নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর মনের,,সুন্দর ভাষা

স্বপ্ন দিশারী

নিজের সম্পর্ক লিখতে ভালো লাগছে না। আগে লাগুগ তার পর লিখবো।

স্বপ্ন দিশারী › বিস্তারিত পোস্টঃ

পাগলি আমার,,,,,,,,

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

আমার একটা পাগলি আছে
মিষ্টি করে হাসে,
পাগল আমার মনটা তাকে
ভীষন ভালবাসে,
একটু যদি রাগি আমি
কষ্টে তারই মুখ, লাল
হয়ে যায় ভীষন রকম
কাঁপে আমার বুক !
ভীষন রকম অভিমানী আমার সোনাপাখি,
দাও বলে দাও ওহে মন তারে কোথায় রাখি?
লজ্জা পেলে পাগলি যেন লজ্জাবতীর পাতা,
পাগলির সাথে আমার জীবন একই সূতোয় গাথা !
পাগলি আমার অনেক আপন আমার হীরামনী,
প্রতিটাদিন তাকে নিয়েই স্বপ্নেরই জাল বুনী
অভিমানের ঝরনাধারা যেন পাগলির চোখ,
একটু ভালবাসার ছোঁয়ায় কাঁপে তারই ঠোট !
হাজার রকম কল্পনা আর স্বপ্ন ওকেই ঘিরে,
আমরা যাচ্ছি প্রতিটিক্ষন স্বপ্নের পানে ধীরে !!
কেমন আছো মনা?



:-* স্বপ্ন দিশারী :-*

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১০

বিজন রয় বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.