নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক বর্তমানে ইংরেজি সাহিত্যের উপর মাস্টার্স ডিগ্রি অধ্যয়ন করছে।

আবু সুফিায়ান ইমন

ইংরেজি সাহিত্য গবেষক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, কুয়ালালামপুর।

আবু সুফিায়ান ইমন › বিস্তারিত পোস্টঃ

যাকাতের কাপড়, ২৭ টি প্রাণ, আর আমাদের লোক দেখানো সংস্কৃতি

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

প্রথমেই বলে নেই, লোক দেখানো খারাপ কিছুনা, অনেক কাজ লোক দেখালেই বরং বেশি ভালো, মানুষ উৎসাহিত হয় ভালো কাজ করার জন্য। কিন্তু সব কাজ যদি লোক দেখানোর জন্য করেন তাহলে তো হোল না, এটা একটা মানুষিক অসুস্থটা যেমনটা ঘন ঘন সেলফি তোলা।

যা হোক আসল কোথায় আসি, যাকাত একটি বাধ্যতামূলক (ফরয) বিধান। এটাকে অনেকেই গরিবদের প্রতি দয়া দেখানোর কাজে ব্যাবহার করেন, আর পাশাপাশি নাম কামানোর চেষ্টা। ময়মনসিংহে যে ২৭ টি প্রান ঝরে গেলো, আমি মনে করি, এটাও ছিল একটা লোকদেখানো অনুষ্ঠান। প্রথমত, 'যাকাতের কাপড়' বলতে কোন কাপড় নেই।

দ্বিতীয়ত, এভাবে ঘটা করে যাকাত দেবার বিধানও নেই। এতে যাকাত যারা গ্রহন করছেন তারা নিজেদেরকে আরও অসহায় মনে করে। আর যারা সত্যিকার সমস্যায় আছে,তাদের অনেকেই কিন্তু লোক-লজ্জার ভয়ে আসতে পারেন না। যদি যাকাত দিতে চান, দেখুন আপনার আপনজনদের মধ্যে কারা অভাবে আছে, তারপর পাড়াপ্রতিবেশী তারপর অন্যরা। যদি সম্ভব হয়, আপনার যাকাতের টাকা দিয়ে একজনকে হলেও স্বাবলম্বী হতে সাহায্য করুন, যাতে পরের বছর ওই ব্যাক্তি আর যাকাত নিতে না হয়।

'যাকাতের কাপড়ের' এই অপ-সংস্কৃতি যদি বন্ধ না হয়, তাহলে এরকম প্রাণ আরও ঝরবে। আমাদের সমাজ আরও অসহায় হবে, গুছবেনা দারিদ্র, আদায় হবেনা গরিব মানুষের প্রাপ্য হক।

মনে রাখবেন যাকাত কোন দয়া বা পছন্দ/অপছন্দের ব্যাপার নয়, এটা আপনাকে দিতেই হবে। আল্লাহ এই বিধান করেছেন, তাই এটা নিয়ে মশকারা করার অধিকার আপনার নেই। যদি যাকাত আদায় করতে চান, যেভাবে ইসলাম বলেছে সেভাবে করুন, আর না পারলে যাকাতের নামে তামাশা আর লোকদেখানো বন্ধ করুন।

ছবিঃ যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনাস্থল থেকে তোলা, ১০/০৭/২০১৫

লেখক- আবু সুফিয়ান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া, কুয়ালালামপুর (মতামত লেখকের একান্তই নিজস্ব)

বিঃ দ্রঃ লেখাটি ০১/০৭/২০১৫ ইং dhakarnews.com এ প্রকাশিত হয়। পত্রিকা থেকে পড়তে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ


http://dhakarnews.com/index.php/mukto/item/30310-2015-07-12-02-59-22#sthash.V1HSJrOP.edJdG8nK.dpbs

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.