![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২২ বছর যাবত নিজের সাথে থেকেও এখনো নিজেকে বুঝতে পারিনি। তাই অন্য কারও সমালোচনা করিনা।
সান্ধ্যকালীন ভ্রমন শেষে
ফিরতে ছিলাম মেসে
হঠাৎ শুনি আর্তনাদ
কেউ কাদছে রাস্তার শেষে।
কৌতুহলে এগিয়ে গেলাম
দিলাম ভিড়ে উকি
এক মহিলা কাদছেন সেথায়
সাথে ছোট্ট খুকি।
বুঝতে ব্যাপার চুপটি মেরে
ছিলাম মুখে চেয়ে
অঝোরে তিনি কেদে চলেছেন
অশ্রু নামছে চেয়াল বেয়ে।
ঘটনা সংক্ষেপ এই হল যে
গার্মেন্টসে করেন চাকরি
মায়ের অসুখে মেয়ের সাথে
ফিরতে ছিলেন বাড়ি।
সাথে ছিল কিছু টাকা
আরও সোনার গয়না
সেই গয়না লুট হয়েছে
এ কষ্ট তার সয়না।
ছয়টি বছর চাকরি করে
জমিয়ে ছিলেন যা
ছয় মিনিটের কারসাজিতে
হারিয়ে ফেলেছেন তা!
বৃদ্ধ সেজে কেউ একজন
মুখে ছুইয়েছেন তোয়ালে
বৃদ্ধের কাজ এখানেই শেষ
বাকিটা সেরেছে রাঘব বোয়ালে।
এহেন শোকে খুকির মা
আর রইলেন না জ্ঞ্যানে
কয়জনে মিলে ঠেলাঠেলি করে
তুলিয়া দিলাম ভ্যানে।
তারপরেতে ফিরলাম মেসে
ভাবছি মনে মনে
এই দুনিয়ার নিয়ম কেমন
বিধাতাই তাহা জানে।
হকের টাকা হকের সম্পদ
নাই যদি হয় তাহার
খারাপ পথে গেলে তারা
দোষটা দিবেন কাহার?
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।