নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন লেখক

আমি ভাই অতি সাধারন একজন মানুষ , আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি । আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন । শুভেচ্ছা রইলো সবার জন্য ।

এইচ এম তানভীর মাহমুদ

এইচ এম তানভীর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ডিলিট হয়ে যাওয়া ডাটা ফিরিয়ে আনা:

১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

অনেক সময়

আমাদের

পিসি থেকে কিংবা মেমরি থেকে অথবা

পেনড্রাইভ থেকে অনেক মূল্যবান

ডাটা হারিয়ে যায়।

হয়তো আমরা ভুলে ডিলিট

করে ফেলি অথবা ডিলিট করার পর

আমাদের সেই ডাটার আবার প্রয়োজন

হয়ে পড়ে।

কিন্তু অনেকেই ডিলিট

হয়ে যাওয়া সেই সমস্ত ডাটা আর

ফিরে পান না। আর

ফিরে পেতে হলে প্রথমে আপনাকে এই

লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড

করতে হবে এবং সেটি আপনার

পিসিতে ইন্সটল করতে হবে।

ইন্সটল করা হয়ে গেলে আপনার পিসির

ডেক্সটপে একটি আইকন পাবেন। সেই

আইকনে ডাবল ক্লিক করলেই

সফটওয়ারটি চালু হয়ে যাবে।

Delete File Recovery তে ক্লিক

করলেই আপনার পিসির

ড্রাইভগুলো আসবে।

সেখান থেকে আপনার যেই ড্রাইভ

থেকে ফাইল মুছে গিয়েছে সেই ড্রাইভ

সিলেক্ট করুন। এক্ষেত্রে যদি আপনার

পেনড্রাইভ

অথবা মেমরি হয়ে থাকে তবে সেটি

সিলেক্ট করুন এবং NEXT ক্লিক করুন।

এরপর সফটওয়ারটি কাজ করা শুরু

করে দিবে।

এরপর fils এর 1NTFS এ টিক মার্ক

দিন এবং NEXT এ ক্লিক করুন। এবার

আপনি আপনার ডিলিট

হয়ে যাওয়া ফাইলগুলো পুনরায় যেই

ফাইল বা ড্রাইভে রাখতে চান

তা সিলেক্ট করে NEXT এ ক্লিক

করুন। ব্যাস সেভ হয়ে গেছে আপনার

ডিলিট হয়ে যাওয়া ডাটা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.