![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের মধ্যে হয়ত অনেকেই এই শীতে সেন্টমার্টিন ঘুরে এসেছেন। মিষ্টিতো খাওয়ালেন না, তাই জরিমানা হিসেবে আপনাদের কাছে এই ভ্রমন সংক্রান্ত কিছু তথ্য জানতে চাচ্ছি।
০১ ঢাকা থেকে কোন বাস টা সরাসরি টেকনাফ যায়? আমার প্লান শুধু সেন্টমার্টিন ঘোরা। আর ভাড়া কত? কতক্ষণ লাগতে পারে?
০২ টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে জাহাজে ভাড়া কত? কতক্ষণ লাগে যেতে?
০৩ আমার সেন্টমার্টিন এ ২ দিন থাকার প্লান আছে। সমুদ্রের পারেই কি হোটেল বা কটেজ পাওয়া যাবে যেটা থেকে সমুদ্র দেখা যায়? তাহলে ডাবল রুম এর ভাড়া কত হতে পারে(আমি একা যাব না, সাথে আমার ***ও যাবে ) ?
০৪ নিরাপত্তা বেবস্থা কেমন? মানে ফিটিং ধরে নাকি? রাতে বীচে হাটার প্লান আছে।
০৫ সেন্টমার্টিন থেকে ছেড়া দ্বীপ যাওয়ার মাধ্যম কি? আর ছেড়া দ্বীপ যাওয়ার উপযুক্ত সময় কখন? সকালে? নাকি বিকেলে?
০৬ খাওয়াদাওয়ার ব্যাপারে আপনাদের কোন পছন্দের হোটেল আছে?
০৭ আন্ডার ওয়াটার ডাইভ কি দেওয়া যায় সেন্টমার্টিন এ?
০৮ আমার প্লান বুধবার রাতে টেকনাফ এর বাসে উঠে বৃহস্পতি,শুক্র ঐখানে কাটিয়ে শনিবার টেকনাফ এসে রাতে ঢাকার বাসে উঠার।
০৯ বাজেট ১৫০০০/২০০০০ হবে কি?
বি দ্রঃ বাস ভাড়া, নৌকা ভাড়া, খাবার খরছ, হোটেল/কটেজ ভাড়া ১x২ ধরার জন্য অনুরধ করছি
ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৮
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৫৫
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৮:১৮
সৌমিক জামান বলেছেন: অশেষ ধন্যবাদ
৩| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৬
আঁধার রাত বলেছেন: শ্যামলী বাসে গিয়েছিলাম টেকনাফ কুতুবদিয়া ঘাটে নেমেছিলাম(কুতুবদিয়া জাহাজের টিকিট ছিল)। ঢাকা থেকে বাস ভাড়া থেকে ৯০০ টাকা। টেকনাফ থেকে জাহাজ ভাড়া ৫৫০ টাকা যাওয়া আসা দুই টাই করা যায়।(ঢাকা থেকেই জাহাজের টিকিট কেনা উত্তম)। কুতুবদিয়া ঘাটে নেমে কাউন্টারে টিকিট দিয়ে টোকেন নিয়ে জাহাজে উঠবেন। এক সপ্তাহের ভেতর আপনি যেকোন দিন ফিরতে পারেন। তবে ফেরার দিন টোকেনে উল্লেখ থাকে। জাহাজ ছাড়ার সময় সকাল সাড়ে ৯ টা। সাড়ে বারটা পোনে একটার দিকে জাহাজ থামবে। আগের দিন ইউসুফকে ফোন দেবেন এই নাম্বরে ০১৮২৫৬৫১৭৮২ হোটেল আইল্যান্ড প্রাসাদের দুই বেডের এই রকম রুমটা আপনে পাবেন মাত্র ৪০০/= টাকায়(ছবিটা আপলোড করার চেষ্টা করছি)। অন্য যা কিছু লাগবে ভেজা, শুকনা, দানা, পানি শুধু ইউসুফের কাছে বিষয়টা উপস্থাপন করবেন কোন দু’নম্বরি ছাড়াই এনে দেবে। খাওয়া দাওয়ার জন্য খাওয়ার দোকান আছে প্রচুর আপনি কত টাকায় খাবেন তার উপরে নির্ভর করবে আপনি কোথাই খাবেন। ৭০ টাকায় মাছ ভাত খেতে পারবেন আবার একটা কোরাল মাছের বার বি কিউ খাইতে সব মিলায়ে ১৬০০ টাকা লাগবে। পকেট বুঝে ব্যয় করুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পরেটা ডিম ডাল দিয়ে নাস্তা করে জাহাজ ঘাটে গিয়ে উঠে বসুন ট্রলারে বা লাইফবোর্ডে বা স্প্রীড বোর্ডে ছেঁড়া দ্বীপের উদ্দেশ্যে ট্রলার ১২০ টাকা, লাইফবোর্ড ২০০ টাকা স্প্রীড বোর্ডের দাম জিঙ্গাসা করা হয় নাই। দল ভারী হলে লাইফবোর্ড পুরাটা ভাড়া নিতে পারেন জন প্রতি ২০০ টাকার বেশী পড়বে না। নামার সময় বোটের মাঝিকে নাম্বর দিয়ে যাবেন নিজেই নাম্বার নিয়ে নিবেন। বেড়াতে গিয়ে তো দেরী হতেই পারে তাই। যাওয়া আসা সহই এ ভাড়া। তেমন কিছু কেনার নাই সেখানে। দোকান গুলো সবই সিন্ডিকেট করা। কেউ দরদাম করে না। যা দাম চাই তাই বেচে। নিলে নেন না নিলে না নেন। না কেনায় ভাল। কিন্তু বেড়াতে এসে প্রিয় জনের জন্য কিছু কিনতে চাইলে বার্মিস চকলেট আচার কিনতে পারেন তবে না খেয়ে কেনা উচিত হবে না।
২৫ শে মার্চ, ২০১৪ রাত ৩:৪১
সৌমিক জামান বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬
আঁধার রাত বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/178855/small/?token_id=8bff750bf866ea745cba6d90858a1362
পেছনের এই রুম (ডাবল বেড) ৪০০ টাকা ভাড়া।
রিসোট আছে । বউ বা হাফ বৌ না থাকলে বন্ধু বান্ধব ছাড়া রিসোট নিজের জন্য হলে পছন্দ করি না খরচের ভয়ে।
২৫ শে মার্চ, ২০১৪ রাত ৩:৪২
সৌমিক জামান বলেছেন: ভাই, হাফ বউ
৫| ২৪ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:১০
আঁধার রাত বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:৫০
বিদ্রোহী বীর বলেছেন: http://www.saintmartinservice.com/index.php
এখান থেকে কিছু তথ্য পাবেন আশা করি