নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্যাশন নিয়ে টুকটাক লিখা

আবুল হাসেম রায়হান

খুব আইলস্যা

আবুল হাসেম রায়হান › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবাদী অস্ট্রেলীয় সাপোর্টার চিনুন

১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি,আমাদের দেশের ক্রিকেট সাপোর্টার্স রা নিতম্বের মত দ্বিভাগে বিভক্ত।
একদল পাকি,অপর দল ইন্ডিয়া সাপোর্টার।সময়ের পরিক্রমায়,এবং কিছু উদ্যমী তরুন এর প্রচেষ্টায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সমালোচনা,তাদের কে ক্রিটিকস করা থেকে ইদানিং কেও প্রকাশ্যে পাকি,ইন্ডি সাপোর্ট করা ছাড়সে।
এদের অনেকেই আবার এখন সুর পালটিয়ে অধিকাংশই অস্ট্রেলিয়া কে সাপোর্ট দেয়া শুরু করসে।আবার যখন ইন্ডি,পাকি কেউ ভাল কোন পারফরমেন্স দেখায়,তখন এরা লেজ বের করে আকারে ইঙ্গিতে বগল বাজায়।
মনে রাখবেন এরা সবাই ছুপা।সতর্ক থাকুন।লেজ টা কেটে দেয়ার চেষ্টা করুন।অস্ট্রেলিয়ার এবারের সফর বাতিল কিন্তু একটা রাজনীতি।যার মূলে ওই যে 'বিগ-থ্রি'।
যার অন্যতম সদস্য এই সকারুরা।
দেখেন,এখন কিন্তু ওই সুবিধাভোগী অস্ট্রেলীয় সাপোর্টার্স রা চুপ।এরা সবাই পাকি/ইন্ডি ছুপা সাপোর্টার।মুখে স্বীকার করতে পারেনা দেখেই অস্ট্রেলিয়ার ছায়া নিচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৪

মানবী বলেছেন: কয়েক বছর আগে ভারত পাকিস্তানের ম্যাচের স্নায়ু যুদ্ধে নিজেও আক্রান্ত হয়েছি, সবচেয়ে ইন্টারেস্টিং ও একসাইটিং খেলা মনে হতো।
বাংলাদেশের সাকিব আল হাসান ও তাঁর সহযোদ্ধা আমার মতো মানুষের ভুল ভেঙ্গে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের খেলা আর সবার চেয়ে বেশি ইন্টারেস্টিং। ক্রিকেটের প্রথম সারির খেলোয়ার দেশের সাথে বাংলাদেশের খেলা মানেই আমাদের একতরফা হার নয়, আমরাও ঘুরে দাঁড়িয়ে তাদের ধরাশায়ী করতে জানি।

ভারত পাকিস্তান নয়, বর্তমানে সবচেয়ে বড় স্নায়ু যুদ্ধ মনে হয় যখন বাংলাদেশ ভারত বা পাকিস্তানের সাথে খেলে।

মনে হয়না সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনায় কারো রুচির পরিবর্তন সম্ভব, এটা শুধু মাত্রই টাইগার বাহিনীর অসাধারন সব পারফর্মেন্সের সুফল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.