নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমএম মিন্টু ব্লগার

আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা,

এমএম মিন্টু

সাধারন লেখক জাতীয় সংঙ্গীত আমার সোনার বাংলা , আমি তোমাই ভালবাসি । চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার বাতাস, আমার প্রাণে ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, মরি হায়, হায় রে,,,,, ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে, ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি । আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।। কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো,,,,,,,,,,,, কী আচল বিছায়েছে বটের মূলে, নদীর কূলূ কূলে। মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মরি হায়, হায় রে,,,,,,,,,,, মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সূধার মতো, মা, তোর বদনখানি মলিন হলে, আমি নয়ন ও মা,আমি নয়নজলে ভাসি।। আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি ।।

এমএম মিন্টু › বিস্তারিত পোস্টঃ

না দেখা ও না ফেরার সেই স্বপ্নের দেশে চলে গেলেন চাষী নজরুল ইসলাম

১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮



যেখান থেকে আর কোন দিন ফিরে আসা যাবে না এবং আর কোন দিন ফিরে আসবেন না গায়ে আতড় গোলাপের সুবাস মেখে চির বিদায় নিয়ে চলে গেলেন না দেখা ও না ফেরার সেই স্বপ্নের দেশে বাংলাদের চলচিত্র জগৎতের চির স্বরনী হয়ে থাকা স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম ।



চাষী নজরুল ইসলাম নির্মান করেন ওরা ১১ জন, দেবদাস, সহ আর বেশ কিছু বাংলা ছবি । চাষী নজরুল ইসলাম প্রথমে ১৯৬১ সালে ফতেহ লোহানীর ,আছিয়া, সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন । এরপর পরিচালক ওয়াহেদ-উল-হকের সঙ্গে বেশ কিছু দিন সহকারী পরিচালক হিসেবে কাজ করেন চাষী নজরুল ইসলাম ।



এর পরে ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম । এর পর থেকে শুর করেন তিনি একের পর ছবি নির্মান করা । তিনি ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’ সিনেমা নির্মাণ করেন ।



১৯৮২ সালে বুলবুল-কবরী-আনোয়ারাকে নিয়ে ‘দেবদাস’ নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়োগান্ত এই কাহিনী নিয়ে ২০১৩ সালে আবার শাকিব খান-অপু বিশ্বাস-মৌসুমীকে নিয়ে নির্মাণ করেন চলচ্চিত্রটি।



১৯৮৬ সালে ,শুভদা’, ১৯৯৭ সালে ,হাঙর, নদী গ্রেনেড, চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চাষী নজরুল ইসলাম।















মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

খেলাঘর বলেছেন:


সুদীর্ঘ সফল জীবনের অধিকারী হয়েছিলেন তিনি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

এমএম মিন্টু বলেছেন: মহান আল্লাহু চাষী নজরুল ইসলামকে বেহেস্ত নসীব করুন। আমরা সবাই আত্মার শান্তি কামনা করছি।

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

হাসান মাহবুব বলেছেন: একজন কিংবদন্তী চলে গেলেন।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

এমএম মিন্টু বলেছেন: মহান আল্লাহু চাষী নজরুল ইসলামকে বেহেস্ত নসীব করুন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

বাড্ডা ঢাকা বলেছেন: ভাল শেয়ার । ৪র্থ ভাল লাগা জানবেন ।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮

এমএম মিন্টু বলেছেন: মহান আল্লাহু চাষী নজরুল ইসলামকে বেহেস্ত নসীব করুন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

রক্ত পলাশী বলেছেন: চাষী শব্দটাকে সে খুব গর্ব ভরে উচ্চারন করত।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

এমএম মিন্টু বলেছেন: মহান আল্লাহু চাষী নজরুল ইসলামকে বেহেস্ত নসীব করুন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

ঢাকাবাসী বলেছেন: চাষী ভাইয়ের সাথে আর কোনদিন দেখা হবেনা।তাঁর আত্মার শান্তি কামনা করছি।

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

এমএম মিন্টু বলেছেন: মহান আল্লাহু চাষী নজরুল ইসলামকে বেহেস্ত নসীব করুন। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.