নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানবো,জানাবো।

আরিফ১৯৭৮০০৭

আরিফুল ইসলাম ৬৭১৬৮ |

আরিফ১৯৭৮০০৭ › বিস্তারিত পোস্টঃ

শীতে হাত-পা ঘামা ; কারণ ও প্রতিকার।

১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪





শীতে আসলে অনেকেরই হাত-পা ঘামে। ফলে পোহতে হয় নানা দুর্ভোগ। আবার পা ঘেমে যাওয়ার কারনে এ থেকে সৃষ্টি হতে-পারে দুর্গন্ধ। এ নিয়েও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককে।



হাত-পা ঘামার কারণঃ



হলিফ্যামিলি হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক আফজালুল করিম বলেন, হাত-পা কেন ঘামে তার সুনির্দিষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে বংশগতভাবে এ রোগ থাকা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতি কারনে হাত-পা ঘামতে পারে।



পায়ের দুর্গন্ধের কারণঃ



পায়ের দুর্গন্ধের প্রধান কারণ পায়ের ঘাম। ঘেমে যাওয়া পায়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এ ছাড়া বেশির ভাগ ক্ষেত্রে জুতার ভেতর থেকে ঘাম বেরোতে পারে না। অনেকক্ষণ এমন অবস্থায় থাকার ফলে পা থেকে দুর্গন্ধ ছড়ায়। এ ছাড়া জুতা ও মোজা নিয়মিত না পরিষ্কার করলেও পা ও জুতা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে।



রোধ করার উপায়ঃ



- সব সময় পা পরিষ্কার রাখতে হবে।

- বাইরে থেকে এসে পায়ে শ্যাম্পু লাগিয়ে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে শুকনো তোয়ালে দিয়ে পা মুছে ফেলতে হবে।

- প্রতিদিন ব্যবহার করা মোজা ধুয়ে ভালোভাবে শুকিয়ে ব্যবহার করতে হবে।

- জুতা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

- জুতার মধ্যে মাঝেমধ্যে পাউডার দিতে পারেন।

- মাঝেমধ্যে জুতা রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন।

- সুতি মোজা ব্যবহার করাই ভালো কারণ এতে পা কম ঘামে ও ঘাম শোষণ করে।

- যাঁদের পা বেশি মাত্রায় ঘামে, তাঁরা বেশি ঘাম শোষণ করতে পারে এমন জুতা কিনতে পারেন।











উৎস: ইন্টারনেট।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

লজিক মানুষ বলেছেন: +++ কামে লাগবে।

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৩

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

সুপারন্যাচারাল৭৭৭ বলেছেন: এইডা কি পাও ঘামুনের ছবি না অন্য কুনো জিনিসের ছবি??????????? :P :P :P :P :P

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৪

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: এমন সুন্দর পা ঘামলে কেমন লাগে বলেনতো? :( :( :(

৩| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২০

ইকরাম বাপ্পী বলেছেন: হা হা হা এর থেকে আমার উপায়টাই ভালো...
১। সহমত। সারা বছরই পরিস্কার থাকা উচিত
২। এতে লাভ হয় না খুব একটা......
৩। এই জন্য তিন জোড়া মোজা ব্যবিহার করা হয়
৪। রাখতে চেস্টা করি
৫। ভুলেও এই কাজ করি নাহ... ... শিক্ষা হয়ে গেছে।
৬। সহমত
৭। সহমত।

তবে নিজে যা করি তা হলো, জুতা পরার আগে পা ধুয়ে মুছে নিয়ে হালকা ভেসলিন লাগিয়ে মোজা পরে নেই...... পরে জুতা খুললে আর তেমন বিব্রত হতে হয় নাহ্‌

১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:১৮

আরিফ১৯৭৮০০৭ বলেছেন: ভাই , আপনার লেখার পয়েন্টগুলা তো দেখা যাচ্ছে না।
১।
২। ....
৩।
৪।
৫। ... ... শিক্ষা হয়ে গেছে।
৬।
৭।

এভাবেই দেখা যাচ্ছেতো।

তবে নিজে যা করি তা হলো, জুতা পরার আগে পা ধুয়ে মুছে নিয়ে হালকা ভেসলিন লাগিয়ে মোজা পরে নেই...... পরে জুতা খুললে আর তেমন বিব্রত হতে হয় নাহ্‌ ।


ঠিকআছে; আমিও যেন কোথায় শুনেছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.