নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

বিসিএস ফেইল

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬

শালার একটা পিয়নের পদে চাকরিতে আবেদন করতে হলেও এখন অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাশ লাগে সেখানে প্রধানমন্ত্রী/ বিরোধিদলনেত্রী/মন্ত্রী/রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন যোগ্যতা বাধ্যতামূলক নয়!
.
নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের মধ্যে অন্তত ৭ শতাংশ প্রার্থী ছিলেন যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও তার কম এবং মাত্র সাতজন প্রার্থী ছিলেন যারা পিএইচডি করেছিলেন!
.
সালাহ উদ্দীন কাদের চৌধুরী যদিও শিক্ষাগত যোগ্যতার স্থানে লিখেছিলেন 'নাই' :p
.
অন্যদের কথা কি বলবো আমার সন্দ্বীপের প্রাক্তন এক এমপি সংসদে গিয়ে বলেছিলেন, মাননীয় হাসপাতাল আমার একটা স্পিকার চাই! স্পিকার সতর্ক করার পরও আরো জোরে বলেছিলেন, মাননীয় হাসপাতাল আমার একটা স্পিকার চাই!
.
স্পিকার কি উত্তর করেছিলো জানি না তবে স্পিকারের জায়গায় আমি হলে উত্তর করতাম, মাননীয় স্পিকারকে চাওয়া লাগবে না সে চাওয়ার আগেই আপনার সামনে হাজির!
.
তো এক গণতান্ত্রিক পরিবারে পরিবার পরিকল্পনা আপা গিয়ে জিজ্ঞেস করলো আপনাদের সাতটা সন্তান! দুটি কেনো নয়! আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমার সংশয় হয়!
.
সাত সন্তানের বাবাকে জিজ্ঞেস করলো আপনার শিক্ষাগত যোগ্যতা কি? সে বললো, 'এফ.এস.সি'
.
এবার মাকে ডেকে জিজ্ঞেস করলো, আপনার? মা বললো, 'এম.এস.সি'
.
তাদের বড় ছেলেকে ডেকে জিজ্ঞেস করলো আপনি? সে বললো, 'বি.এস.সি'
.
পরিকল্পনা আফা এবার চোখ বড় বড় করে বললেন, এতো সুন্দর শিক্ষিত পরিবার হয়ে আপনারা পরিবার পরিকল্পনা সম্বন্ধে একবারও ভাবলেন না!
.
তখন তাদের আরেক ছেলে বলে উঠলো,
.
F.S.C মানে Father of seven children
,
M.S.C মানে Mother of seven children
,
B.S.C মানে Brother of seven children
.
সবকিছু নিয়ে কৌতুক করা ঠিক না! আসলে নামের পাশে ডিগ্রী থাকলে কেউ শিক্ষিত হয়ে যায় না! স্বশিক্ষিত বলে একটা শব্দ আছে!
.
এই কথাটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল পড়ুয়া চান্দুকে বুঝাচ্ছিলাম!
.
স্বশিক্ষিত বলে একটা কথা আছে! নিজে নিজে শিক্ষিত! ওদের কোন ফাস্ট ক্লাস লাগে না!
.
সেটা শুনে সে আমাকে উল্টো প্রশ্ন করলো,
'তাহলে স্বশিক্ষিতরা বিসিএসে অংশ গ্রহণ করতে পারে না কেনো!'
.
আরও একটি প্রশ্ন থেকে যায়,
'তিনটা থার্ড ক্লাশ কিংবা বার বার ফেইল করা ছাত্রটিও তো স্বশিক্ষিত হতে পারে!'
.
স্বশিক্ষিতদের কি দেশের আমলা হওয়ার যোগ্যতা নেই!
.
যাদের আমলা হওয়ার যোগ্যতা নেই তারা কিভাবে এমপি মন্ত্রী হবেন!
.
চান্দু কথাগুলো ভাবতে ভাবতে আমার ব্রেনে 'আমলাতান্ত্রিক জটিলতা' লেগে গেছে! তাই তো আমি পয়ত্রিশতম বিসিএস ফেইল!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

প্রামানিক বলেছেন: দারুণ

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

আবদুর রব শরীফ বলেছেন: কৃতজ্ঞতা

২| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১২

Al Rajbari বলেছেন: অবশেষে হাসিই পেল। :D

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৮

আবদুর রব শরীফ বলেছেন: হাসিতে হার্টে পাবে মুক্তি

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসাহাসির কিছু নেই।
এই রিপাবলিকে জনগন প্রজা নয়। জনগণই দেশের মালিক।

যারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের জনসেবামুলোক মনভাবাপন্ন দায়িত্ববোধ দেখে, তাদের পক্ষে সবসময় যারা বেশি থাকবে তাদেরকেই নির্বাচিত করবে।
শিক্ষা প্রয়োজনীয় নিঃসন্দেহে। তারচেয়ে বেশী প্রয়োজন সেবামুলক মনভাব। সেটা থাকলেই তারা সব সেক্টরে দক্ষ শিক্ষিত লোক নিয়োগ করতে পারবে।

১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৩

আবদুর রব শরীফ বলেছেন: দারুণ বলেছেন

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার লেখার ভঙ্গিটা একেবারে ভিন্ন।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

আরাফআহনাফ বলেছেন: "প্রধানমন্ত্রী/ বিরোধিদলনেত্রী/মন্ত্রী/রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন যোগ্যতা বাধ্যতামূলক নয়!"
বিসিএস ফেইলের এতো সুবোধ থাকতে নেই!! ! ! (সুবোধ আর সুনীতিহীন এদেশে)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.