নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

শিব লিঙ্গ কি এবং কেন ?

১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩









শিব লিঙ্গ কি এবং কেন ?



শিব পূজা দু'রকম ভাবে হয় । শিব মূর্তি এবং শিব লিঙ্গ।

লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন । যেমন-পুংলিঙ্গ, স্ত্রী লিঙ্গ । লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হলো সূক্ষ দেহ। এই দেহটিতে যুক্ত আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, ৫টি কর্মেন্দ্রিয় এবং ৫ টি প্রাণ অপান বায়ু ,মন ও বুদ্ধি-মোট ১৭ টি অবয়ব যুক্ত দেহ। সকল সৃষ্টিরই সূক্ষ শরীর আছে। আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ শরীরে বিচরণ করেন এবং পুনরায় দেহ ধারণ করেন। শিব রুদ্র ও মহাদেব এই তিনটি নামই আমাদের মধ্যে বেশি পরিচিত। যে সূক্ষ শরীরকে আমরা লিঙ্গ বলে পূজা করি তা সৃষ্টির সূক্ষ শরীর প্রকৃতিতে বীজ বপনরূপ সূক্ষ বিষয়টিকে দেখানো হয়েছে। যে সূক্ষ শরীরে ১৭ টি গুণ নিয়ে অবস্থা করছেন তার পুনরায় স্থুল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিতে অর্থাৎ মাটিতে বীজ বপণ কারণে বীজের সেই সূক্ষ এবং সুপ্ত শক্তিই অংকুরিত হয়ে বৃক্ষাদি শস্যাদি রূপ ফল আমাদের দেন। প্রত্যেক দেব-দেবীর বা সৃষ্টির এরূপ সূক্ষ দেহ আছে, সেই দেহের আহ্ববান করি ঘটে, পটে(ছবিতে), মূর্তিতে। শিবলিঙ্গও তদ্রুপ সৃষ্টির সূক্ষ দেহ।



সাকার রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই ব্যবহার করি। যেমন; একটি দেশের পরিচয় বহন করে একটি পতাকা। বিষ্ণুমন্ত্রের যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন দেহতে তিলক ফোঁটা অঙ্কিত করে। ঘটে আমরা দেবদেবীর পুত্তলী এঁকে দেবতার চিহ্ন বা প্রতীক বসাই। এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ বা চিহ্ন আমরা পূজায় ব্যবহার করি। একটি শিব লিঙ্গ আরেকটি নারায়ণ শিলা। শিব লিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরী থেকে লিঙ্গ পূজায় আমরা আগ্রহী বেশি। মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ে এ প্রতীক তৈরী করা যায় এবং পূজান্তে বিসর্জনও দেয়া যায়। কিন্তু প্রতীকটির নাম লিঙ্গ দেয়াতে আমাদের মধ্যে যে বিভ্রান্তি গড়ে উঠেছে যা সত্যিই দু:খজনক। অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায়, তাঁকে নিয়ে এরূপ আচারণ আমরা করি না। বিশেষ করে শিব-এর সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত থাকাতে আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব কাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি। এ বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের শিবত্বে উন্নীত হতে হবে।





মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
জেনে ভাল লাগল, সচেতন হওয়া গেল।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩

অপর্না হালদার বলেছেন: পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

২| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

এই আমি রবীন বলেছেন: দুঃখিত, আপনার ব্যাখ্যা পরিষ্কার বুঝতে পারলাম না।

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

অপর্না হালদার বলেছেন: এখনি বুঝতে পারবেন না । আপনার মস্তিস্ক আরো একটু পরিপক্ক হলে বুঝতে পারবেন । সংগে থাকুন ।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

৩| ১১ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: |-)

১১ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

অপর্না হালদার বলেছেন: পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

৪| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮

রাজা হাবিব বলেছেন: কিন্তু কালো রঙের স্থাপত্য টি দেখতে লিঙ্গের ( পুরুষের **) মত দেখতে কেন? এর ব্যাখ্যা কি?

১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৮

অপর্না হালদার বলেছেন: হিন্দু ধর্ম সম্পর্কিত বই অধ্যয়ন করুন সব জানতে পারবেন ।


উপলব্ধি বোধ তৈরী হবার পরে আলোচনা করলে আপনার বোধগম্য হবে বলে আমার বিশ্বাস ।

সংগে ধাকুন ।

শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.