![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে ফিরে আসা হবে চিন্তাতেই ছিল না। নতুন ব্লগের জন্য প্রচুর পড়তে হবে।
১০ শিশুসহ গ্রেফতার আরিফ আরিয়ান ও জাকিয়া আপুর কিছু ছবি। তাদের লক্ষ সঠিক ছিল কিন্তু কিছু ভূলের জন্য আজ এই দষা, ডিএমপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। আমাদের একটি দল ঐ সময়ে মতিঝিলে প্রেস কন্ফারেন্স করছে, সব কিছু ঠিক থাকলে তাদের তরফ থেকে সহযোগিতার আস্বাস দেয়া হয়েছে। রাতে তার আপডেট পাবেন।
প্রথম দিকে মজার স্কুলের ছবি
পথশিশুদের মাঝে মজার স্কুলের কর্মীরা, সাথে গ্রেফতারকৃত জাকিয়া/তার বোন জেরিন
মূল আসামি আরিফ ভাইয়ের সাথে মজার স্কুলের কার্যক্রম পরিদর্শনে জাফর ইকবাল স্যার
ছবি দেখে গল্প শোনাচ্ছে আরিফ ভাই, পাশে আরও কিছু ভলেন্টিয়ার
বাচ্চাদের এভাবে গুছিয়ে বসাতে পারতেন, কারণ এরা পথশিশুদের আপন ছিল
পরম মমতায় নখ কেটে দিচ্ছে মজার স্কুলের ভলেন্টিয়ার
জেরিন-জাকিয়া দুই বোনই আছে এই ছবিতে, খেলায় মত্ত সবাই
একান্ত বাধ্যগত না হলে এই শিশু(বদের দল) কী এভাবে শান্ত হয়ে বসে থাকে?
কেউ নখ কেটে দিচ্ছে, আবারও কেউ গল্প শোনাচ্ছে
শিশুদের হাতে খাবার তুলে দিচ্ছে আরিফ ভাই
হাতে ল্যাপটপ ও স্পিকার নিয়ে এভাবেই পথ শিশুদের বিনোদন দেয়া হচ্ছে
ছবি আকার ব্যাস্ত শিশুরা
মনের মাধুরি মিশেছে রঙ করছে
দুই বছর পূর্তি উপলক্ষে কথা বলছেন মজার স্কুলের পরিচালক আরিফ ভাই।
আগারগাও স্কুলের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করছে
শীতবস্ত্র গায়ে শিশুরা
বাটা থেকে সকল শিক্ষার্থীদের জন্য জুতা দেয়া হয়েছে। ছবিতে পিছনে দারিয়ে আরিফ বাই ও ডানে জাকিয়া আপু
এভাবেই মমতা ভরে ছোট শিশুদের মুখে খাবার তুলে দিতেন জাকিয়া আপু
আরিফ ভাই
আগারগাও এর শিশুরা
ফল পেয়ে আত্বহারা শিশুদের অংশ
যেই শিশুদের রাখার কারণে আটক হয়েছেন তাদের কিছু ছবি
কম্পিউটারে কাজ শিখছে একজন, লক্ষ তাদের সাবলম্বী করে বের করে দেয়া
উদ্ধারকৃত ১০ জনের মাঝে পাচঁ জন খেলায় মেতেছে, কেউ বলবে এদের আটকে রাখা হয়ছে?
কাজ শিখছে বায়ান্নোর শিশুরা(৫২-যে বাসা থেকে তাদের আটক করা হয়েছে)
আটকৃত/উদ্ধারকৃত ১০ শিশুর খাবারের ছবি
আরিফ ভাইয়ের সাথে শিশুরা
টেলিভিশন দেখছে শিশুরা
দাবা খেলছে শিশুরা
খাবারের সময় শিশুরা
ছবি আকঁছে শিশুরা
নামায রত শিশুদের ছবি
রমযানে ইফতারের উদ্ধারকৃত ১০ শিশুর ছবি
যে কারণে গ্রেফতার হলেন
২০১৩ থেকে "মজার স্কুল:পথশিশু ও আমরা কতিপয়" এর কাজ চলে আসছে। সেই পথচলা থেকে এই বছরের শুরুতে "বায়ান্নোঃ পথের শিশুদের ২৪ ঘণ্টা নিরাপদ আবাস" নামে একটি নতুন প্রজেক্ট চালু করা হয়। যেখানে ১০জন পথশিশুকে সার্বক্ষনিক তত্ববধায়নের মাধ্যমে কারিগড়ি শিক্ষার দিয়ে সাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল। সেই ১০জন শিশুর মাঝে ১ জন শিশুর চাচা মামলা করেছে। শিশুটি গত সাত মাস থেকে নিখোজ ছিল। মজার স্কুলের মতে সে নিজের ঠিকানা কখনোই ঠিক করে বলতে পারেনি।
এখানে থাকা প্রতিটি শিশুই এক সময় রাস্তায় থাকত, যারা ২-৩ মাস রাস্তায় ছিল। তাদের মাঝ থেকেই বেছে এই ১০টি শিশুকে একটি বাসায় আশ্রয় দেয়া হয়েছিল। পুলিশের কথা অনুযায়ী বাসায় কোন এনজিও এর বোর্ড ছিল না, এলাকার লোকেরা তাদের চিনতে পারেনি। তাই তাদের মানব পাচারকারী হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তারা রিমান্ডে আছেন, আজ বিকাল চারটায় পুলিশের কাছে কাজের প্রমাণ দেখানোর কথা আছে।
সব ঠিক থাকলে রিমান্ড বাতিল হতে পারে, তবে মামলা ফাইল হয়ে যাওয়ায় কিছুটা আইৈ লড়াই লড়তে হবে।
তাদের পথশিশুদের জন্য কাজের প্রমাণ দেখাতে পারলে পুলিশ সহযোগীতা করবে বলে আস্বাস দিয়েছেন, তাই এই ছবি ব্লগটি করলাম। দয়া করে কেউ পুলিশকে নিয়ে বাজে কমেন্ট করবেন না, মামলা হয়েছিল বলেই এই পদক্ষেপ। মামলা ফাইল হয়ে গেছে, এখন কোন কিছু করা সম্ভব না। তবে প্রমাণ পেয়ে রিমান্ড বাতিল করে হয়তো পুলিশই আমাদের সাহায্য করবে। তাই পোস্ট টি যথাসম্ভব শেয়ার করবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
আব্দুল্যাহ বলেছেন: ভাই আপডেট করে দিয়েছি, একটু দেখে নিয়েন।
গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: সব শেষে ভালো কিছুর প্রত্যাশায়....
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
আব্দুল্যাহ বলেছেন: সেটাই
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার সাথে যোগাযোগের কোন মাধ্যম পাওয়া যাচ্ছে না। আপনি যে নাম্বার দিয়ে ব্লগে রেজিস্ট্রেশন করেছেন, তা সঠিক নয়। অনুগ্রহ করে আপনি কি আমাদেরকে ফিডব্যাকে মেইল করে আপনার যোগাযোগ নাম্বার বা ফেসবুকে আমাদের অফিসিয়াল পেইজে কি যোগাযোগ করতে পারেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
আব্দুল্যাহ বলেছেন: আপনাদের অফিসিয়াল ফেসবুকে মেসেজ দিয়েছি
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
কৃদন্তপদ বলেছেন: যাই হোক যেন ভালো হয়..........
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
আব্দুল্যাহ বলেছেন: সেটাই কামনা রইল
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮
এস কাজী বলেছেন: ফেইসবুকে সিনিয়র এএসপি মাসফি ভাই (মাসরুর হোসেন) এসব বিষয় খুব সক্রিয়তার সাথে দেখেন। উনার সাথেও যোগাযোগ করা যেতে পারে। ভাল কিছুর প্রত্যাশায়
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২
আব্দুল্যাহ বলেছেন: কাজ হয়েছে, সকল উচ্চ লেভেল থেকে আশা পেয়েছি।
ধন্যবাদ পরমর্শ দেবার জন্য
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
আমি মিন্টু বলেছেন: ভালো কিছু একটা হোক ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২
আব্দুল্যাহ বলেছেন: আশায় আছি
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৬
মায়াবী রূপকথা বলেছেন: দ্রুত এর প্রতিকার দাবী করছি
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
আব্দুল্যাহ বলেছেন: মামলা আদালতে তাই কিছুটা দেরী হবে
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৮
মানবী বলেছেন: যে দেশে স্বয়ং প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে তার আত্মীয় দ্বারা ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় সেদেশে এমন পথশিশুদের সেবা বা তাদের পূণর্বাসনের চেষ্টা ক্রাইমের পর্যায়ে পরে বইকি!
প্রধান মন্ত্রীর তত্ত্বাবধানের কথা কিভাবে এলো?- ২০১০-২০১১ তে যাদেত পত্রিকা পড়ার মতো বয়স বা অক্ষরজ্ঞান ছিলো তারা জানবেন সেসময় ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এধরনের যৌন নিপীড়নের প্রতিবাদের আন্দোলনে নামলে প্রধানমন্ত্রী তাঁদের রক্ষা না করে ভর্ৎসনা করেছিলো! কেনো নয়. ফজলে নূর তাপসের নামটা যে নিপীড়কের লিস্টের শির্ষে ছিলো।
আরিফ আরেফিন জাকিয়াদের বিরুদ্ধে আনিত অভিযোগ যদি মিথ্যা হয়ে থাকে(যেহেতু তাঁদের সম্পর্কে কিছু জানা নেই তাই নিশ্চিত হয়ে বলতে চাইছিনা) তাহলে বুঝতে হবে কোন চাইল্ড প্রস্টিটিউশন র্যাকেটের জন্য তাঁরা বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন। আর সেই র্যাকেটের প্রধান যদি ক্ষমতার মসনদে বসে থাকা কেউ বা তার অতি নিকট আত্মীয় হয়ে থাকে এতে অবাক হবার কিছু নেই।
এই নর্দমার কীট ক্ষমতা লোভীরা আমাদের প্রিয় দেশকে ক্রমশ উত্তর কোরিয়ার স্বৈরশাসনের সমতুল্য করে তুলছে।
পোস্টটির জন্য ধন্যবাদ আব্দুল্যাহ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
আব্দুল্যাহ বলেছেন: প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি দেখার কথা রয়েছে
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭
Atsboyarif বলেছেন: আহারে।এমন ভাল উদ্যোগের একি ফল।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
আব্দুল্যাহ বলেছেন: ফল বর্তমানে খারাপ হলেও বাকিটা অপেক্ষায় রইলাম
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২
শাহরিয়ার কবীর বলেছেন: সত্যর জয় হবে হবেই। আরিয়ান এবং জাকিয়াি সুলতানার মুক্তি চাই।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
আব্দুল্যাহ বলেছেন: সেটাই
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
মিমমা সুলতানা মিতা বলেছেন: এই ধরনের উদ্যেগ সত্যি অসাধারন, আমি এই উদ্যেক্তার সাথে পরিচিত হতে চাই, এবং ওদের সাথে কাজ করতে চাই, যোগাযোগের ঠিকানা ও কন্টাক্ট নাম্বার যদি দিতে পারেন খুব খুশি হব।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
আব্দুল্যাহ বলেছেন: ঠিক আছে সময় করে দিয়ে দিব কখনো।
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮
ঢাকাবাসী বলেছেন: দেশটা কোরিয়ার চাইতে খারাপের দিকে চলেছে। চারিদিকে সবকাজে পুলিশ!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
আব্দুল্যাহ বলেছেন: আপনিই ভালো জানেন
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আশা করি তারা আশু মুক্তি পাবেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
আব্দুল্যাহ বলেছেন: দেখাযাক রবিবার জামিন হয় কিনা, তা না হলেতো ঈদ হয়তো জেলেই!
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
সুপ্ত আহমেদ বলেছেন: তারপরও..........
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
আব্দুল্যাহ বলেছেন: তুমি আর একদিন কল দাও দেখাচ্ছি, ফাজিল।
তুমি কি চলে গেছ?
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৫
কানাই স্যার বলেছেন: কিছুৃই জানতাম না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
আব্দুল্যাহ বলেছেন: এতো বাতির নিচেই অন্ধকার দষা
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুলটা কি ছিল? তাতো বল্লেন না!
এত মহত উদ্যোগে ছোটখাট ভুল হতেই পারে- তাই গ্রেফতারের মতো এক্সট্রিম লেভেলে যাওয়াটা কেমন নয়?
যাক ভালয় ভালয় ভাল উদ্যোক্তাদের মুক্তি পেলেই হল। শিশুরাও ফিরে পাক তাদের আনন্দময় ভুবন!