নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডোন ওরি মোস্তাফা

ঢ্যাঙা মোস্তাফা

ঢ্যাঙা মোস্তাফা › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সংঘবদ্ধ অপরাধী ও তাদের নেতাদের বিরুদ্ধে ব্যবস্হা নিন।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

প্রথম আলোতে ঠিক এই লাইনগুলাই লেখা-

"হঠাৎ ধর্মঘটের কারণে কাল সকালে ঘর থেকে বেরিয়েই ভোগান্তিতে পড়েন রাজধানী ও আশপাশসহ সারা দেশের মানুষ। সোমবার সন্ধ্যায় ও রাতে দূরপাল্লার বাস-ট্রাক যাত্রী ও পণ্যসহ আটকা পড়ে। সকালে গাবতলী, কাঁচপুর সেতু, গাজীপুর, কেরানীগঞ্জসহ ঢাকার সব প্রবেশমুখে যানবাহন আটকে দেওয়া হয়। দূর থেকে আসা যাত্রীরা টার্মিনালের অনেক দূরে নেমে হেঁটে, রিকশায় ও রিকশাভ্যানে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। আবার রাজধানী শহরের ভেতরেও সীমিতভাবে যানবাহন চলে।
এই দুর্ভোগের পরও নৌমন্ত্রী শাজাহান খান ধর্মঘটের পক্ষেই সাফাই গাইলেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘সংক্ষুব্ধ ব্যক্তি ক্ষোভ প্রকাশ করতেই পারে। আপনিও করেন, আমিও করি। ঠিক একইভাবে ওরাও (শ্রমিক) ক্ষোভ প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, চালকেরা মনে করেছেন, তাঁরা মৃত্যুদণ্ডাদেশ বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মতো রায় মাথায় নিয়ে গাড়ি চালাবেন না। তাই তাঁরা স্বেচ্ছায় গাড়ি চালাচ্ছেন না। এটাকে ধর্মঘট নয় ‘স্বেচ্ছায় অবসর’ বলা যেতে পারে।"

এবারই প্রথম না। এর আগেও এই গডফাদার মন্ত্রী মহোদয় যাত্রীর চেয়ে তার আগের পেশার সহকর্মীদের সার্থই দেখে গেছেন। রাস্তার সিগনাল চেনার চেয়ে গরু ছাগল চেনে কিনা ড্রাইভার সেটা দাবি করা হয়েছিল ড্রাইভিং পারমিটের পরীক্ষার মূল ভিত্তি। উনার কাজ জাহাজ ঠিকমত চলে কিনা সেটার খবর রাখা। এখনও বাস/ট্রাক ড্রাইভারদের নেতাগিরি করেন কিভাবে? ওনার অনুমতিতে ওনার সামনে এই ধর্মঘটের সূচনা। এটা কি প্রশাসনের বিরুদ্ধে যাওয়া না?

তারেক মাসুদের মৃত্য যে ড্রাইভারের কারণে, সেই মামলার সাক্ষী এবং রায়ের পুরোটা দেখলাম। বাসটা এতটাই উন্মত্তভাবে চলছিল যে বিপরীতমুখী মাইক্রোটার একপাশ ধ্বংস করার পরও ১৩০ ফুট দূরে গিয়ে থেমেছে। বাসটাতে অনেক যন্ত্রাংশ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা ছিল। এরপরও এটা খুন না? আর খুনের শাস্তি দিলে সারা দেশের সব পেশাজীবি কাজ বন্ধ করে দেবে? এটা কেমন স্বেচ্ছাচারীতা? একজন মন্ত্রী কিভাবে সেটাকে অনুমতি দেন?

মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজান সাহেবের ভুমিকা সবসময় প্রশ্নবিদ্ধ ছিল। সেই মিজান সাহেব কি বলেছেন দেখেন-

" আদালতের সিদ্ধান্ত পছন্দ না হলে যে কেউ উচ্চতর আদালতের দ্বারস্থ হতে পারেন। কিন্তু পেশিশক্তিকে অস্ত্র বানিয়ে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। এ বিষয়ে রাষ্ট্রের শিরদাঁড়া সোজা রাখতে হবে। "

হ্যাঁ; মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই বলছি। আপনিই কেবল চাইলে পারেন সবাইকে সোজা করতে। ২৪ ঘন্টার মধ্যে যারা ফিরে আসবেনা প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স বাতিল ঘোষণা করুন। নতুন ড্রাইভার দিয়ে এদের অব্যহতি দিতে সময় লাগবে না।

আমরা পথে সংঘবদ্ধ খুনীর দল চাই না, জীবনের নিরাপত্তা চাই।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৬

পদ্মপুকুর বলেছেন: ভালো বলেছেন, তবে আমরা নিজেরা কি আমাদের জন্য প্রযোজ্য আইন মানছি? সিভিল নর্মসগুলো ফলো করছি?

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: আমরা তো অসভ্য এটা সবাই জানে। আর নাইলে সব অসভ্যরে নেতা বানাই কেমনে আর সব জায়গায় অনিয়ম আর দুর্নীতি চলে কেমনে।

২| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


শ্রমিক নেতাগুলো তো প্রধানমন্ত্রীর দলের লোক হওয়ার কথা।

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: সরকারী দলের নেতা ছাড়া এখন দেশে নেতা আছি নাকি আবার। নৌমন্ত্রী ডাঙায় কি করে সেইটা হইল কুটি টেকার প্রশ্ন।

৩| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৮

ছাসা ডোনার বলেছেন: এই জানুয়ারটাকে মন্ত্রী পদে কেন রাখা হচ্ছে সেটা একমাত্র শেখ হাসিনা ছাড়া আর কেউ উত্তর দিতে পারবেন না, তাই মাননীয় প্রধান মন্ত্রী আপনি নিজেই এর বিচার করুন।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: ঠিক বলছেন।

৪| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

জগতারন বলেছেন:
শাজাহান খানের বাপের নাম আচমত খা, নুন আনতে পানতা ফুরাতো তার বাপের পড়িবারে। মাদারীপুরে সকল দুষ্কৃতির মূলে এই গড ফাদার শাজাহান খান, দুষ্কৃতি করতে করতে এখন সে গড ফাদারের চেয়েও বড় একটা কিছু। এর সমূলে নিপাত যাওয়া সময়ের ব্যপার মাত্র।

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৯

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: গডফাদারের কিছুই তো করল না কেউ। সবাই ভুইল্লা গেছে এর মধ্যেই।

৫| ০২ রা মার্চ, ২০১৭ ভোর ৬:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের জনগণের বড়োই দূর্ভাগ্য যে, অধিকাংশ রাজনৈতিক নেতা, মন্ত্রী শাজাহান খানদের মতো ষণ্ডামার্কা অসভ্য প্রকৃতির !

০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: সব নিমকহারাম, লুভি জানোয়ার আমাদের নেতা।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৯

মানবী বলেছেন: "আমরা পথে সংঘবদ্ধ খুনীর দল চাই না, জীবনের নিরাপত্তা চাই।"

- সহমত

৩নং মন্তব্যটি মনে হয় বর্তমানের অধিকাংশ মন্ত্রী নেতা নেত্রীদের জীবনের গল্প।

পোস্টের জন্য ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৬

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: কিছুই করে নাই গডফাদারের। আবার খেলা দেখাইবে সামনে, তখনও কিছু হইবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.