![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'ভুল’ বানান লিখতে ভুল করে ‘ভূল’ লিখে ফেলেন এমন অনেকেই আছেন। কেউ কেউ আছেন ঠিক ঠাউর করতে পারেন না ভুল নাকি ভূল কোনটা সঠিক হবে। তাদের বিভ্রান্তি দূর করার কোন উপায় বোধ করি জানা নাই। স্কুলে থাকতে আমার এক বন্ধু ছিলো, সে ইংরেজি জেন্ডার পরিবর্তন করতে বললেই ভয় পেত। না, ভুল ভাবছেন সে সব পারত কিন্তু Masculine এবং Feminine এর চক্করে পড়ে তার মাথা আউলা হয়ে যেত। মানে Masculine অর্থ পুরুষবাচক না স্ত্রীবাচক সেটাই তার মনে থাকতো না।
“এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে।”-এই দেয়াল লেখাটি দেখেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুরুহ হবে। এটি সম্ভবত অন্যতম পুরাতন একটি দেয়াল লিখন। আমার স্কুলের বাংলা শিক্ষক এর কাছে একটা গল্পো শুনেছিলাম, সম্ভবত আপনারাও জানেন। সেখানে লেখাটা এভাবে ছিলো “এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে।” (,) চিহ্ন যথোপযুক্ত স্থানে ব্যবহার না করায় পুরো নিদের্শটাই পরিবর্তন হয়ে গেছে। গতকাল বাইরে বের হয়ে লেখাটি আবারো চোখে পড়লো একটি দেয়ালে তবে বানান গুলো এমন-“এখানে পিষ্যাব করবেন না কড়লে ৫০০টাকা জোড়িপানা।”
এবার আমার কথা বলি, ‘বর’ এবং ‘কনে’ শব্দ দুটোর ইংরেজি প্রতিশব্দ Bride ও Bridegroom। অনেক পড়েছি, মাঝে মাঝে মুখস্ত করতেও চেয়েছি।কিন্তু কোনটা বর আর কো্নটা কনে তা গুলিয়ে ফেলি। এই মুহূর্তেও যেমন মনে পড়ছে না।ব্যাচেলর লাইফে বোধ করি আর পারবো না। আর বানান ভুল আমার লেখার প্রতি শব্দের চেয়ে বোধ করি একটা বেশি থাকে। আমার পিতা অনেক অক্লান্ত পরিশ্রম করার পর উপলব্ধি করতে পেরছেন তার সন্তান কে দিয়ে শুদ্ধ লেখানোর প্রচেষ্টা শুধুই পণ্ডশ্রম।
ভুল’ বানান লিখতে ভুল করে ‘ভূল’ লিখে ফেলেন এমন অনেকেই আছেন। কেউ কেউ আছেন ঠিক ঠাউর করতে পারেন না ভুল নাকি ভূল কোনটা সঠিক হবে। তাদের বিভ্রান্তি দূর করার কোন উপায় বোধ করি জানা নাই। স্কুলে থাকতে আমার এক বন্ধু ছিলো, সে ইংরেজি জেন্ডার পরিবর্তন করতে বললেই ভয় পেত। না, ভুল ভাবছেন সে সব পারত কিন্তু Masculine এবং Feminine এর চক্করে পড়ে তার মাথা আউলা হয়ে যেত। মানে Masculine অর্থ পুরুষবাচক না স্ত্রীবাচক সেটাই তার মনে থাকতো না।
“এখানে প্রস্রাব করিবেন না, করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে।”-এই দেয়াল লেখাটি দেখেন নি এমন মানুষ খুঁজে পাওয়া দুরুহ হবে। এটি সম্ভবত অন্যতম পুরাতন একটি দেয়াল লিখন। আমার স্কুলের বাংলা শিক্ষক এর কাছে একটা গল্পো শুনেছিলাম, সম্ভবত আপনারাও জানেন। সেখানে লেখাটা এভাবে ছিলো “এখানে প্রস্রাব করিবেন, না করিলে ৫০টাকা জরিমানা প্রদান করিতে হবে।” (,) চিহ্ন যথোপযুক্ত স্থানে ব্যবহার না করায় পুরো নিদের্শটাই পরিবর্তন হয়ে গেছে। গতকাল বাইরে বের হয়ে লেখাটি আবারো চোখে পড়লো একটি দেয়ালে তবে বানান গুলো এমন-“এখানে পিষ্যাব করবেন না কড়লে ৫০০টাকা জোড়িপানা।”
এবার আমার কথা বলি, ‘বর’ এবং ‘কনে’ শব্দ দুটোর ইংরেজি প্রতিশব্দ Bride ও Bridegroom। অনেক পড়েছি, মাঝে মাঝে মুখস্ত করতেও চেয়েছি।কিন্তু কোনটা বর আর কো্নটা কনে তা গুলিয়ে ফেলি। এই মুহূর্তেও যেমন মনে পড়ছে না।ব্যাচেলর লাইফে বোধ করি আর পারবো না। আর বানান ভুল আমার লেখার প্রতি শব্দের চেয়ে বোধ করি একটা বেশি থাকে। আমার পিতা অনেক অক্লান্ত পরিশ্রম করার পর উপলব্ধি করতে পেরছেন তার সন্তান কে দিয়ে শুদ্ধ লেখানোর প্রচেষ্টা শুধুই পণ্ডশ্রম।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৯
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: জীবন টাই ভুল
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:০০
মুছাব্বির বলেছেন: ভুলে না ভূলে রি-পোস্ট দিছি মনে নাই!
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমরা অনেকেই ভূল বানানটা ভূল করে ভুল লিখে ফেলি।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২
আহসান হাবিব শিমুল বলেছেন: একই লেখা ভুলে দুইবার পেষ্ট করছেন।একটা মুছে দেন।খালি "groom"
-এর বাংলা প্রতিশব্দ ঝাঁটা।"ঝাঁটা"র ব্যবহার রমণীরা ভালোই জানেন।
তাইলে bridegroom -এর ঝাঁটার কাজ bride কে সোজা রাখা।
আশাকরি, এরপর থেকে আর ভুল হবেনা।