নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যা যতই শক্তিশালী হোক করি না আমি ভয়, সকল বাঁধা ভেদ করে সত্যের হবে জয়।

সঠিক পথের সন্ধানী

সত্যের বিশ্বাসী, মিথ্যাকে সবচেয়ে বেশি ঘৃণা করি

সঠিক পথের সন্ধানী › বিস্তারিত পোস্টঃ

সিদ্ধান্তের মহা সংকটে! তাই হ য ব র ল দিয়েই শুরু করলাম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩০



somewhereinblog এর লেখক ও পাঠক সবার প্রতি রইলো প্রীতি ও শুভেচ্ছা।
সামু ব্লগে এটাই আমার লেখা প্রথম পোস্ট। তাই দয়া করে ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই ব্লগে আমার কিছুদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে এখানে এত এত জ্ঞানী মানুষদের মিলনমেলা যে, এর মাঝে আমি সামান্যই এক ঝরাপাতা মাত্র। হয়তো এই ব্লগে লেখার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা কোনটাই আমার নেই। তবুও যখন দেখলাম সামু ব্লগ আমাকে প্রথম পাতায় লেখার জন্য অনুমতি দিয়েছে তখন মনের একটা কৌতূহল থেকেই লেখা শুরু করলাম।

কিন্তু লিখতে ধরেই তো পরে গেলাম মহা সংকটে। সংকটটা হলো আমি কোন বিষয় নিয়ে লিখবো। আমার জানামতে সামু ব্লগে রাজনীতি থেকে শুরু করে বাড়ির বাসনমাঝা পর্যন্ত, গোড়া আস্তিক থেকে শুরু করে গোড়া নাস্তিক পর্যন্ত যে কোনো বিষয়ে লেখার মতো লেখকেরই অভাব নেই, already অনেক সেলিব্রেটি। তাই অনেককিছু চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম আমার লেখার বিষয় হবে হ-য-ব-র-ল । তাই বলে ভেবে বসবেন না যে, উল্টাপাল্টা কিছু লিখবো। হ-য-ব-র-ল বলতে আমি বুঝাতে চেয়েছি, কখনও আমি কবি, কখনও সাহিত্যিক, কখনও রাজা, কখনও ফকির, কখনও আস্তিক (কিন্তু কখনও নাস্তিক নয়) রূপে আবির্ভুত হবো। ঐ যে হিন্দুদের ধর্ম গ্রন্থে শ্রী কৃষ্ণের একটা উক্তি আছে না, " যুগে যুগে মানব জাতি যখনই পথভ্রষ্ট হবে তখন তাদের সঠিক পথে ফেরানোর জন্য আমি বিভিন্ন রূপে আবির্ভুত হবো।" আমার বিষয়টা ও ঠিক তেমনি । শুধু পার্থক্য হলো তিনি মানুষকে শিক্ষা দেয়ার জন্য বিভিন্ন রূপে আবির্ভুত হওয়ার কথা বলেছেন আর আমি বিভিন্ন রূপে আবির্ভুত হবো আপনাদের কাছে থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা নেওয়ার জন্য।

এইতো কিছুদিন আগেই সামহোয়্যারইন ব্লগের নাম শুনলেই আমার মনে হতো ছি ছি ঐ ব্লগের ধারেকাছেও যাবো না ওটাতো নাস্তিকদের আড্ডাখানা, ওখানে গেলেই ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু একদিন ধর্মীয় বিষয়ক কোনো একটা কিছু জানার জন্য গুগলের সার্চ করতেই suggest লিস্টে somewhereinblog নামটা চলে আসলো। কৌতূহল বসতই ঐ লিংকে ঢুকে গেলাম। কিন্তু ওই পোস্টটা পরে আমার এতটাই ভালো লাগলো যে বলে বোঝানো যাবে না। তখন এই ব্লগে আরো কিছু ধর্মীয় বিষয়ে জানার জন্য সার্চ করলাম। অনেক ভাল কিছু উত্তর খুঁজে পেলাম। সঙ্গে সঙ্গেই পরিবর্তন হয়ে গেল এই ব্লগ সম্পর্কে আমার অতীত ধারণা। বুঝতে পারলাম এটা শুধু নাস্তিক নয় এটা হলো সকল শ্রেণীর মানুষের মিলনমেলা, যেখানে সবাই একই ছাদের নিচে থেকে যে যার নিজস্ব মত প্রকাশ করে । সবাই প্রানপনে চেষ্টা করে তার নিজের অবস্থানটাকে সঠিক প্রমান করার জন্য। কিন্তু যুক্তির খেলায় কেউ জয়ী হয়, কেউ হেরে গিয়ে পরাজয় বরণ করে নেয় , কেউবা হেরে গিয়েছে জেনেও তার অবস্থান থেকে সরতে নারাজ। কেউ রাজনীতির চরম ভক্ত আবার কেউ রাজনীতি শব্দই শুনতে পারে না। কেউ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী , কেউ গোড়া নাস্তিক। এককথায় বলতে গেলে অল ইন ওয়ান।

এই বিষয়টা আমার বেশ ভালো লাগলো। বুঝতে পারলাম এই ব্লগ সব বিষয়ে জ্ঞান লাভের এক বিশাল ভান্ডার। এখানে যেমন শেখার অনেক সুযোগ আছে ঠিক তেমনি সুযোগ আছে নির্বোধকে সঠিক বিষয়ে শিখানোর। একবার ভেবে দেখুনতো ধরুন আপনি সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাসী একজন মানুষ। আপনি আপনার ধর্ম প্রচার করার লক্ষ্যে একটা ব্লগ খুললেন যেখানে শুধুই আস্তিকদেরই সমাগম। তাহলে তো সম্ভব নয় হাজার যুক্তি দিয়েও নতুন করে কাউকে আস্তিক বানানোর, কারণ আপনি যাদের সঙ্গে বসবাস করছেন তারা রীতিমত সকলেই আস্তিক। অপর দিকে নাস্তিকদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। কিন্তু এই ব্লগে সম্ভব আপনার যুক্তি তর্ক দিয়ে নাস্তিককে আস্তিক বানানো এবং আস্তিককে নাস্তিক বানানো। আমি বিশ্বাস করি আপনার যুক্তিটা যে বিষয়েই হোক না কেন, যত দৃঢ়ই হোক না কেন শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়।

মোটকথা, বলতে গেলে সামু ব্লগ আমাদের জ্ঞান অর্জনের বিশাল একটা মাধ্যম। এখানেই সুযোগ হয় কোনটা ভালো কোনটা মন্দ , কোনটা সঠিক কোনটা ভুল এসম্পর্কে বোঝার।

এই লেখায় ব্যক্তিগত ভাবে সামান্য কিছু কথা বলে ফেললাম। হয়তো কোন নির্দিষ্ট বিষয়ে কিছু লিখতে পারিনি যা থেকে আপনারা কিছু শিখতে পারবেন। তবুও সবাই দোআ করবেন ভবিষ্যতে যেন আপনাদের ভালো কোনো লেখা উপহার দিতে পারি। শিখাতে না পারলাম, ভালো কিছু যেন শিখতে পারি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।
"আল্লাহ হাফেজ"

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

ধমনী বলেছেন: আপনাকে স্বাগতম।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

রাজ বিদ বলেছেন: হ্যা,যথার্থই বলেছেন। এটা সকল শ্রেণির মানুষের মিলনমেলা।... হ্যাপি ব্লগিং...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৭

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

রুদ্র জাহেদ বলেছেন: স্বাগতম আপনাকে
শুভ ব্লগিং

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

সুমন কর বলেছেন: লেখা ভালো হয়েছে।

শুভ ব্লগিং.... !:#P

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

সঠিক পথের সন্ধানী বলেছেন: প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপনার প্রতিও শুভেচ্ছা রইলো।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

আরজু পনি বলেছেন:

বাহবা..প্রথম পোস্ট হিসেবেতো বেশ গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করেছেন...।
আপনার হ-য-ব-র-ল প্রকাশও বেশ সুন্দর, গোছানো ।
শুভেচ্ছা রইল।
আপনার ব্লগ ভ্রমণ আনন্দময় হোক ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০২

সঠিক পথের সন্ধানী বলেছেন: প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ। জানিনা আমি এত বেশি প্রশংসা পাওয়ার যোগ্য কি না।
আপনার প্রতিও অনেক শুভ কামনা রইলো।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

মনিরা সুলতানা বলেছেন: প্রথম পোষ্টেই মাত .....
সবচাইতে সুবিধার হল আপনি সামু কে খুব ভাল ভাবেই জাজ করতে পেরেছেন মানে চিনতে পেরেছেন বুঝতে পেরেছে ,যা আপনাকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে রক্ষা করবে ।
হ্যাপি ব্লগিং :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে আমি মাত্র ১ সপ্তাহ ধরে সামুকে follow করতেছি। এর আগে কখনো এই ব্লগের ধারে কাছেও আসিনি। এত তারাতারি জাজ করতে পেরেছি কিনা জানি না। তবে ব্লগটা আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে আপনাদের এই সহানুভূতি গুলো আরও বেশি ভালো লাগতেছে। যা পরবর্তীতে ভালো কিছু লেখার জন্য উৎসাহ যোগাবে। আবারও ধন্যবাদ।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

মিজানুর রহমান মিরান বলেছেন: শুভেচ্ছা নিবেন। হ্যাপি ব্লগিং....।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

সঠিক পথের সন্ধানী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

হানিফঢাকা বলেছেন: আপনার প্রথম লেখা ভাল হয়েছে। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

সঠিক পথের সন্ধানী বলেছেন: প্রশংসা করার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তিতেও ভালো কিছু লেখার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.