![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলাচলের জন্য কিংবা ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য গাড়ি, মোটরবাইক বা মাইক্রোবাস থেকে শুরু করে রাস্তায় চলাচলের জন্য সব ধরনের যানবাহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগে। যদি কাগজপত্র ঠিক না রাখা হয়, তাহলে প্রতিনিয়তই নানা ভোগান্তিতে পড়তে হবে। যাঁরা নতুন গাড়ি কেনার পর এখনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেননি কিংবা গাড়ির ফিটনেস সার্টিফিকেটসহ বীমা ইত্যাদি নবায়ন করেননি, তাঁদের তো সমস্যার মুখোমুখি হতেই হবে। গাড়ি রাস্তায় চললে তার বৈধ কাগজপত্র লাগবে। দেশের সকল বিভাগীয় জেলা ছাড়াও সব জেলা পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা- এই তিনটি জায়গায় আছে বিআরটিএর নিজস্ব কার্যালয়। আর বাকি জায়গাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। নতুন গাড়ি কেনার পর আপনার করণীয়-
নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। আমদানিসংক্রান্ত সব কাগজ
২। ক্রয়সংক্রান্ত কাগজপত্র
৩। ক্রেতার টিআইএন (ট্যাক্স আইডেন্টিটি নম্বর) সনদের অনুলিপি
৪। তিনটি স্ট্যাম্প আকারের ছবি
ব্যাংকে জমা ও ফি সংক্রান্ত বিষয়ঃ
সব কাগজ সংগ্রহ করে নিবন্ধনের জন্য সরকারনির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে হবে। এর রসিদ বিআরটিএতে জমা দিতে হবে। ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএলের ঢাকাসহ অন্যান্য জায়গার কিছু শাখায় ফি জমা দেওয়া যাবে। তার পরই একনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার রসিদের ওপর এক দিনের ভেতর নিবন্ধন হয়ে গাড়ি চালানোর জন্য নম্বর দেওয়া হবে।
নিবন্ধন ফিঃ
ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কার, মাইক্রোবাস, মিনিবাস, বাস ৬০০ সিসি ইঞ্জিনক্ষমতা পর্যন্ত ৫,৩০০ টাকা এবং ৬০০ সিসি থেকে ২,০০০ সিসি ইঞ্জিনক্ষমতার জন্য ১০,৩০০ থেকে ৩৫,০০০ টাকা পর্যন্ত। ইঞ্জিনক্ষমতা বাড়লে টাকার পরিমাণও বেশি দিতে হবে। এ ছাড়া ভাড়ায় চালিত যানবাহনের ক্ষেত্রে আসনসংখ্যার ওপর নিবন্ধন ফি নির্ধারিত হবে। ১ থেকে ৫২ জন পর্যন্ত ধারণক্ষমতার যানবাহনের ফি ৪,৩০০ থেকে ১৫,৩০০ টাকা পর্যন্ত। এগুলোর আবার বার্ষিক বিভিন্ন হারে কর দিয়ে পুনরায় নবায়ন করতে হবে। এ সময় গাড়ির ফিটনেসের ওপর ফি নির্ভর করবে।
সতর্কতাঃ
গাড়ি কেনার ১৫ দিনের মধ্যে নিবন্ধন করে নেওয়া ভালো। ব্যাংক ছাড়া কোনো ব্যক্তি কিংবা অন্য কারও হাতে টাকা দেওয়া যাবে না। সঠিকভাবে কাগজপত্র উপস্থাপন করুন। বিআরটিএ অফিস ছাড়া অন্য কোথাও নিবন্ধন করলে সেটা অবৈধ বলে গণ্য হবে।
২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১০
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: বিআরটিএ এর অফিসে যোগাযোগ করুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৮
রাব্বী খান বলেছেন: প্রথমে ধন্যবাদ জানাই.............পুরান গাড়ির কাগজপত্র চেক কিভাবে করা যায়? এবং নবায়নের সিস্টেম টা যদি বলতেন ভাই তাহলে বরই উপকৃত হতাম। কিম্বা এসব জানার কোনো ওয়েব থাকলে লিঙক টা দেন.........