![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
FaceBook ID www.facebook.com/photopagol আইফোন,অ্যান্ড্রয়েড গেমস তৈরি, পিএইচপি + MySQL এবং আরও অনেককিছু নিয়েই ব্যস্ত আছি।
আমাদের দেশের পোলাপান ইংরেজীতে ব্যাপক ভালো তা বলার সুযোগ নাই।পরীক্ষার হলে ১ম টেবিল হতে শেষ টেবিল এর সবার কিছু প্রশ্নের একই ইংলিশ উত্তর দেবার ঘটনাও অবাক করার মত কিছু নয়।
গ্রামারের অ আ ক খ বুঝতে বুঝতেই তো ৫ম ৬ষ্ঠ ৭ম ৮ম ৯ম ক্লাস পার হয়ে যায়।কতজনই বা আর তা আয়ত্ত করতে পারে ???
আমাদের দেশে কিনা এমন এক ইংরেজী শিক্ষার প্রতিষ্ঠান আছে, যাদের কথায় ইংলিশ এ কথা বলা নাকি ডাল-ভাত।মুখে নাকি খই ফোটে !!!
আমার কথা হল তাদের ভাষ্যমতে ইংলিশ এ কথা বলা এত্তই সোজা হলে আমাদের দেশের প্রতিনিধিত্বকারী জাতীয় দলের খেলোয়াড়রা কোন খেলায় ম্যান অফ দি ম্যাচ হলে, তারা ইংলিশ এ দু-চারটা কথা বলতে এত নিমিছিমি ভাব করেন কেন ????
আমাদের সাবেক ক্যাপ্টেন আশরাফুল সাহেব তো ধারাভাষ্যকারদের কে একটা কথাই ৫-৭ বার বলতেন I think that ....I think that ....I think that .... we do not played very well, So i think ________ আমার খুবই খারাপ লাগত আর ভাবতাম, এমন একটা ইংরেজী শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশে থাকতে আমাদের সোনার ছেলেরা কেন আমতা করে সামান্য ইংলিশ বলেই পার পেতে মরিয়া হয়ে উঠবেন ??? এখন সাকিব সাহেব অবশ্য ভালোই সহজাত ভাবেই ইংলিশ বলছেন যা দেখতে ভালোই লাগে। আর মাশরাফি সাহেব কে তো আর তেমন ভাবে ইংলিশ বলতে দেখার সুযোগই পেলাম না। এটা তো আন্তর্জাতিকভাবে খেলাধুলার জগতের খবর।
তার চেয়েও হতাশার কথা হল আমাদের দেশের সবচেয়ে যোগ্য ব্যাক্তি তথা আমাদের সোনার বাংলাদেশ এর নেতারা যখন কোন সেমিনারে ইংরেজী প্রবন্ধ পাঠ করেন , তাও আবার তিন বার দেখে একবার উচ্চারণ করে, সেই খানাখন্দে ভরা ইংলিশ উচ্চারণ যে সুন্দর উচ্চারণ নয়, তা আর আমদের বোঝার বাকী নেই। যে সমস্ত বিদেশীরা এই সেমিনার গুলোতে আসেন, তারা এই ইংলিশ উচ্চারণ শুনে হাসেন না কি করেন তা আমার জানা নাই , তবে কিছু একটা যে ভাবেন যা আমাদের দেশের ভাবমূর্তি যে খুব ভালো বোঝা যায়না তা আর বলার প্রয়োজন নাই। আর আমাদের মাননীয় প্রধান মন্ত্রী যখন কোন অনুষ্ঠানে ধী----র লয়ে ইংরেজী বলেন কিন্তু তার দেহভন্গী তার সাথে মিলেনা, সেটাও দেখতে ভাল লাগার কথা নয় । মুখে তিনি একটা অবয়ব ফুটিয়ে তোলার চেষ্টা কেরন, কিন্তু ধীর হবার কারণে তা আর ভাল দেখায় না।
আজই যোগাযোগ মন্ত্রীকে দেখলাম পদ্মা সেতু নিয়ে ইংলিশ এ কিছু একটা বলতে। আর তা যথারীতি নয় ছয় ভাবে। ধাক্কিয়ে ধাক্কিয়ে
শেখার তো আর বয়স নেই, আর প্রয়োজন তো আর সময় মানে না , তাই যারা দেশকে বিদেশিদের সামনে উপস্থাপন করেন তারা যদি ইংরেজী ভাষাটা সুন্দর ও দ্রুত বলার দক্ষতা দেখাতে পারতেন, সাধারণ জনগণ হিসেবে আমরা একটু হলেও খুশি হতাম।
আর ঐ সব প্রতিষ্ঠান যদি তাদের সেবার মাধ্যমে এটা করতেই পারেন, তাহলে ভাল হত। আমরা সবাই তাদের জন্য দোআ করি যেন তারা এই অতি সামান্য কাজটি সুন্দর ভাবে ও দ্রুত সম্পন্ন করতে পারেন।
আ----------মী------------ন
২| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫১
শরীফ মহিউদ্দীন বলেছেন: ওই বেডিরে কন বিবিসি জানালা শুনতে আর না পারলে তো মেকাঞ্জি বিস্কুট আছেই
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৮
ফটো পাগল বলেছেন: শরীফ মহিউদ্দীন বলেছেন: ওই বেডিরে কন বিবিসি জানালা শুনতে আর না পারলে তো মেকাঞ্জি বিস্কুট আছেই
ভালই বলেছেন, আর বিবিসি জানালা কোন কামের ই না। আমি একদিন চেক করতে ফোন দেই ,
কি সব হাবি জাবি সব কয়,
আহ !!!
দিছি লাইন কাইট্টা
৩| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৫
একাকী বালক বলেছেন: আমার এক অ্যামেরিকান স্যারের সামনে একবার ভাংগা ভাংগা ইংরেজী কইতাছি আর লজ্জা পাইতাছি উনি আমারে কইল লজ্জার কিছু নাই তুমি তো তাও ভাংগা ভাংগা ইংরেজী পার আমিতো বাংলা একটা শব্দও জানি না।
৪| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৮
ফটো পাগল বলেছেন: তুমি তো তাও ভাংগা ভাংগা ইংরেজী পার আমিতো বাংলা একটা শব্দও জানি না।
তাই তো ??? কিন্তু সব জায়গায় যোগাযোগের জন্য কমন ভাষা কিন্তু ইংলিশ। তাই আমদেরই তাদের ভাষার দিক যাইতে হবে। আর তাদের না আসলেও তেমন কিছুনাই।
(রিয়াল মাদ্রিদ এর খেলা দেখতেছি। হিগুয়াইন ৯ মিনিটে ১ টা গোল করল।)
৫| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১১
ব্লগী তানীম বলেছেন: মাথা পেতে মেনে নিলাম আপনার কথা...
কিন্তুক এই মাথার মুখ দিয়ে যে কিছুতেই ইংলিশ বাহির হয় না ...
আমি আপনি সবাই কে ইংরেজি শেখা থাকা দরকার
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯
ফটো পাগল বলেছেন: আরে ভাই আমি আমার সাধ্যমত বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করি। আমার এক বন্ধু তার বাবার চাপে *ইফু* এ ভর্তি হয়, কিন্তু অরে কিছু কইতে কইলৈ খালি হাসে
এস এস সি পাশ করছে ২ বার এ ইংলিশ এ ফেল ছিল একবার।
৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৯
অনুমান বলেছেন: হোয়েন দা সান ওয়াজ ডুবু ডুবু আন্ডারদা বাশের ডগা .. ! দেন যদু এটাক মধু আ্যন্ড পাইরে ফেললো আন দা গ্রাউন্ড .।!
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯
ফটো পাগল বলেছেন: অনুমান বলেছেন: হোয়েন দা সান ওয়াজ ডুবু ডুবু আন্ডারদা বাশের ডগা .. ! দেন যদু এটাক মধু আ্যন্ড পাইরে ফেললো আন দা গ্রাউন্ড .।!
আজ "গ্রাজুয়েট" নাটকে সিদ্দীক ভাই এর একটা ডায়লগ: "প্লীজ গো আউট ইন ফ্রন্ট অফ মাই চোখ "
৭| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৯
ফটো পাগল বলেছেন: বলেছেন: হোয়েন দা সান ওয়াজ ডুবু ডুবু আন্ডারদা বাশের ডগা .. ! দেন যদু এটাক মধু আ্যন্ড পাইরে ফেললো আন দা গ্রাউন্ড .।!
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৮| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩০
আতা63 বলেছেন: আপনি খেলার খবর দিয়ে শুরু করেছে । আমিও খেলার খবর দিই। এই সেদিন শেষ হওয়া বিশ্বকাপে দেখলাম জার্মান কোচ, স্পেনের কোচ, নেদারল্যান্ডের কোচ, ব্রাজিলের কোচ, আর্জেন্টিনার কোচ কেউ ইংরেজী বলেন নাই। কি রকমের মুর্খ দেখেন দেখি। এই ব্যাটারা চরম ফকির। ইংরেজী জানে না তো। জীবনে কোন খাওয়া নাই।
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪২
ফটো পাগল বলেছেন: জার্মান কোচ, স্পেনের কোচ, নেদারল্যান্ডের কোচ, ব্রাজিলের কোচ, আর্জেন্টিনার কোচ কেউ ইংরেজী বলেন নাই। কি রকমের মুর্খ দেখেন দেখি। এই ব্যাটারা চরম ফকির। ইংরেজী জানে না তো। জীবনে কোন খাওয়া নাই।
৯| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৯
ফটো পাগল বলেছেন: আতা63 বলেছেন: আপনি খেলার খবর দিয়ে শুরু করেছে । আমিও খেলার খবর দিই। এই সেদিন শেষ হওয়া বিশ্বকাপে দেখলাম জার্মান কোচ, স্পেনের কোচ, নেদারল্যান্ডের কোচ, ব্রাজিলের কোচ, আর্জেন্টিনার কোচ কেউ ইংরেজী বলেন নাই। কি রকমের মুর্খ দেখেন দেখি। এই ব্যাটারা চরম ফকির। ইংরেজী জানে না তো। জীবনে কোন খাওয়া নাই।
আপনে কি আমাগো কোচ মনে করেননি ????
আমগো কাম কইরা খাওনের চিন্তা। আর বিশ্বকাপে কত ভাষা-ভাষী লৈাক থাকে, আর তাদের দো-ভাষী ও তো থাকে।
(৪৩ মিনিট পর্যন্ত ৩ গোল হইছে। রোনালদো ২ টা, হিগুয়াইন ১ টা।)
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪১
ফটো পাগল বলেছেন: এখন ঘুমাই তে যাই। সকালে সকল মন্তব্যের জবাব দিব আশা রাখি।
১০| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪১
মহাসাগর বলেছেন: একবার ইংলিশে ৭ পাইছিলাম(১০০ মধ্যে,ক্লাস সেভেনে)
। এহন মুটামুটি কাজ চলে।
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৪
ফটো পাগল বলেছেন: ৭ আমার প্রিয় সংখ্যা। আপনে ক্যান নিছিলেন ??? ৭৭ নিলে ভালা হইত..
এখন মোটামুটি কাজ ক্যামনে চলে ????
১১| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৭
ফটো পাগল বলেছেন: মোবাইল থেকে ইংলিশ এ মন্তব্য করতে আর ভালো লাগে না। তবু ও তো করেই যাচ্ছি .... মোবাইল থেক কবে যে বাংলায় লেখা যাবে
১২| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ১:১০
ফটো পাগল বলেছেন: Ghumai lam koilam.
১৩| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ২:১৮
কাউসার রুশো বলেছেন: হুম..
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৪
ফটো পাগল বলেছেন:
১৪| ২৪ শে অক্টোবর, ২০১০ ভোর ৫:৫৭
ফটো পাগল বলেছেন: @rushow, Hum humm hummm apne kirokom english paren ?
১৫| ২৪ শে অক্টোবর, ২০১০ ভোর ৬:৪৭
নাজমুল হক রাসেল বলেছেন: ফটো পাগল বলেছেন: বলেছেন: হোয়েন দা সান ওয়াজ ডুবু ডুবু আন্ডারদা বাশের ডগা .. ! দেন যদু এটাক মধু আ্যন্ড পাইরে ফেললো আন দা গ্রাউন্ড .।!
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৪
ফটো পাগল বলেছেন: undefined নাজমুল হক রাসেল বলেছেন: ফটো পাগল বলেছেন: বলেছেন: হোয়েন দা সান ওয়াজ ডুবু ডুবু আন্ডারদা বাশের ডগা .. ! দেন যদু এটাক মধু আ্যন্ড পাইরে ফেললো আন দা গ্রাউন্ড .।!
১৬| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪০
ভিজামন বলেছেন: লেখায় +
কিউবি সার্ভিসের বিস্তারিত জানানোর জন্য সরাসরি কথা বলা প্রয়োজন। আপনার ফোন নম্বর ও ঠিকানা জানিয়ে মেইল করুন [email protected]
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৪
ফটো পাগল বলেছেন: আচ্ছা দিব।
১৭| ১১ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৪
ফটো পাগল বলেছেন: Aj porjonto Kono unnoti hoy nai. Ar kobe hobe ?
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৬
ফটো পাগল বলেছেন: সেই প্রতিষ্ঠানের কেউ থাকলে আওয়াজ দিয়েন। আপনাদের সেবায় (!!!) আমাদের জাতি ধন্য হতে চায়

আপনারা কি আমাদের নেতাদের এইগুলা শিখাইতে পারেন না ??? খেলায়াড়দের ???