![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুত কষ্টে ,১৫,০০,০০০ লাখ টাকা ম্যানেজ করসিলাম গাড়ি কেনার জন্য। বাপ ও রাজি ছিল। কিন্তু গাড়ি কিনতে গিয়ে মাথা নষ্ট হয়ে গেসে। নোয়া বা হাই-এস কিনব। ফেমিলি কার। নোয়া নতুন বলে ২৮,০০,০০০ আর হাই-এস ১৯,৫০,০০০।
বাবা বা আমিও পুরান গাড়ি কিনতে রাজি না। কারন কোনও না কোনও ঝামেলা আছেই। আর ইদানিং দেখলাম গাড়ির কাগজ যেভাবে জাল করে, মাথা নষ্ট!!! এখন ব্যাংক লোণ ছাড়া কোনও রাস্তা নাই। এই লোনের বেপার সেপার কেমন? সুদ কত? ঝামেলা অনেক নাকি? কেউ যদি কিনে থাকেন, আওয়াজ দেন সাথে কোন ভাইর যদি গাড়ির শো রুম থাকে, তারাও জানান কিছু। আর কোন ব্যাংকার ভাই বোন থাকলে কিছু জানান দয়া করে। কারন, এক গাড়ি কিনতে গিয়ে সব কিছু খোয়ানো গেসে,এমন একজনকে আমি চিনি। এখন আপনাদের মতামত দিলে ভালো হত আমার জন্য।
২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১২
সৌমিক জামান বলেছেন: ইন্সুরেঞ্চ করা ছিল না ভাই? ইন্সুরেঞ্চ কি আসলেই টাকা দেয়?
২| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৫
এই আমি রবীন বলেছেন: পুরান গাড়ি না কেনাই ভাল!
আর লোনের সুবিধা না থাকলে একটু অপেক্ষা করুন!
বেষ্ট অব লাক!
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৪
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৩২
মোমেরমানুষ৭১ বলেছেন: যাকা্ত দিন, আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
সৌমিক জামান বলেছেন: আপনাদের দোয়ায় ঠিক মতই দেওয়া হয়
৪| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০২
সোহানী বলেছেন: আপনি সরাসরি মূল এজেন্ট থেকে কিনুন যেমন রেংগস বা প্যসিফিক বা টয়োটা শো রুম থেকে। সঠিক দাম এবং অরিজিনাল পাবেন। লোনের ব্যাপারে ভালো বলতে পারবো না তবে অবশ্যই আগে খোজ নিবেন.. সুদ সহ চার্জ কত। কারন এরা আলাদা চার্জ নেয় লোনের জন্য। বিদেশী ব্যাংকগুলো একটু বেশী সুদ নেয় মনে হয়।......
২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
সৌমিক জামান বলেছেন: হুম তাই ভাবিছি। পোর্ট এ নাকি গাড়ির দাম কম?
৫| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৬
আরজু পনি বলেছেন:
লোনের জন্যে কোন প্রাইভেট ব্যাংক....স্ট্যান্ডার্ড চাটার্ড, প্রাইম এমন আরো কিছু ব্যাংক আছে।
আর পোর্ট থেকে গাড়ি কমে পাবেন কিন্তু সেটাকে আনাটা রিস্কি কিন্তু... পথেই বিপদ উৎ পেতে থাকে সুপরিকল্পিতভাবেই।
এই রিস্কটা মাথায় রেখে পোর্টের গাড়ি কেনার কথা ভাববেন।
আর যেই গাড়িই কিনুন না কেন, পছন্দ করে চেষ্টা করবেন সেদিনই গাড়ি নিয়ে নিতে। না হলে বিক্রেতাদের ওখান থেকেই পার্টস বদলে দেয়। তাতে পরবর্তীতে আবার হয়রানীর মুখোমুখি হতে হবে।
আর যেই গাড়িই কিনুন না কেন, পার্টস এভেইলেবল কি না আগে ভাগেই জেনে নিন।
বেস্ট অব লাক।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ আইডিএলসি কেমন হবে?
৬| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯
আরজু পনি বলেছেন:
আরেকটা কথা, ড্রাইভিং জানা আছে কি? না হলে আগে ভাগেই শিখে নিন। না হলে পরে প্রায়শই উটকো ঝামেলায় পড়তে পারেন।।
২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৬
সৌমিক জামান বলেছেন:
ড্রাইভিং জানি। কিন্তু লাইসেন্স নাই
৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৯
আরজু পনি বলেছেন:
আইডিএলসি সম্পর্কে আমার ধারণা নেই। তবে আপনি দেখতে পারেন।
আর লাইসেন্স না থাকলে কোন লাভ নেই। বিশেষ করে ঢাকার রাস্তায় ।
আগে ভাগেই লাইসেন্সের জন্যে এপ্লাই করে ফেলুন। ৭০০০ (সাত হাজারের মতো বা কম্ও লাগতে পারে...সহজে পেতে চাইলে)। তবে ভালো হয় কোন সরকারী পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগ করে নিলে ।
চেষ্টা করুন লাইসেন্সের জন্যে এপ্লাই করার আগে ভারী গাড়ি চালানো জানলে (অবশ্য ভারী গাড়ি আপনি চালাতে পারেন কি না এরমধ্যেই জানি না) এটা খুব কাজে লাগে।
আর গাড়ি যতটাকা দিয়েই কিনুন না কেন আরো কয়েক লাখ টাকা লাগবে সিএনজি আর ডেকোরেশনে ...
কেননা সিএনজি না করলে তেল কিনতে কিনতেই জান কয়লা হয়ে যাবে। আর ডেকোরেশন না করলে কিছুদিনের মধ্যেই গাড়ির ভেতরের চেহারা পুরনো হ্ওয়া শুরু করবে।
নিজের লাইসেন্স না থাকলে কপালে খারাবী থাকলে বদ ড্রাইভারের কবলে মুখ বুজে আটকে থাকতে হবে। অথবা কয়দিন পরপর ড্রাইভার বদল করতে হবে। আর কপাল ভালো হলেও যখন ড্রাইভারকে ছুটি দিবেন তখন কিন্তু আপনার লাইসেন্স লাগবেই রাস্তায় জরুরী প্রয়োজনে গাড়ী বের করার জন্যে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৮
সাঈফ শেরিফ বলেছেন: মন খারাপ হয়ে গেল। আমার প্রথম গাড়ি ছিল হুন্দাই একসেন্ট ২০০৩ মডেল ।মাত্র ৮৭ হাজার মাইল। মাত্র ২ লাখ ৪০ হাজার টাকায় কিনেছিলাম। দুর্ঘটনায় ভেঙ্গে চুরে যাবার পর আর কেনা হয়নি।