![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের পোশাক শ্রমিকদের উন্নয়নে বিশেষ ব্যবস্থা নিতে চেয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মাদ ইউনূস। রানা প্লাজা ধ্বসের পর তিনি নিজের ব্যাংকের উদ্দ্যোগে বিদেশী ক্রেতাদের সহযোগিতায় গঠন করতে চেয়েছেন একটি আন্তর্জাতিক তহবিল। তহবিলের অর্থ দিয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে তিনি রাখতে চান বিশেষ ভূমিকা।
অপরদিকে সুচিকে রাজনীতির হাতিয়ার করে নিজ দেশে পোশাক শিল্পের বিস্তারে কাজ করছে মিয়ানমার। মিয়ানমার সরকার সুচিকে বন্দী দশা থেকে মুক্তি দিয়েছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জান্তা সরকারের এই কাজ বিদেশীদের প্রতি সে দেশে বিনিয়োগ বাড়ানোর এক বার্তা। আর এই সুযোগকে মিয়ানমার দেখছে তৈরি পোশাক শিল্পের বিস্তার লাভের মোক্ষম সুযোগ হিসেবে। এই কাজে লবিস্ট নিয়োগ করে মিয়ানমার তাদের কাজ করে চলেছে সুচারুরুপে। যেখানে ড. ইউনূস তার তহবিল নিয়ে আর কোন কথাই বলেন নি।মিয়ানমারের ভূমিকা পড়তে ঘুরে আসুন... http://www.notun-din.com/?p=3225
সংবাদসূত্রে জানা গেছে, তৈরীপোশাক রপ্তানীতে বার্মা বর্তমানে পিছিয়ে পড়লেও দেশটির রয়েছে সফলতার ইতিহাস। বার্মায় গার্মেন্টস শিল্পের সূত্রপাত হয় নব্বইয়ের দশকে। ১৯৯৭ সালে পোশাক রপ্তানী থেকে বার্মার আয় ছিল ২০০ মিলিয়ন ডলার। ২০০১ সালে পোশাক রপ্তানী থেকে দেশটির আয় বেড়ে দাঁড়ায় ৮০০ মিলিয়ন ডলারে।
কিন্তু রাজনৈতিক অস্থিরতায় ২০০১ সালের পর বার্মার রপ্তানী আয় কমে গেলেও আবারো চলতে শুরু করেছে বার্মার পোশাকশিল্প। ২০১২ সালে তাদের আয় বেড়ে দাঁড়ায় ৮৬০ মিলিয়ন ডলারে। বার্মার গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স এসোসিয়েশন মনে করছে ২০১৩ সালে তাদের আয় বেড়ে দাঁড়াবে ১ বিলিয়ন ডলারে।
২| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:০৮
এই আমি সেই আমি বলেছেন: উনাকে পাওয়া যাবে যেখানে মেডেল আছে । এই যে এত এত মেডেল উনার গলায় ঝুলছে দেশের মানুষের ভাগ্য তো ঝুলছে না ।
৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ৩:৫২
নিষ্কর্মা বলেছেন: সু চি'র বুদ্ধিটা যেন কি? সেইটার উপরে একটু আলোকপাত করলে বোঝা যেত কেন ইউনুস সাহেব মার খাচ্ছেন।
৪| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৮
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ''অপরদিকে সুচিকে রাজনীতির হাতিয়ার করে নিজ দেশে পোশাক শিল্পের বিস্তারে কাজ করছে মিয়ানমার। মিয়ানমার সরকার সুচিকে বন্দী দশা থেকে মুক্তি দিয়েছে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছে। জান্তা সরকারের এই কাজ বিদেশীদের প্রতি সে দেশে বিনিয়োগ বাড়ানোর এক বার্তা।''
এইখানে সিচি'র বুদ্ধি কই ? এইটাত সরকারের বুদ্ধি দেখতাছি।
৫| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৮
দূর আকাশের নীল তারা বলেছেন: আপনার দেয়া লিঙ্কে কি লিখা আছে, আর আপনি শিরোনাম কি দিলেন? মাথা ঠিক আছে তো? বাংলাদেশের পোশাক শিল্পকে উজ্জীবিত করতে উদ্যোগ নিতে হবে সরকারকে অথবা বিজেএমই-কে। ড: ইউনুস তো সরকারের বা বিএজএমই-র কেউ না যে উনি নিজে পোশাকশিল্পের জন্য মাঠে নামবেন। তার আইডিওলজি এক আর সুচির আইডিওলজি আরেক। আর ব্যবসায় প্রতিযোগী যে কোন ভাবেই আপনাকে কুপোকাত করতে চাইবে। দেশের স্বার্থ যাতে নস্ট না হয়, সেজন্য সরকার এবং বিজেএমই-কেই উদ্যোগ নিতে হবে।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ রাত ২:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: শুভবোধ উদয় হলে শ্রমিকের অধিকার নিয়েও
রাজনীতি হয় , তা আজ স্পষ্ট
হায় রে ক্ষমতা দেখায় পথ ভ্রষ্ট