![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের পুনে জেলার পিমপ্রি-চিনচওয়াদ শহরের ধনাঢ্য ব্যবসায়ী দত্ত ফুগে (৩২) নারীদের দৃষ্টি আকর্ষণের জন্য স্বর্ণ দিয়ে শার্ট তৈরি করেছেন।
ফুগে বলেন, আমি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নই। কিন্তু এমন কোনো নারী নেই যে স্বর্ণালঙ্কারের মোহ ত্যাগ করতে পারবে। আমার অঢেল সম্পত্তি রয়েছে আর কোনো নারী নিশ্চয় এটা দেখে আমাকে ভালোবাসবে। তা ছাড়া স্বর্ণের শার্ট পরা ছিল আমার স্বপ্নের মতো। আজ সেই স্বপ্ন পূরণ করেছি।
১৪ হাজার পাউন্ড (১৭ লাখ ৯০ হাজার টাকা) দিয়ে তিনি এই শার্ট তৈরি করেছেন। ২৪ ক্যারেট স্বর্ণের এই শার্ট তৈরি করতে ১৫ জন সেকরার দুই সপ্তাহ সময় লেগেছে। আর সেকরাদের ভাষ্যমতে, এই দুটি সপ্তাহ তাদের অন্ততপক্ষে ১৬ ঘণ্টা সময় ব্যয় করতে হয়েছে এই শার্ট তৈরির পেছনে। শুধু শার্টই নয়, হাতভর্তি আংটি, হাতবন্ধ, শেকলের আদলে তৈরি মোটা স্বর্ণের চেন, বেল্ট এমনকি মোবাইলের কেস পর্যন্ত স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। আপাদমস্তক স্বর্ণে মোড়ানো এই লোক ইতোমধ্যে স্থানীয়দের কাছে ‘পিমপ্রির স্বর্ণমানব’ নামে পরিচিত হয়ে উঠেছেন। ব্যাপক জনপ্রিয়তা পেলেও ফুগের অদ্ভুতদর্শন বহিরাবরণ দেখে কোনো নারী তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কি না তা জানা যায়নি।
©somewhere in net ltd.