![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাঙালির অস্তিত্বের ভৌগলিক আশ্রয়, বা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পঞ্চাশের দশকের শেষ দিকে ঢাকা থেকে একটা পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটির প্রকাশক ছিলেন বঙ্গবন্ধু। তিনি ওই পত্রিকায় কিছুদিন লেখালেখিও করেন। এ বিষয়ে আমার 'গণমাধ্যম নিপীড়ন ১৯৭২-২০১২' (প্রকাশকাল- ১০ জানুয়ারি, ২০১৩, বিভাস প্রকাশনী) বইয়ের 'সাংবাদিক, প্রকাশক বঙ্গবন্ধুর সরকার' অধ্যায়ে সামান্য আলোচনাও আছে।
জাতির জনক বঙ্গবন্ধুর সেই পত্রিকাটির কোনো সংখ্যা, পত্রিকাটির বিষয়ে আলোচনাধর্মী কোনো লেখা কি কারো কাছে আছে? বায়ান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত সময়ে গণমাধ্যম, সাংবাদিকতা, সাংবাদিকদের জন্য বঙ্গবন্ধুর আন্দোলন, সংগ্রাম, অবদানের বিষয়ে কারো কাছে যদি কোনো লেখা থাকে, তো লেখাটির বিষয়ে তথ্য জানালে কৃতার্থ হবো। লেখাটি পত্রিকায় প্রকাশের তারিখ, বা কোন বইয়ে আছে, বই ও প্রকাশনা সংস্থার নাম জানালেই হবে।
হা.শা.
দৈনিক যায়যায়দিন
ভালোবাসা সড়ক,
তেজগাঁও, ঢাকা।
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০
হাসান শান্তনু বলেছেন: ভাই, নিজের বইয়ের প্রচারের জন্য নয়। আমি এখানে যে কারণে নিজের বইটার প্রসঙ্গ টেনেছি, তা হলো, যেটুকু লেখা হয়েছে বইটাতে, সেটুকুর আর দরকার নেই। 'আমি তো লিখেছি যে, 'সামান্য আলোচনা'! গণমাধ্যমের জন্য বঙ্গবন্ধুর বায়ান্ন থেকে একাত্তর সাল পর্যন্ত আন্দোলন, সংগ্রাম, অবদানের বিস্তারিত তথ্য চাচ্ছি। কাউকে বিরক্ত করার জন্য লিখিনি।
আপনার বক্তব্যে প্রমাণিত হচ্ছে, আপনি আমার ব্লগ পড়ে সময় নষ্ট করেন। সেজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। ভালো থাকুন।
২| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সাদী ফেরদৌস বলেছেন: বাঙালির অস্তিত্বের ভৌগলিক আশ্রয়, বা বাঙালির আত্মপরিচয়ের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । অসাধারণ একটি বাক্য
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১
হাসান শান্তনু বলেছেন: ভাই, মন্তব্য করায় ধন্যবাদ।
৩| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সাদী ফেরদৌস বলেছেন: একটা নতুন তথ্য জানলাম ।অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনার বই কি মানুষ সংগ্রহ করেছেন?
কথায় কথায় নিজের বইয়ের প্রসংগ আনছেন অনেক।