![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেলায় হারিয়ে দিন
সন্ধ্যার সায়াহ্নে পড়ে
একেলা আমি।
কাব্যের কল্পলোকে সুখ
ধরা দেয় না
অবশেষে মৃত্যপুরীর ঘুম।
বুঝেও বুঝিনা কেন
তোমাদেরই আমি
দুনিয়ার দোলাচালে।
রঙিন রবি মুছে গেলে
হতাশ হয়ে দেখি
কেউ নেই পাশে।
তবু মিথ্যা আশার গুড়েবালি
আমার কল্পনায় ভাসে।
©somewhere in net ltd.