নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

৮৩১আবীর১৯৮৩

৮৩১আবীর১৯৮৩ › বিস্তারিত পোস্টঃ

খোলা নৌকা (পর্ব:১)

১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৯

অনুবাদ : সুমাইয়া আরিফ


আটলা‌ন্টি‌কের উত্তাল সমুদ্রপ‌থে ছোট জীবনরক্ষাকারী নৌকা‌টি ঢেউ থে‌কে ঢেউ‌য়ে লাফি‌য়ে লা‌ফি‌য়ে চল‌ছিল।‌নৌকার চারজন লোক আকাশ দেখ‌তে পার‌ছিল না। অনেক উচু উচু ঢেউ উঠ‌ছিল।


উন্মুক্ত নৌকা‌টি‌কে সাদা মাথার ঢেউগু‌লো ক্রুদ্ধ উদ্দামতায় ধাক্কা দি‌চ্ছিল ।প্রত্যেকটি ঢেউকে সবাই ভাবল এটাই হয়ত তার জীব‌নের শেষ ঢেউ।‌নি‌শ্চিত ভা‌বে, নৌকা‌টি উল্টে যা‌বে এবং‌ সে ঢু‌বে যা‌বে।‌লোকগু‌লো ভাবল, যে নৌকা‌টি‌তে তারা ভে‌সে ছিল তার চে‌য়ে একজন প্রাপ্ত বয়স্ক লো‌কের বাথটব অনেক বড় হয় ।‌ঢেউ অনেক ছিল এবং প্রত্যেকটি নৌকার গ‌তিপথ নিদর্শ‌নে সমস্যা সৃ‌ষ্টি কর‌ছিল।




জাহাজ ডুবার পর থে‌কে, দুই দিন যাবৎ চার জন লোক ডাঙ্গায় পৌছার জন্য সংগ্রাম ক‌রে যা‌চ্ছিল। কিন্তু কোন ডাঙ্গার দেখাই মিল‌ছিল না। সবাই দেখ‌ছিল কিভা‌বে হিংস্র ঢেউগু‌লো উচু‌তে উঠ‌ছিল এবং নিচু হ‌য়ে তীব্রভা‌বে ত‌দের দি‌কে ধে‌য়ে আস‌ছিল।

নৌকায় ব‌সে লোকগু‌লো হতাশ হ‌য়ে ভাবছে, য‌দি তা‌দের বাচার কোন আশা থা‌কে। জাহা‌জের রাধু‌নী নৌকার পাদদেশে ব‌সেছিল। সে প‌নের সে‌ন্টি‌মিটার পর্যন্ত নজর রাখ‌ছিল যা তা‌কে সমুদ্র থে‌কে আলাদা ক‌রে দি‌য়ে‌ছিল।

নৌকা‌টির শুধু দু‌টি দাড় ছিল।‌সেগু‌লো এতই সরু ছিল যে ঢেউ‌য়ের প্রতিকূলে সেগু‌লো ভে‌ঙ্গেই যা‌বে ম‌নে হ‌চ্ছিল।না‌বিক বি‌লি একটা দাড় দি‌য়ে নৌকার দিক নিয়ন্ত্রন কর‌ছিল। সংবাদপ‌ত্রের প্রতিবেদক অপর দাড়‌টি টান‌ছিল। সে বি‌স্মিত ছিল কিভা‌বে সে নৌকা‌তে এল।

চতুর্থ জন ছিল ডু‌বে যাওয়া জাহাজ‌টির অধিনায়ক।‌ সে ছোট নৌকা‌টির সম্মু‌খে শু‌য়ে‌ছিল। জাহাজ ডু‌বে যাওয়ার সময় তার হাত এবং পা ক্ষত হ‌য়ে‌ছিল।অধিনায়‌কের মুখ‌টি বিষণ্ন ছিল। সে তার জাহাজ ও অসংখ্য না‌বিক হা‌রি‌য়ে‌ছিল। কিন্তু সে সতর্কভা‌বে নজর রাখ‌ছিল ও বি‌লি‌কে নি‌র্দে শ দি‌চ্ছিল যখন সে নৌকা ঘোরা‌চ্ছিল।

আরেকটু দ‌ক্ষি‌ণে ঘোরাও বি‌লি",‌ সে বলল।

"আরেকটু দ‌ক্ষি‌ণে স্যার", বি‌লি জবাব দিল।

নৌকা‌টি‌তে ব‌সে থাকাটা ছিল ক্ষ্যপা ঘোড়ার উপর ব‌সে থাকার মত।প্রত্যেকটি ঢেউ আস‌ছিল আর নৌকা‌টি একবার উচু‌তে উঠ‌ছিল, আবার প‌ড়ে যা‌চ্ছিল, ঠিক যেন ঘোড়ার উচু উচু বেড়া ডি‌ঙ্গি‌য়ে লা‌ফি‌য়ে চলার মত। সমস্যা এমন ছিল যে,য‌দি এক‌টি ঢেউ সফলভাবে ব‌য়ে যায়,ত‌বে তু‌মি দেখ‌বে এর পিছ‌নে আরও শ‌ক্তিশালী আরেক‌টি প্রস্তুত তোমার নৌকা‌টি‌কে ডু‌বি‌য়ে দেওয়ার জন্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

আরণ্যক রাখাল বলেছেন: সুমাইয়া আরিফ কে?

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩১

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: তিনি তাকে প্রকাশ করতে চান না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.