![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও পর্যন্ত দুদকের সকল চেয়ারম্যানেরই দুর্নীতি তদন্তে যথেষ্ট যোগ্য ছিল কিনা তা নিয়ে ভাবা দরকার। ফলে, কখনও কখনও ইচ্ছা থাকলেও দুর্নীতির রহস্য উদঘাটনে সক্ষম হননি তারা। এর সবচেয়ে নাঙ্গা উদাহরণ হচ্ছে- দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মাসহুদ চৌধুরী। তিনি দুর্নীতি দমনের নামে নানান হেলিকপ্টারের জ্বালানী খরচ করেছিলেন মাত্র। আর বর্তমান চেয়ারম্যানের সফলতা একটাই। ল্যাদল্যাদে কন্ঠে বলেছিলেন 'ডাল ম্যা কুচ কালা হ্যায়'। এই বক্তব্য ছাড়া তার আর কোন কৃতিত্ব আমার মনে পড়ে না।
দুদক চেয়ারম্যানরা ইচ্ছাকৃতভাবে দুর্নীতির তদন্তে ব্যর্থ কিনা তা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু এও ভেবে দেখতে হবে দুদক চেয়ারম্যানদের দুর্নীতি তদন্তের যোগ্যতা আছে কিনা? যোগ্যতার প্রশ্নে বিতর্ক করে যদি অযোগ্য ও রাজনৈতিক পক্ষপাতমূলক ব্যক্তিদের বাদ দেওয়া যায় তাহলে সুদিনের একটা স্বপ্ন আমরা দেখতেই পারি। তাই, আমাদের ভাবার দরকার আছে কতটুকু যোগ্য প্রার্থী বাছাই হচ্ছে। http://www.notun-din.com/?p=3382।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুসারে দুর্নীতি তদন্তে কোন যোগ্যতা ছাড়াই কোন ব্যক্তি দুদক চেয়ারম্যান হতে পারেন।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ অনুসারে দুর্নীতি তদন্তে কোন যোগ্যতা ছাড়াই দুদক চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন। ফলে, বারবারই অযোগ্য ব্যক্তি দুদকের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন।
©somewhere in net ltd.