদ্ধ করার কারনে।
আপনার বাচ্চার শরীরে সামান্য একটা টোকা আপনি সহ্য করতে পারেন না, আর রুমী, আজাদরা যেসব রাজাকারের কারসাজিতে ধরে নিয়ে গেলো পাক আর্মি, যাদের লাশটা পর্যন্ত শেষবারের মত ছুঁতে পারলো যেসব মা তারা কেন ভুলে যাবে?
আপনারা যারা এই আন্দোলনের বিরুদ্ধে, যারা নিজের সন্তানের গায়ে একটু ফুলের টোকাও স হ্য করতে পারেন না, তারা জানবেন যে এই মায়েরা এরকম হাজার হাজার অমূল্য রতন কে কুরবানি দিয়েছিলো ৭১ এ, আর কিছু বেঈমান সেই দেশে বসে তাদের অবদান কে অপমান করেন, তাদের ত্যাগ নিয়ে হাসি, তোয়াক্কা করেন!
এখন বলবেন যে এসব তো অনেক পুরনো ঘটনা! কি হবে এসব ঘেটে! কি হবে কারন ঐসব মায়েরাই আজকে বেঁচে নেই?
আমি রুমী , আজাদের মা , আমি রুমীর, আজাদের খুনীদের বিচার চাই, এই বাংলাদেশ রুমী আজাদদের মা, বাংলা মা রুমী আজাদদের খুনীদের তাঁর মাটিতে চায়না।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া আমার পোস্ট রিলেটেড কমেন্ট হলে ভালো হতো !
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮
শামীম আরা সনি বলেছেন: আমিও এটাই চাই, যে আমরা শান্তিপূর্ণভাবে স্বতর্ফূতভাবে লড়াই করে যাবো।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: সকল জানোয়ারের বিচার চাই
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
শামীম আরা সনি বলেছেন: নায্য, সুষ্ঠ বিচার চাই, সর্বোচ্চ এবং সর্বোত্তম শাস্তি চাই।
ওরা এদেশের মায়েদের বুক খালি করেছে, ছাড় দেয়া হবেনা, ওরা ধর্মব্যবসায়ী, ওরা হিংস্র।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৫
চমচম বলেছেন: superb
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ। লেখাটার মধ্যে আমার অনেক আবেগ লুকিয়ে আছে আসলে ...
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
আমি ব্লগার হইছি! বলেছেন: সারা দেশে এক শ্লোগান
ধর রাজাকার ধর,
রাজাকারের ফাঁসি দিয়ে
দেশটা শুদ্ধ কর!
রাষ্ট্র কিংবা সব সমাজে
রাজাকার বয়কট,
রাজাকারের সঙ্গ দিলে
তারাও হবে নট!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
শামীম আরা সনি বলেছেন: জি
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
নিয়েল ( হিমু ) বলেছেন: ফাঁসি চাই ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
শামীম আরা সনি বলেছেন: ফাঁসি কার্যকর হোক।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
একজন আরমান বলেছেন:
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২
শামীম আরা সনি বলেছেন: অবশ্যই আরমান...আমরা পারবো।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
শান্তা273 বলেছেন: একটাই দাবি রাজাকারদের ফাঁসি চাই।
এই বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নাই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩
শামীম আরা সনি বলেছেন: মুক্তিযোদ্ধাদের বাংলায় রাজাকারের ঠাঁই নাই।
৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
বাংলার হাসান বলেছেন: বিশিষ্ট কবি ছাগু কিলার বলেছেঃ- যেখানে দেখিবে ছাগু তাহাদের মূখখানা পাবলিক টয়লেট মনে করিয়া করিবে হাগু।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
শামীম আরা সনি বলেছেন: হম
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩
স্বপ্নখুঁজি বলেছেন: +
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: রাজাকাররা ক্ষমার অযোগ্য। এই রাজাকাররা না থাকলে পাকিস্তান আর্মির সাধ্যি ছিলনা কোন মুক্তি বাড়ী এসেছে তা জানে, রাত কাটানোর জন্য মুক্তিরা কার বাড়ীতে উঠেছে সেটা বের করে, কারা মুক্তিদের সাহায্য করছে সে তথ্য সংগ্রহ করে। কার ছেলে যুদ্ধে গেছে তার বাবাকে ধরে আনে। রাজাকাররা না থাকলে জীবনে বর্ষা বাদল আর জলাভূমি না দেখা পাকিস্তান আর্মিকে এদেশের মুক্তিরা ২ মাসের মধ্যে পানিতে চুবিয়ে মারত। একটাও পার পেত না। সব পথ ঘাট চিনিয়েছে এই রাজাকাররা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
শামীম আরা সনি বলেছেন: আপনার কথার সাথে সম্পূর্ন একমত, এগুলো সব আমারও মনের কথা!
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮
কালা মনের ধলা মানুষ বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
স্কুলে থাকতে যখন একাত্তরের দিন গুলি হাতে নিয়েছিলাম, আর পড়া শুরু করেছিলাম, তখন নিজেকেই নায়ক ভাবতে শুরু করেছিলাম পড়তে পড়তে। এর একটা কারণ ছিল, আমার নাম'ও রুমী।
সেই থেকে একাত্তর কে ভালবাসা শুরু।
আর মা? ক্ল্যাসিক উপন্যাস।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ রুমী!! আপনার নাম টা জানা হলো
১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন: ভালো লিখেছেন।
একটাই দাবী
রাজাকারের ফাঁসি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
শামীম আরা সনি বলেছেন: একমত পোষন করছি আমিনুর ভাই।
১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩
আমি তুমি আমরা বলেছেন: যেসব শয়তান ১৯৭১ এ হাজার মায়ের বুক খালি করেছিল তাদের প্রত্যকের বিচার চাই। কোন ক্ষমা নাই তাদের।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯
শামীম আরা সনি বলেছেন: কোন ছাড় দিতে প্রস্তুত নই আমরা, কোনভাবেই না।
১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি রুমী , আজাদের মা , আমি রুমীর, আজাদের খুনীদের বিচার চাই, এই বাংলাদেশ রুমী আজাদদের মা, বাংলা মা রুমী আজাদদের খুনীদের তাঁর মাটিতে চায়না।
অনেক ভালো লাগলো আপু। খুব আবেগ দিয়ে লিখেছেন।
এই জানোয়ারদের বাংলার মাটিতে আর দেখতে চাই না।
জয় বাংলা !
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ সো মাচ
আমার আবেগটুকু আপনি বুঝতে পেরেছেন, ভালো লাগলো।
ভালো থাকবেন।
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬
অেসন বলেছেন: রাজাকারদের জন্য মানবতা নেই। যাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই, তাদের জন্য কিসের মানবতা ?
একটাই দাবী রাজাকারের ফাঁসি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
শামীম আরা সনি বলেছেন: রাজাকারদের জন্য মানবতা নেই। যাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই, তাদের জন্য কিসের মানবতা ?
একমত ভাইয়া।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
shfikul বলেছেন: রাজাকারের ফাঁসির দাবীতে অংশ নেয়া সকল বিপ্লবীকে স্যালুট।যুদ্ধাপরাধীর বিচার হতে পারে একটাই- ফাঁসি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
শামীম আরা সনি বলেছেন: আমাদের সংগ্রাম সফল হবেই হবে
১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
তারছেড়া লিমন বলেছেন: আমি দেখিনি ১৯৭১
কিন্তু শাহাবাগ দেখেছি
জয় হউক সব শুভশক্তির
জয় হউক তারুণ্যের।
সকল মুক্তি কামি তরুন দের সকল স্বপ্ন সফল হ্উক।
আমরা "প্রজন্ম একাত্তর", কোন compromise করব না। আমাদের এক দফা এক দাবি: সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই।
জয় বাংলা...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
শামীম আরা সনি বলেছেন: আমি ১৯৭১ দেখিনি
আমি ২০১৩ দেখেছি
আমি সুন্দর সময়টাকে দেখছি
এ সময় আমাদের সামনে এগিয়ে নিয়ে যাবে
আমাদের নিয়ে যাবে প্রগতির পথে
১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা আপুনি!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ আপু
২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
চাণক্য হিম বলেছেন: ভালো লিখেছেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর লিখসেন, ভাল্লাগসে ||
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকইউ
২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
শামীম আরা সনি বলেছেন: ফ্লাডিং বন্ধ করেন , শিবির এত ভদ্র কথার জাত হলে ভালোই হতো।
পাকিস্হানি আর জামাত শিবির গোলাপ হাতে আসলেও তাকে বিশ্বাস করা যায় না।
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
মশামামা বলেছেন: হুমম। তা ঠিক বলেছেন। তারপরও - বাংলার মানুষ তো তাই একটু বাঙালী হবার ডাক দিলাম আর কি।
না শুনলে অসুবিধা নাই। জবাই হবে একেকটা। শুধু তাকিয়ে থাকুন সামনের ক্যানভাসে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
শামীম আরা সনি বলেছেন: জবাই টবাই চাই না রে ভাই আমি, গনতাণ্ত্রিক দেশে সবকিছু হোক আইনগতভাবে, সেটারই ১০০ ভাগ গ্রহনযোগ্যতা সবার কাছে থাকবে।
ভালো থাকুন।
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
মশামামা বলেছেন: আইনগতভাবে যুদ্ধ হয় না।
একটু সাবধানে থেকো। ওরা কুত্তা হয়ে গেছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
শামীম আরা সনি বলেছেন: হয় আইনগতভাবেই হয়রে ভাই, আপনাকে বিশ্বাস রাখতে হবে।
আর আমাকে সাবধানে থাকতে হবে কেন? আমি কি এমন করেছি?
২৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
দেশটা অস্থির বলেছেন: রাজাকারদের ফাঁসি চাই ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪
শামীম আরা সনি বলেছেন: আমিও তাই চাই
২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪
আশফাক সুমন বলেছেন: @ "জবাই টবাই চাই না রে ভাই আমি, গনতাণ্ত্রিক দেশে সবকিছু হোক আইনগতভাবে, সেটারই ১০০ ভাগ গ্রহনযোগ্যতা সবার কাছে থাকবে।"-- সহ মত । জামাতসহ সব দলের রাজাকারদের বিচার হোক আইন অনুযায়ী ।
আনিসুল হ(কর মা- - অসাধারন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
শামীম আরা সনি বলেছেন: জি ভাইয়া মা অসাধারন
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২
গাজী আলআমিন বলেছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন স্যারের পদত্যাগ পত্র সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে প্রত্যাহার
Click This Link