![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করে যেতে চাই শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত।
কোটিতে শতক যার
সে কি আর জানে ক্ষুধার কি জ্বালা?
কৃষানেরা জানে ফসলের গান;
বীজ থেকে ফল হয়ে উঠা আর-
মায়েরা কেবল জানে প্রসবের ব্যথা।
পৃথিবী এগিয়ে চলে সময়ের স্রোতে,
দিন আসে যায়;
শূন্য থালায় ভিক্ষা জুটে না;
ভাঙ্গা কুলুতে ছাই জুটে শুধু।
কৃষাণীর হাসি লুটে পুটে নেয় ধনী বণিকের দল।
সুযোগের কাটা ঘুরে ফিরে আসে প্রাসাদের দিকে।
উড়ু চুলে তেল বৃথা।
ক্ষুধার দানব যার নাড়ি ছিঁড়ে খায়
তার ব্যথা সেই বুঝে
আর বাকি সব শুধু অভিনয়।
হাতের পরশ যারা বুলিয়েছে চিলেদের গায়
এ তাদের কর্ম নয়।
ছবিঃ Google
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:০৮
মোছাব্বিরুল হক বলেছেন: সামর্থবান লোকেরা যদি ক্ষুধার তীব্রতা অনুধাবন করতে পারত তবে সমাজে এতো অশান্তি থাকতো না।
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২০
সেভেন বলেছেন: খুব সুন্দর প্রতিছবি ফুটে উঠেছে । ভালো লাগল
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৭
মোছাব্বিরুল হক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৫
মোছাব্বিরুল হক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ক্ষুধার দানব যার নাঁড়ি ছিড়ে খায়
তার ব্যাথা সেই বুঝে
অনেক মানবিক এই কবিতাটিতে ভালোলাগা !
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: ক্ষুধার্তদের কথা স্মরণ করে লেখা এ কবিতায় প্রথম ভাললাগাটি (+) রেখে গেলাম।