![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রান্সপোর্ট এর বেবসা শুরু করতে চাই। আইডিয়া আছে অনেক গুলো।
০১. ৫ বা ১০ টন ট্রাক কিনবো। ৬ লাখ টাকা ডাউন পেমেন্ট, ৪ লাখ টাকা বডি। আর বাকি ২৪ লাখ ব্যাংক লোণ। মাসিক কিস্তি হবে ৬০০০০ টাকা, ৩ বছর মেয়াদি। নরমালি, মাসে ৯০০০০ টাকা আসে।
০২. টয়োটা এক্স করলা কিনবো ৬ লাখ টাকা ডাউন পেমেন্ট,২০০০০ টাকা মাসিক কিস্তি, ৫ বছর কিস্তি। মাসিক ভাড়া পাবো ৩৮০০০।
০৩. টয়োটা হাই-এস ১২ সীটের মাইক্র বাস, ৬ লাখ টাকা ডাউন পেমেন্ট, ৩৫০০০ টাকা মাসিক কিস্তি, ৫ বছর এর জন্য। মাসিক ভাড়া ৫৮০০০ টাকা।
আমার কাছে টাকা আছে ১৫ লাখ এর মত। কোনটায় ঝুকি কম জানাবেন প্লিজ। আর এইখান থেকে ইনকাম হইলে পার্সোনাল গাড়ি কিনবো
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮
সৌমিক জামান বলেছেন: ভাই রিক্সা কিনতে গেলে ৪৫০০০ টাকা লাগে রিক্সা এর পারমিসন বের করতে
২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬
জয় বাবা ভোলানাথ বলেছেন: ট্রান্সপোর্ট এর বেবসা মানেই বিশাল ঝুকি
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৮
সৌমিক জামান বলেছেন: আপনার কাছে অন্য কোন আইডিয়া আছে?
৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:২৬
অস্থির পোলাপাইন বলেছেন: ভালো ড্রাইভার, ভালো নলেজ গাড়ী সমর্পকে, আর রাফ এন টাফ হৈতে পারলে ট্রান্সপোর্ট ব্যাবসা আপনার জন্যই
কয়েকটা জিনিস অবশ্যই দরকার:
এলাকার হেডাম, প্রশাসনে লোক (পুলিশে) এবং অবশ্যই অনেক নিচু ক্যাটাগরীর লোক এর সাথে কাজ করার মানষিকতা। লোকজন এর সাথে ভালো লিংক তো অবশ্যই, মনে করেন গাড়ি ফেনীতে অন্য গাড়ীরে লাগায় দিছে হয় প্রশাসনের কেউ গেলে ছাড়বো নাইলে স্হানীয় কোনো হেডাম ছাড়াইতে পাড়বো আপনাকে সাহায্য করবে এইরকম কেও থাাকা আবশ্যক যেহেতু ব্যাবসায় নামবেন চিন্তা করছেন সেহেতু এইসবও নিশ্চই মাথায় রাখছেন সো দেখেন কি করবেন
৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৬
নীল জানালা বলেছেন: ১৫ লাখ যেই কাজ কৈরা কামাইসেন ঐ কাজটাই কন্টিনিউ করেন। ট্রান্সপোর্টের ব্যাবসা খারাপ হৈতোনা যদি হরতালে গাড়ি ভাংগার রেওয়াজটা না থাকতো। আমাদের দুই নেত্রীর এক জনরেও কোনদিন দেখা গেলোনা তাদের নিজ নিজ দলের কর্মী-সমর্থকদের হরতালের সময় নাশকতামূলক অপকর্ম থেইকা বিরত থাকার আহবান করতে। খালি একজন আরেক জনের কর্মী-সমর্থকদের সমালোচনা করে। এতে যে সহিংসতা আরো বাড়ে এই জ্ঞানটা উনাদের নাই।
২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৯
সৌমিক জামান বলেছেন: ওইটা বাপের টাকা, আমার না
৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১০
নতুন বলেছেন: আমাদের ৩টা ট্রাক আছে.... এই মাসে নতুন একটা আনবো....
ট্রাকের ব্যবসা করার পেছনে আমার যুক্তি হইলো....
৪টা গাড়ী তে আমি হয়তো নিট ১০হাজার করে মাসে ৪০হাজার আয় হবে...
ট্রাকের ড্রাইভারেরা কিন্তু আপনাকে ৫০হাজার দিলে তারাও মাসে ৩০হাজার ঘরে নিয়ে যাবে.... আপনি যেহেতু রাস্তায় ওদের সাথে নাই... তাই ওদের কাছ থেকে ১০০% হিসাব বুঝে নিতে পারবেন না...
আর যদি গাড়ী দূঘটনায় পড়ে... তবে আপনাকেই সামাল দিতে হবে...
তাই আপনি যদি নিজে গাড়ী চালান তবেই ট্রাক নামাতে পারেন... নতুবা ১৫লক্ষটাকা নিয়ে অন্য ভাল আয়ের উতস না থাকলে ট্রাক ব্যবসা আপনার জন্য কস্টকর হবে...
২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১
সৌমিক জামান বলেছেন: আমি ছাত্র মানুষ।। আমি ক্যামনে চালামু? আর আপনি কিস্তি দেন কত?
৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩
নতুন বলেছেন: বিদ্র:- আমি বিদেশে কামলা দেই... ট্রাক আমার বাবা (চাকুরী করতেন বত`মানে অবসরে ) দেখাশুনা করেন... এক কাজিন ১টা চালায়..
৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৫২
নতুন বলেছেন: কিস্তি ২ বছরের... মনে হয় ১লক্ষ২০হাজার এর মতন..
আমার ৪টা দিয়া ১.২০ দেওয়া সমস্যা হবেনা...
কিন্তু আপনার জন্য বেশ রিক্সি হয়ে যাবে... কারন আপনি ৩০লক্ষটাকা দিয়া দিবেন ১জন ট্রাক ড্রাইভারের হাতে.... এতে আপনার নিয়ন্ত্রন একটা বড় সমস্যা... হবে...
ঐটা ওভারকাম করতে পারলে ট্রাকব্যবসা করতে পারেন... ( কিন্তু বত`মানে সত ট্রাকড্রাইভার পাওয়া খুবই কস্টকর...)
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
সৌমিক জামান বলেছেন: নিটোল নিলয় গ্রুপ বলল ৩৬ মাসের কিস্তি হলে ৬০,০০০ টাকা মাস। কিন্তু ৬ মাস পর পর যে ৬ টা টায়ার এ হালুম দিয়ে সব খাইব
৮| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
শুটকাভাই বলেছেন: আরামবাগ কিংবা ওয়ান্ডারার্স ক্লাবে গিয়া ওয়ানটেন খেলেন, এক মাসেই কোটিপতি হয়ে যাবেন।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
সৌমিক জামান বলেছেন: হে হে হে।রাস্তায় নাম্লে কি টেঁকা গুলা আপনে দিবেন?
৯| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০
মনুমনু বলেছেন: দাদারে মুরুব্বিগো কথা হইল উপদেশ---পাকাচুল যেই কথা কইসে-আমার কাছে পারফেক্ট লাগছে। তয় -ব্যাটারি রিকশা খারাপ না।-এর আবার হ্যাডামও্য়ালাদের পারমিশন লাগে। আমারও মাঝে মাঝে ইচ্ছা করে নামাই দেই ১০টা । বর্তমানে দাম ৭০হাজার*১০= ৭ লক্ষ টাকা। ডেইলি ৩০০ জমা --৩০০*১০=৩০০০ টাকা*৩০=৯০০০০( কথায় নব্বুই হাজার টাকা মাত্র) । ম্যাক্সিমাম খরচ-৩০ হাজার। বদারিং এর ভাবনা সব গাড়িতে সমান, বড় গাড়ি হলেই যে ঝামেলা কম, তা কিন্ত নয়।
তবে আপনার অপশন মতে - ২ নঙ টি আমার পছন্দ।
সাবধানতা :- দাদা যদি অবিবাহিত হন তইলে একটু প্রবলেম হইতে পারে--বিয়ার সময় মেয়ে পক্ষ জানব যে, জামাইর রিকশার ব্যবসা। এই ইস্যু যদি মানতে পারা যায়, এর চেয়ে আরাম কমই আছে।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
সৌমিক জামান বলেছেন: আরে কি যে কন না!টেঁকা থাকলে তারেক জিয়া-জয় ও মাইয়া দিব। আর আমি তো চুরি করতেসিনা। রিক্সা কেনা যায়, তবে সমস্যা হল লাইসেন্স নিয়া। ডিসিসি তে গেসিলাম, বলল হাজার ৫০ খরচ হইব এক একটা লাইসেন্স এ
১০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫
মনুমনু বলেছেন: ৫০ হাজার না দিয়া, লোকাল পাতিগুলারে ধরন যায়। শুনছি, মাসে সাতশত টাকার চুক্তি পার ব্যাটারি রিকশা বা ইজিবাইক। মাস শেষ তো ওগো দএয়া লাইসেন্স রিনিউ করন লাগে। আর উর্দিগো ওরাই ম্যানেজ করব।
১১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
হাসান তারেক বলেছেন: আউটসোসিং এর ব্যাবসা করেন।
১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:০৪
সৌমিক জামান বলেছেন: ভাই, কই থেকে শুরু করবো বুঝতে পারছি না
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
মোঃ আতিকুল হক তুহিন বলেছেন: ভাই ট্রানসপোর্টের ব্যবসা করে এমন অনেকে আছে লালে লাল হয়ে গেছে আবার এমন ভুড়ি ভুড়ি উদাহরণ আছে কোটি টাকা নিয়ে রাস্তায় ট্রানসপোর্ট নামিয়ে শেষপর্যন্ত নিজেই রাস্তায় নেমে গেছে শুধুমাত্র সঠিক পরিকল্পনা আর ভালভাবে তদারকির অভাবে।
যে ব্যবসাই করেন না কেন ভাই পূজিবাদী এই প্রগতিশীল বিশ্বে ব্যবসায় টিকে থাকতে প্রচুর মাথা খাটাতে হবে ।সেই ধারাবাহিকতায় ট্রানসপোর্টের ব্যবসা করতে গেলেও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে।ট্রানসপোর্টের ড্রাইভারগুলো খুব একটা সৎ হয় না এই নির্মম সত্য আপনাকে মানতে হবে।হাতেগোনা কয়েকজন ব্যতিক্রম থাকতে পারে।অভিজ্ঞ ড্রাইভার রা প্রতিদিন চোর বাটপার থেকে শুরু করে সৎ মানুষজন পর্যন্ত বিভিন্ন ক্লাসের যাত্রীদেরকে কাছ থেকে দেখে এবং আস্তে আস্তে তারা পাকনা লেভেলে চলে যায়। আগের সেই অনভিজ্ঞ সৎ,মাছুম ও নূরানি ড্রাইভার আর থাকে না।আর আপনি যেহেতু স্টুডেন্ট তাই এই ব্যপারে তদারকি করাটা কঠিন হবে।রাস্তায় আপনার গাড়ির একটা যন্ত্রাংশ নষ্ট হওয়ার পর ড্রাইভার তার পরিচিত গাড়ি মেরামতের দোকান ও পার্টস সেলিং শপে ৫ হাজার টাকা খরচ করে তাদেরকে বুঝিয়ে মানি রিসিটে ৮ হাজার লিখে নিয়ে আসবে।পার্টস সেলার শপগুলোও আগ্রহ সহকারে মানি রিসিটে জালিয়াতি করে থাকে কারণ পরবর্তীতে যেন ঐ ড্রাইভার আবার গাড়ি নিয়ে তাদের শপেই যায়।এমনকি ড্রাইভারদের নির্দিষ্ট একটা কমিশন পর্যন্ত দিয়ে থাকে।এগুলো হচ্ছে অজস্র জালিয়াতি ঘটনার মধ্যে ছোট একটা সাধারণ ঘটনা।এইভাবে আপনার কোনদিক থেকে যে কতটাকা খসিয়ে নিবে টেরও পাবেন না।
তার চাইতে বেটার ব্যাংক বা পোস্ট অফিসে টাকা টা রেখে দিয়ে পড়াশুনা করতে থাকুন।ট্রানসপোর্টের ব্যবসার তূলনায় প্রতিমাসে ইন্টারেস্ট একটু কম আসলেও টাকা টা অন্তত মাইর যাওয়ার টেনশন থাকবে না।আর আপনার যদি একান্তই ট্রানসপোর্টের ব্যবসায় নামার ইচ্ছা থাকে তাহলে সিএনজি কিনতে পারেন।বসে থেকে প্রতি সিএনজি থেকে প্রতিমাসে ১৫০০০ থেকে ১৮০০০ টাকা পাবেন।এক্ষেত্রেও কিন্তু ঝামেলা আছে।কয়েকদিন পরপরই পার্টস পাল্টানোর ঝামেলা তো আছেই সেইসাথে দূর্ঘটনায় ৫/৬ লক্ষ টাকার একটা সিএনজি জলে ফেলার মারাত্মক ঝুকি নিয়েই ব্যবসায় নামতে হবে। তারপরও যদি সিএনজি কিনে ভাড়া দিয়ে ব্যবসা করতে চান তাহলে সেগুলো আপনার এলাকার বিশ্বস্ত ও সৎ এমন কারও কাছে ভাড়া দিবেন যাকে/যাদেরকে আপনি ভালভাবে চেনেন এবং জানেন।
এখন বাকীটা আপনার ইচ্ছা।আমিও আপনার মতই একজন শিক্ষার্থী।সদ্য কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রেখেছি আর ট্রানসপোর্ট বা কোনো ধরনেই ব্যবসাতেই আমার অভিজ্ঞতা বা ভাল জ্ঞান নেই।তারপরও চারপাশে প্রতিনিয়ত শোনা সাধারণ ঘটনার আলোকে কমেন্টে বিষয়গুলো তুলে ধরলাম।তাই ভুল ভ্রান্তি থাকতে পারে।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:১৫
পাকাচুল বলেছেন: ২ লাখ টাকা দিয়ে আপনি ২০টা রিক্সা কিনেন।
প্রতি রিক্সায় ভাড়া দৈনিক ১০০ টাকা। দিনে আয় করবেন ২০০০ টাকা।
মাসে আয় করবেন ৬০,০০০ টাকা।