নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের এক মুঠে বিশ্ব!

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর শ্রদ্ধেয় আলাউদ্দীন স্যার আমার যে পোস্টটি নিয়ে প্রিয় ছাত্র আবদুর রব শরীফ লিখেছেন বলে ফেসবুকে পোস্ট করেছিলেন সেটি আমি বাথরুমে বসে লিখেছিলাম!
.
বড় বড় স্যারদের সাথে কথা বলতে আমার ভয় ভয় লাগে তাই স্যারের সাথে আমার কখনো কথা হয়নি!
.
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, বাথরুমে গেলো যে কেউ শিল্পী হয়ে যায় কারণ জগতের বিচিত্র আইডিয়া সব এসব টাইমে বের হয়!
.
তার চেয়ে বড় কথা যে আইডিয়া দিয়ে পৃথিবী এতো বেশী উন্নত সে আইডিয়াগুলো অধিকাংশ নাকি আড্ডার মধ্য থেকে এসেছে যতটুকু না বই রিচার্স গবেষণা থেকে এসেছে!
.
দৌড়ের মধ্য থাকলে চিন্তা শক্তি যতটা কাজ করে একা বসে থাকলে অথবা রিল্যাক্সে আড্ডা দিলে তার চেয়ে অনেকগুণ বেশী কাজ করে! সুতরাং অবসর অনেক প্রয়োজনীয় জিনিস!
.
অর্থনীতিবিদ সাবেক বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রফেসর মঈনুল ইসলাম স্যারের সাথেও আমার কখনো কথা হয়নি! এতো বড় মানুষদের সাথে কথা বলার মতো বুকের পাঠা আমার নেই!
.
অর্থনীতির আরেকজন প্রফেসর আমার ফেসবুক ফ্রেন্ড বাবাকে আমার ব্যাপারে কি কি বলেছিলেন! বাবা তো বড্ড খুশি!
.
পরিসংখ্যান বিভাগের প্রফেসর এবং নতুন ফিজিক্যাল সায়েন্স এন্ড স্পোর্টস অনুষদের চেয়ারম্যান দেওয়ান হাসনাত রকিব স্যারের সাথেও আমার কখনো কথা হয়নি হবে ফেসবুকে লেখার মান উন্নত করার ব্যাপারে স্যার নিজের মূল্যবান সময় নষ্ট করে আমাকে অনেক অনুপ্রেরণা দেয়!
.
স্যার আমাকে বলেছিলেন তোমরা খুব ভগ্যবান প্রজন্ম কারণ তোমরা একটা প্লাটফর্ম পেয়েছো! কঠিন বাস্তব কথা!
.
পৃথিবীর অনেক ধ্যান ধারণা পাল্টে গেছে! সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, গাছ তলায় বসে অফিস করলে অফিসে বসে কাজ করার থেকে ৩০% বেশী দক্ষতা বাড়ে!
.
আইসিটি আমাদের এখন এই সুযোগগুলো দিয়েছে! চাইলে নজরুলের বিদ্রোহী কবিতার সেকেন্ড ভার্সন লিখে পুরো দেশে ছড়িয়ে দেওয়া এখন দুই মিনিটের ব্যাপার!
.
আমার জীবনের একটা গল্প বলি,
.
২০০৬/২০০৭ সালে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম তখন আমার ক্যাম্পাস নামক একটি রঙ্গিন ট্যাবলয়েডের সহ সম্পাদক ছিলাম! সম্পাদক মুসলিম আজাদ 'আন্তর্জাতিক বার্তা সংস্থা(আবাস) এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিলেন!
.
ভাইকে দেখতাম কোন গুরুত্বপূর্ণ নিউজ করে সে নিউজ জরুরী ভিত্তিতে ৫০০ টাকা রিজার্ভ সিএনজি ভাড়া করে বার্তা কক্ষে পৌঁছিয়ে দিতে হতো! সময় শ্রম টাকা সব সেক্রিপাইস করে!
.
আর এখন ইন্টারনেটে সুবাদে এক ক্লিক যার পরিধি এক সেকেন্ডও না তার মধ্যে পৌঁছে যাচ্ছে প্রাপকের কাছে!
.
সে কথা বাদ দিলাম চার পাঁচটা একুশের বইয়ে আমি গল্প দিয়েছি শুয়ে শুয়ে পায়ের উপর পা তুলে এক ক্লিকের মাধ্যমে মেইল করে!
.
আর কেমন প্লাটফর্ম চাই আমাদের? রাকিব স্যারের সুরে আমিও বলতে চাই, আমরা সত্যি সত্যি ভাগ্যবান একটা প্রজন্ম! তবে...........!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২২

আহমেদ জী এস বলেছেন: আবদুর রব শরীফ ,




আমিও বসে বসে ঠ্যাং দুলিয়ে , এক ক্লিকে এটা পৌঁছে দিলুম আপনাকে ........... :(

২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.