নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

মাহবুবুল আজাদ

আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে [email protected]

মাহবুবুল আজাদ › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা দেখি শুধু ,পূর্ণতার অপেক্ষা

২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮





কাব্য ভাষা তোমার মিছে হবেনা,সেথায় হোক ছন্দের অমিল

না ই বা হল সনেট আর হোক ছয়,আট চরনের গরমিল।

মন যেথায় মনকে আকে,সেথায় অঙ্ক আর অন্তরায় ভুল

কি আসে যায় তাতে।

সাগরের বুকে হাজার জোয়ারের খেলা,তীরের মাঝেই শেষ বেলা।

নদীর শুরু হোক পাহাড়ের কোল বা ঝরনা ধারা,হল-ই বা হিমাবহে,

সাগর যে শেষ ঠিকানা।

আকাশে রাখো চোখ মিছে কারো ডাকে পিছু ফিরে চেওনা,

যে যাই বলুক পথ ছেড়ো না।

সামনে যে আমার অসীম ভালবাসা নতুন ফুলের চারা হয়ে

তোমার পথ চলার,সারা পথ জুড়ে আছে,

তুমি হাটবে আর এক এক ফুল ফুটবে,

এই পথ ভুলে অন্য পথে যেওনা,আমি রব ঠিকই,

কত হৃদয়ভাঙা যাবে,আরও কতকে,তুমি ত নও।

মরুর মত শূন্য পড়ে রব,তোমার মত একটা বৃক্ষের আশায়,

নয়ত চাঁদ হয়ে থেকো তুমি,আমি সাথী হব হাজার তারায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৪

রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ

২৭ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২২

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল +

২| ২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০১

ফুরামন ২ বলেছেন: আমি একদিন অনেক বড় হব আমার সীমানা ছাড়িয়ে

+++
আপনি বড় হওয়ার অপেক্ষায় থাকেন। এই ফাঁকে আমিও বড় হয়ে যাই।

২৭ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৭

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই বড় হওয়ার পর যোগাযোগ কইরেন।দেখা করমুনে।

৩| ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২১

ডলুপূত্র বলেছেন: Click This Link

১৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: দেখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.