![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্বপ্ন বিলাসী মানুষ। আমার পৃথিবীটা বড্ড বেশি সুন্দর; আশেপাশের মানুষগুলোও। বিধাতা প্রতিনিয়তই আমাকে শেখাচ্ছেন। বয়স, ম্যাচুরিটি, অভিজ্ঞতা যতই বাড়ছে- ততই শিখছি আমি।সব সময় এটাই চেষ্টা আমার দারা যেন মানুষের উপকার হয় অপকার না হয়।
"একদা হযরত মুহাম্মাদ (সঃ)-এর স্ত্রী হযরত বিবি আয়েশা (রাঃ) ও তার পিতা হযরত আবুবকর ছিদ্দীক (রাঃ) দুজনে কোন নির্জন স্থানে বসে কোন বিষয়ে পরামর্শ করছিলেন। হুজুরে আকরাম (সঃ) সেখানে পৌঁছে দেখলেন তাদের মধ্যে একটি শয়তান বসে রয়েছে। তখনি রেগে গিয়ে বললেন,খবরদার! কখনো এরূপ নির্জন স্থানে বসবেন না।কারন আপনাদের ধোকা দিবার জন্য একটি দুষ্ট শয়তান আপনাদের মাঝখানে বসেছিল তা আমি দেখেছি। এভাবে যে কোন নির্জন জায়গায় একজন পুরুষ ও একজন মহিলা একত্রিত হলে সেখানে তৃতীয় ব্যক্তি হয় শয়তান। আমি যা দেখি আপনারা তা দেখেন না। -(তিরমিযী শরীফ)
২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
জগতারন বলেছেন:
সহমত !
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিতা কন্যা বসার ব্যপারে এরকম হাদীসের কথা আগে শুনিনি। তবে বেগানা পুরুষ মহিলা এক সাথে বসলে শয়তান হাজির হয়ে বলে জানি। আপনি হাদীসটির নম্বর ও সঠিক রেফারেন্স দিন...
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
মুহতারিযাহ বলেছেন: (তিরমিযী শরীফ)
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
সাইন বোর্ড বলেছেন: অথচ অনেক মানুষই এমন জায়গা আশা করে ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: সেই যুগ আর এই যুগ কি এক?
সেই যুগের ঘটনা দিয়ে এই যুগের ঘটনা দিয়ে বিচার করলে হবে না।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
মুহতারিযাহ বলেছেন: হাসালেন আপনি
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭
বাংলার মেলা বলেছেন: এই হাদীসটির ব্যাপারে আমার ব্যাপক সন্দেহ আছে। এটা নির্ভেজাল হাদীস হতেই পারেনা।
স্বামী ও স্ত্রীর সমস্ত শারীরিক কর্মকান্ড নির্জনেই হয়ে থাকে - তার মানে স্বামী ও স্ত্রীর মাঝখানেও শয়তান বসে থাকে, যা আমরা দেখতে পাইনা।
তবে সেই সময় শয়তান বসে থাকুক, বা শুয়ে থ্কুক, তাতে স্বামী বা স্ত্রী কারোরই কিছু এসে যাবেনা, যদি না শয়তান কোন বিঘ্ন সৃষ্টি করে।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
অভি চৌধুরী বলেছেন: এই হাদিস নিয়ে আমারও সন্দেহ আছে, এখানে আয়েশা (রাঃ) আর তার পিতা আবু বক্কর সিদ্দিক রাঃ বসে আছেন, পিতা কন্যার মাঝখানে শয়তান আসবে কিভাবে,আর আসলেই বা কি? হযরত আবু বক্কর হলেন এমন যিনি সারা দুনিয়ায় সেরা। সেখানে শয়তানে এত বড় স্পর্দা নেই তাদে মাঝে বসার,
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৮
জগতারন বলেছেন:
সহমত !