নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপর্না হালদার

always want to know

অপর্না হালদার › বিস্তারিত পোস্টঃ

অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্ট করার সহজ নিয়মাবলী

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্ট করার সহজ নিয়মাবলী

.

▬▬▬▬▬▬ஜ۩۞۩ஜ▬▬▬▬▬▬

পাসপোর্ট ছাড়া আপনি কি নিজকে বাংলাদেশী নাগরিক ভাবতে পারেন।নিজের পাসপোর্টথাকা জরুরী। পত্রিকা পড়ে অনেকের পাসপোর্ট করা নিয়ে ভিতি ভাব আছে । অফিসিয়ালব্যাপারগুলো আত্মবিশ্বাসের সাথে করলে একটা না একটা উপায় সহজভাবেই বের হয়ে আসে। বর্তমানে অনলাইনে পাসপোট ফরম জমা দিলে লম্বা লাইনে দাঁড়াতে হয় না । পরে নিধারিত সময়ে দালালের খপ্পড় বা পাসপোর্ট অফিসের কারো কোন সমস্যার ছাড়াই একদম সরাসরি যেয়েছবি তুলে ও ফিঙ্গারিং করা যায়।

এতে অনাহুত খরচের বালাই নেই।



যারা অনলাইনে মেশিন রিডেবল পাসপোর্টকরতে যাচ্ছেন, তাদের জন্য ব্যাপারটাকেআরো সহজ করে তোলার জন্য এই পোস্ট।



আপনিও খুব সহজেই পারবেন। কারণঅনলাইনে পাসপোর্ট পাওয়া অনেক অনেকসহজ একটা কাজ যদি একটু জানা থাকে ।পাসপোর্ট হাতে পাওয়াসহ সব মিলিয়েআপনাকে মাত্র তিনদিন যেতে হবে ।আরসাথে টুকিটাকি যদি জানা থাকে তাহলে আরকথাই নেই ।



আসেন, একদম শুরু থেকে শুরু করি অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করা এবং পরের ধাপেরকাজগুলো নিয়ে।

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

প্রথম ধাপ : ব্যাংকে টাকা জমা দেয়া

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

সোনালী ব্যাংকের কলেজ গেইট শাখায় বা মতিঝিলেল দিলকুশা শাখায় পাসপোর্ট আবেদনের ফি হিসাবে টাকা জমা দিতে হবে।রেগুলার ফি ৩০০০/- টাকা ( ১ মাসের মধ্যে পাসপোর্ট পেতে হলে) আর ইমারজেন্সি ফি ৬০০০/-টাকা ( ১৫ দিনের মধ্যে পাসপোর্ট পেতে হলে) ।



প্রথমেই টাকা জমা দেয়া প্রয়োজন এই কারণে যে , অনলাইনে ফর্ম পূরণ করার সময় টাকা জমাদেয়ার তারিখ এবং জমাদানের রিসিটের নাম্বার উল্লেখ করার প্রয়োজন হবে। তাই টাকা আগে জমাদেয়া থাকলে একবারেই ফর্ম পূরণ করা হয়ে যাবে।



টিপস -

---------

অনলাইনে যেসব ব্রাঞ্চের লিস্টগুলো আছে সেখানে আপনি টাকা জমা দিতে পারবেন

ভুলেও আবার আগারগাঁও সোনালী ব্যাংকের শাখায় গেলে - - - - - । সোনালী ব্যাংকের কলেজ গেইট শাখায় বেশ দ্রুত টাকা জমা দেয়া যায় , কারণ এইখানে ভিড়টা কম ।আপনার সুবিধামত সোনালী ব্যাংকের শাখায় / ব্রাঞ্চে টাকা জমা দিয়ে রিসিট বুঝে নিন ।



লাইনে দাঁড়ালে ব্যাংকের কাজ শুরুর আগেই ব্যাংকের লোকজন রিসিট দিয়ে যাবে। বা নিজেই টাকাদেয়ার রিসিট সংগ্রহ করে নিন । রিসিট পেলে ইংরেজি ব্লক লেটার স্পষ্টভাবে পূরণ করুন। সাথেঅবশ্যই কলম রাখুন।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

দ্বিতীয় ধাপ - অনলাইনে ফর্ম পূরণ

▬▬▬▬▬▬▬▬▬▬▬

এই লিংক গিয়ে



http://www.passport.gov.bd/Application-1.aspx



উপরের মেনু বারে দেওয়া [Online MRP Instruction ] বাটনে ক্লিক করে

এই পিডিএফ টি ডাউনলোড করুন এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে



অনলাইনে ফরম পূরণের জন্য প্রথমেই যান পাসপোর্ট অফিসের এই সাইটে



http://www.passport.gov.bd/

নির্দেশনা ভালোভাবে দেখুন ,সতর্কতার সাথে একাউন্ট করুন । আপনার নাম ও ব্যক্তিগত তথ্যাদি ( যেমন নামের বানান,প্যারেন্টস এর নাম ) যেন শিক্ষাগত সার্টিফিকেটের মতই হয় সেদিকে খেয়াল রাখুন। টাকা জমাদেয়ার তারিখ এবং রিসিট নাম্বার উল্লেখ করুন।



সবশেষে আপনি যেদিন ছবি তোলা ও হাতের ছাপ দেয়ার জন্য বায়োমেট্রিক টেস্ট দিতে যেতে চান,সুবিধামত সেইদিনটা নির্বাচন করে সাবমিট করুন। অর্থ্যাৎ আপনি নিজের পছন্দসই সময়েই যেতেপারছেন ! ব্যাপারটা খু্বই মজার না !



পুনরায় চেক করার পর সবশেষে সাবমিট করুন । সফলভাবে সাবমিশন শেষ হলে পূরণকৃত ফর্মেরএকটি পিডিএফ কপি আপনার মেইলে চলে আসবে । এইধাপ এইখানেই শেষ।



বিস্তারিত জানার জন্য

http://www.dip.gov.bd/



পাসপোর্ট এর বিভিন্ন রুলঃ Passport Rules

http://www.dip.gov.bd/sites/default/files/PassportRules_0.pdf



Regional Passport Offices

http://www.dip.gov.bd/?q=node/34



Passport Application Form -MRP

http://www.dip.gov.bd/?q=node/55





টিপস 1 –

--------------

অনলাইনে একাউন্ট খোলার পরপরই আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডজানিয়ে দেবে । সেটা সংরক্ষণ করুন। আর ছবি তোলার জন্য যেদিন সময় দেবেন সেদিনটা ফ্রিরাখবেন। সময় লাগতেও পারে এই দিনে যদি মানুষ বেশী হয় ।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

তৃতীয় ধাপ –

▬▬▬▬▬▬▬▬▬▬▬

জমা দেয়ার আগে ফর্মের প্রিন্ট এবং সত্যায়ন আপনার পূরণকৃত ফর্মের যেইপিডিএফ কপিটা পেয়েছেন, সেটার ২ কপি কালার প্রিন্ট করে ফেলুন। যেসব জায়গা হাতে পূরণকরতে হবে সেগুলো করে ফেলুন । আপনার সাইন দিন। এবার নিজের চারকপি ছবি , জাতীয়পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট ফর্ম নিয়ে পরিচিত কোন প্রথম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকেসত্যায়িত করে নিন। পরিচিত কাউকে দিয়ে সসত্যায়ন করানো দরকার এই কারণে যে, ঐ কর্মকর্তারনাম , যোগাযোগ ও ফোন নাম্বার ফর্মে লিখতে হয়। সত্যায়ন শেষে পুরো ফর্মটি রিচেক করুন।



সত্যায়িত ছবি এবং ব্যাংকের রিসিট আঠা দিয়ে ফর্মের সাথে যুক্ত করুন। সাথে জাতীয় পরিচয়পত্রেরসত্যায়িত কপিটি নিন। আপনার ফর্ম জমা এখন দেয়ার জন্য প্রস্তুত।



টিপস 2 –

---------------

ফর্মের প্রিন্ট করার সময় এক কপি এক্সট্রা করুন। ব্যাকআপ থাকা ভালো । আমার প্রথমপেজ নষ্ট হয়ে গিয়েছিল। শেষ সময়ে ব্যাকআপ কপির প্রথম পেইজ দিয়ে দিয়েছি।

ছবি দুই কপি লাগলেও এক্সট্রা দুই কপি করিয়ে রাখা ভালো , পাসপোর্ট অফিসে চেয়ে বসে মাঝেমাঝে। একই কথা জাতীয় পরিচয়পত্রের ব্যাপারেও।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

চতুর্থ ধাপ –

▬▬▬▬▬▬▬▬▬▬▬

ছবি তোলা এবং অন্যান্য আপনার নির্বাচন করা তারিখে সকাল সকাল পাসপোর্টঅফিসে চলে যান । অবশ্যই সাদা পোষাক পরবেন না , ফর্মাল পোষাক পরার চেষ্টা করুন।



সকাল ৯ টার দিকে গেলেই হবে। কোন লাইনে দাঁড়াতে হবে না আপনাকে । সরাসরি মেইন গেইটদিয়ে মূল অফিসে যান। সেখানে দায়িত্বরত সেনা সদস্যকে জিজ্ঞেস করুন কোন রুমে যাবেন ।



প্রথমে আপনাকে আটতলায় যেয়ে ফর্ম দেখিয়ে আনতে হবে। খুবই অল্প সময়ের কাজ । ৮০৩ নাম্বাররুম । সিরিয়াল নেবেন। এবার ৮ তলার থেকে আসতে বলবে ৩ তলায় । সেখানে এসেই আসলকাজ । প্রথমে আপনার ফর্মটি চেক করবে এবং সাইন করে দেবে। সাইন শেষে আপনাকে জানিয়েদেয়া হবে ছবি তোলার জন্য কোন রুমে যাবে। ঐ রুমগুলো ঠিক পাশেই। সিরিয়াল আসলে ছবিতুলুন, ফিঙ্গারপ্রিন্ট দিন। ব্যস , কাজ শেষ !



এবার আপনাকে পাসপোর্ট রিসিভের একটা রিসিট দেবে। সেটা যত্ন করে রাখুন । পুলিশভেরিফিকেশান সাপেক্ষে, রিসিট পাওয়ার একমাস বা ১৫ দিনের মধ্যেই আপনি পাসপোর্ট পাবেন ।



আমার টিপস – আবারো বলছি , সাদা পোষাক পরবেন না , ফর্মাল পোষাক পরার চেষ্টা করুন।



আর সাথে জাতীয় পরিচয়পত্রের মূল কপিসহ সত্যায়িত কপিগুলো নিয়ে যান। তিনতলায় যেয়েসেখানকার সেনাসদস্যের কাছ থেকে দেখিয়ে নিশ্চিত হয়ে নিন , সব সংযুক্তি ঠিক আছে কিনা। সাথে অবশ্যই কলম রাখুন। আঠা, স্ট্যাপলার, এক্সট্রা ছবিও সাথে রাখুন।



আর যারা সরকারী কর্মকর্তা বা শিশুসহ যাচ্ছেন , তাদের কিছু আলাদা কাগজ লাগবে । সেটার জন্যনির্দেশনা দেখুন । কিংবা ৮০৩ এ যোগাযোগ করুন।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

পঞ্চম ধাপ –

▬▬▬▬▬▬▬▬▬▬▬

পুলিশ ভেরিফিকেশান ও পাসপোর্ট রিসিভ ডেট ( টিপস সহ)



পুলিশ ভেরিফিকেশানই আমার কাছে ঝামেলার মনে হয়েছে। যদি আপনার স্থায়ী আর বর্তমানঠিকানা আলাদা হয় , তবে দুই জায়গাতেই আপনার ভেরিফিকেশান হয়ে থাকে। পুলিশের এস বি (স্পেশাল ব্রাঞ্চ) এই কাজটা করে থাকে।



[এইটা করতে যেয়ে কিছু পুলিশ ............ চেয়ে বসে। ওদের আর দোষ কি বলুন ... এক দুই দিনে একজন মানুষ সম্পর্কে কতটুকু আর জানা যায়

সো ঝামিলা করতে না চাইলে পরিবারের সদস্যদের অগ্রিম বলে রাখুন ... ]



ভেরিফিকেশান শেষ হলে আপনার মোবাইলে এস এম এস আসবে। যেদিন এস এম এসআসবে তারপরেই আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।



ব্যস, এইবার পাসপোর্ট হাতে নেয়ার পালা।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

ষষ্ঠ ধাপ –পাসপোর্ট সংগ্রহ

▬▬▬▬▬▬▬▬▬▬▬



এইখানে কাজ সহজ । পাসপোর্ট অফিসে চলে যান। লাইনে দাঁড়ান।

সাথে রিসিট আর কলম রাখুন । ৯ টার দিকে গেইট খুলবে। লাইন ধরে প্রবেশ করুন। রিসিট জমাদিন। অপেক্ষা করুন।



এবার আপনার নাম ডাকবে । সাইন করুন , বুঝে নিন আপনার পাসপোর্ট ।



টিপস 3 – হাতে পেয়েই সবার আগে চেক করুন আপনার ইনফোগুলো ঠিক এসেছে কিনা। নিজেরএবং পিতামাতার নাম , ঠিকানা এবং অন্যান্যসব তথ্যগুলো মিলিয়ে নিন।



▬▬▬▬▬▬▬▬▬▬▬

সংযুক্তি -

▬▬▬▬▬▬▬▬▬▬▬

০১) আপনার বর্তমান ঠিকানা যদি ঢাকা হয় , তাহলে এখান থেকেই পাসপোর্ট করতে পারেন ।আলাদা করে দেশের বাড়ির জেলা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ।



০২) ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যে স্লিপ লাগে , সেখানে আলাদা একাউন্ট নম্বরের প্রয়োজন নেই।নতুন পাসপোর্ট করা বা রিনিউ এর জন্য আলাদা স্লিপই থাকে ।



০৩) GO: Government order



NOC: NO Objection Certificate



PDS: Proof of retired Date



সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মকর্তা/কর্মচারী, অবসরপ্রাপ্তসরকারী চাকুরীজীবীরা এই ঘর পুরণ করবেন। সরকারীকর্মকর্তাদের পাসপোর্ট নীল রঙের । পুলিশ ভেরিফিকেশান এর ঝামেলা নাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.