![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রবিবারের হরতাল প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম। কিন্তু কেন? অনেকেই বলছেন- জামায়াত, হেফাজতকে পেছনে রেখে এবার নিজেরা স্বনামেই মাঠে নামবে। আসলে ব্যাপারটা কি?
খুবই স্বাভাবিক যে- আল্লামা শফী হেফাজতে ইসলামের মতো একটী বারো ভূতের সংগঠনে নিজের নেতৃত্ব ধরে রাখতে পারবেন না। হেফাজতে ইসলামের প্রধান আল্লামা শফীর রাজনীতি করার অভিজ্ঞতা নেই। জানা যায়, তিনি বাংলায় পড়তে পারেননা। বাংলার চাইতে উর্দুতেই কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করেন। এমন একজন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন হেফাজতে ইসলামের। হেফাজতে ইসলামে যুক্ত আছে ১৮ দলীয় জোটের একাধিক নেতা।
স্বাভাবিক ভাবেই অনুমান করা যায়, আল্লামা শফী ও তার দলটি নানান গ্রুপ দ্বারা প্রভাবিত হবেন। দূর্বল হয়ে পড়বে দলটি। (http://www.notun-din.com/?p=2313)।
মতিঝিলের সহিংসতায় জামায়াত-শিবির অংশ গ্রহণ করেছে তা বলাই যায়। কিন্তু জামায়াত-শিবিরের অংশ গ্রহণ ছিল পরের মাথায় কাঠাল ভেঙ্গে খাওয়ার মতো ব্যাপার। জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি- এরা চেয়েছে আল্লামা শফীর মাথায় কাঠাল ভেঙ্গে খেতে।
কিন্তু দলটির অভ্যন্তরীণ জটিলতার কারনে ভেঙ্গে গেছে। ফলে জামায়াতের পক্ষে আর এই হেফাজতের দিকে চেয়ে চলে না। আমি মনেকরি, হেফাজতে ইসলামের আভ্যন্তরীন জটিলতার কারণেই রবিবারের হরতাল বাতিল করা হয়েছে। আর হেফাজতের মাথায় কাঠাল ভাঙ্গতে না পেরে অবশেষে জামায়াত নিজেরাই হরতাল দিয়েছে।
০৯ ই মে, ২০১৩ রাত ৯:১৭
পাগলা রাজু বলেছেন: যথার্থ বলেছেন
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৩ রাত ৯:১৫
রেজা সিদ্দিক বলেছেন: প্রতিটি সংগঠনের নিজস্ব সামর্থ্য থাকা প্রয়োজন। সংগঠন হচ্ছে বালির মতো। বালি যেমন পানিকে শোষণ করে তেমনি পানির পরিমাণ বেশি হলে বালি ভেসেও যেতে পারে। হেফাজতের হয়েছে সেই দশা। জামাত বিএনপি যখন বেশি করে পানি ঢেলেছে- হেফাজত খুশীই হয়েছে। কিন্তু বুঝতে পারেনি নিজেরা ভেসে যাবে।
একই ভাবে ভেসে গেছে বিএনপি জামাতের আশা। একটি নাবালক সংগঠনে ওরা এত পানি ঢেলেসে এখন তো সংগঠনটাই অস্তিত্বের সংকটে।