![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের পত্রিকা, টিভি চ্যানেলগুলোর কাছে আমি 'অভিজ্ঞ, বয়স্ক সাংবাদিক, লেখক'! পর্যায়ক্রমে কয়েকটি 'কারণ' উল্লেখ করছি। আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনের জন্য 'কানাডিয়ান অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন বাংলাদেশি জার্নালিজম' পেয়েছিলাম ২০১০ সালে। ওই বছর আমিসহ ছয় সাংবাদিক পুরস্কারটি পান। আমি তখন আমার দেশ'এ কর্মরত।
ওই বছর পুরস্কার পাওয়া সবার বয়স আমার থেকে বেশি, এমনকি ঢাকায় বা জাতীয় পর্যায়ে সাংবাদিকতাও তাঁরা করছেন আমার চেয়ে আগে থেকে। বেশিরভাগ পত্রিকা, টিভি চ্যানেলের পুরস্কার পাওয়ার প্রতিবেদনে আমার নামটি আগে ছিল! 'বয়স্ক, অভিজ্ঞ' না হলে কী আমার নামটা আগে আসতো!
সদ্য শেষ হওয়া অমর একুশে বইমেলা উপলক্ষে ঢাকার প্লাটফর্ম প্রকাশনী থেকে আমার একটা বই প্রকাশিত হয়। নাম- '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'। একুশের বইমেলা চলাকালে গত ৩ ফেব্রুয়ারি দৈনিক ভোরের কাগজের শেষ পৃষ্ঠায় '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন'র প্রচ্ছদ ছাপা হয়। সেদিন ছয়জনের বইয়ের প্রচ্ছদ ছাপা হয়। ক্রমান্বয়ে এরকম- মুহম্মদ জাফর ইকবাল, মুহাম্মদ হাবীবুর রহমান, হাসান আজিজুল হক, ওয়াকিল আহমদ, হাসান শান্তনু এবং মুনতাসীর মামুন। লক্ষ্য করার বিষয় হচ্ছে, ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন স্যারের চেয়েও আমি 'বয়স্ক লেখক'!
শুধু তাই নয়, দৈনিক সমকালের এক সাংবাদিকের অসাবধানতার ছোট্ট একটা ভুলের মধ্য দিয়ে আমি রাতারাতি এদেশের বড় লেখক বনে গেলাম! এর গল্পটা এরকম- সমকালের পাঁচ পৃষ্ঠায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি আমার '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' বইটির প্রচ্ছদ, প্রকাশনা সংস্থার নাম ছাপা হয়। সেখানে ভুল করে বইটির প্রকাশক প্লাটফর্মের বদলে বাংলা একাডেমির নাম ছাপা হয়!
বাংলা একাডেমি! বড় লেখক, তারকা লেখক না হলে কী আর বাংলা একাডেমি কারো বই ছাপায়! সেখান থেকে বই প্রকাশ করানো চাট্টিখানি কথা নয়! ব্যস, এরপর নানাজনের শুভেচ্ছা, অভিনন্দন পেয়েছি! কারো ভুল যদি হয় আমার বেলায় এমন মধুর, তো হোক বারবার...
এবার 'মন্দ ভাগ্য' প্রসঙ্গ। আমার বই প্রকাশের বছর বেশিরভাগ প্রকাশকের মন খারাপ থাকে। প্রথম বই 'গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২' বিভাস প্রকাশনী থেকে একুশের বইমেলা উপলক্ষে বের হয় ২০১৩ সালে। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ওই বছরের ফেব্রুয়ারিতে চলে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের লাগাতার আন্দোলন। ফলে বইমেলা সেভাবে জমে ওঠেনি।
দ্বিতীয় বই '৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন' চলতি বছর বের হয়। গত ৬ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ, ফাঁকে ফাঁকে হরতালের কারণে এবারের বইমেলায়ও বিক্রি মন্দা। তাই অনেক প্রকাশকের মন ভালো নেই। আমার হয়তো 'বই ভাগ্য' মন্দ! তবে এগুলোর মধ্যেও আমার বইয়ের বিক্রি ভালোই!
হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক,
তেজগাঁও, ঢাকা।
©somewhere in net ltd.