নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

হৃদয়ে শিল্পী মাহফুজুর রহমান

২৭ শে মে, ২০২০ সকাল ১১:০৭



বাঙ্গালী দাঁত থাকতে স্যারের মর্যাদা বুঝে না ৷
.
তবুও শিল্পী মাহফুজুর রহমান আমি তোমাদেরই গান শোনাবো তোমাদেরই মন ভরাবো শিল্পী হয়ে তোমাদেরই মাঝে চিরদিন আমি রবো শিল্পী আমি...! জাত শিল্পীরা এমনি ৷
.
একজন সব্যসাচী, স্বভাবজাত শিল্পী, শিল্পের অনুরাগী এমন মানুষ আসলে হাজার বছরে তেমন একটা খুব বেশী দেখা যায় না,
.
এদিকে তোমরা ভাবো জেমসের মতো চিল্লাইলে গান, আমরা ভাবি, মাহফুজুর রহমান স্যার, আপনি গেয়ে যান ৷
.
সত্যি বলতে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম স্যারের গান, সেদিন থেকে মাহফুজুর রহমান ই জীবন, স্যার ই আমার প্রাণ, আমার মায়ের আদেশ স্যারের মতো গাইতে হবে গান...!
.
প্রতিভার কদর নেই বাংলাদেশে, ইন্ডিয়াতে জন্মালে মাহফুজুর রহমান স্যার আজকে এআর রহমান হতে পারতো, বাংলাদেশে জন্মে কেবলি ট্রল হয়েছে ৷
.
বলতেই হয়, যে দেশে গুনীর কদর নেই সেই দেশে শিল্পী মাহফুজুর রহমান স্যার জন্মাতে পারেন না, তবুও ভাগ্য আর আশীর্বাদে জন্মেছিলো ৷
.
সিরিয়াসলি বলছি, মাহফুজুর রহমানের গান যারা লাইক করে না আসলে তারা জেলাস্ নয়তো সুর তাল লয় বুঝে না ৷ আবারো সত্যি বলতে স্যার, এ আর রহমান লেভেলের একজন শিল্পী ৷
.
মাহফুজুর রহমানের গান শুনে যার ভালো লাগেনি সে কখনো প্রকৃত প্রেমে পরেনি কিংবা কোন ললনা তার হৃদয় ভেঙ্গে চুরমার করে যায়নি তাই তার আবেগ উতলে উঠে না...! স্যারের গানে আমি বুক ফাঁটা আর্তনাদ দেখেছি..!
.
প্রতি ঈদে রাত দশটায় মাহফুজুর রহমান স্যার আসেন, হাত নাড়েন, গান গেয়ে, বরাবরের মতো হৃদয় জয় করে সাথে করে নিয়ে যাচ্ছেন, যাবেন, গিয়েছিলেন ৷
.
যদি কোনদিন গানের পাখি, কোকিল কন্ঠী, সুরের সাধক স্যার অভিমানে গান বন্ধ করে দেন্, সেদিন তোমরা বুঝবে, কি হারিয়েছি আমরা ৷
.
চিরদিনই স্যার যে আমার, যুগে যুগে স্যার আমাদেরই || আমরা আছি, সেই যে তোমার, তুমি আছো সেই আমাদের ই। সঙ্গী, সঙ্গী, আমরা তোমার অমর সঙ্গী। 

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:১৪

বিষন্ন পথিক বলেছেন: এবারো গাইসে নাকি?
এত মানুষের করোনা হয়....

২| ২৭ শে মে, ২০২০ সকাল ১১:২৭

রাশিয়া বলেছেন: এনার গান শুনে এখন মানুষ ইভা রহমানের প্রতিভার মূল্যায়ন করতে পারছে। এই গুনী শিল্পীর আগমনে আরেক গুনী ইভা রহমান হারিয়ে গেল - এটাই দুঃখ

৩| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: গান গাক। সমস্যা কি?
সে তো কোনো মানুষের সমস্যা করছে না।

৪| ২৭ শে মে, ২০২০ দুপুর ১২:১৪

মীর আবুল আল হাসিব বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

সিরিয়াসলি??? আপনি উনার ভক্ত???


বাচিতে চাহিনা আমি সুন্দর ভূবনে
মাহফুজ স্যার এর গান শুনে আমি মরিবার চায়!!!

৫| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:০৫

মুহা. নাজিম উদ্দীন বলেছেন: এই গান করোনা ভাইরাসকে শোনাতে পারলে উপকার হত, কোন ঔষধ ছাড়াই দেশ ছেড়ে পালাতো।
তবে হ্যাঁ, ভুলেও যেন কোন রুগি এই গান না শোনে তাইলে কিন্তু করোনা আর মাহফুজ মিলে দুধ আর আনারস হয়ে যাবে।

৬| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আসেলে মানুষ কারো সাফল্য সহ্য করতে পারেনা।
হিংসা মানুষের সহজাত প্রবৃত্তি। হিংসার কারনে মানুষ
একজন উপরে উঠতে চাইলে তার ঠ্যাং ধরে নিচের
দিকে টানতে থাকে। শিল্পী মাহফুজুর রহমান একজন
জাত শিল্পী। তিনি তার শুরের মায়াজালে শ্রোতাদের
মাঝে চির ভাস্বর হয়ে থাকবেন। বিনোদন জগতে তার
অবদান উজ্জল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে আজীবন।
যারা গানের জগতে তার অবদানকে অস্বীকার করবে
তারা হিংসুটে প্রকৃতি্র মানুষ!!
তবে তিনি কোনদিন ভারতের এআর রহমান হতে
পারবেন না তবে তিনি এমএফ রহমান হতে পারেন!
ইনি ইভার গুনে নাকি ওনার গুনে ইভা তা গবেষণার
বিষয়!! কেউ শুনুক বা না শুনুক উনি তার গানের চর্চা
অব্যহত রাখবেন এটা্ই আমাদের চাওয়া। শরীফ ভাইও
তাই চায় !!

৭| ২৭ শে মে, ২০২০ দুপুর ২:২৪

নেওয়াজ আলি বলেছেন: এখন সে সবার পরিচিত কারণ ক্ষমতা এবং টাকা। হয়তো একদিন এটিএন টিভিই থাকবে না।

৮| ২৭ শে মে, ২০২০ রাত ৮:০৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সিরিয়াসলি বলছি, মাহফুজুর রহমানের গান যারা লাইক করে না আসলে তারা জেলাস্ নয়তো সুর তাল লয় বুঝে না ৷ আবারো সত্যি বলতে স্যার, এ আর রহমান লেভেলের একজন শিল্পী ৷---কতা মিচা কও নাই মিয়া, তয় আমাগো ইভা ভাবি কি গান ভুইলা গেছে।

৯| ২৭ শে মে, ২০২০ রাত ৮:২৩

সাইন বোর্ড বলেছেন: নিজের তেল শুধু মাথায় কেন, ইচ্ছে হলে আরো অনেক জায়গায় মাখবে ।

১০| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৩০

হাসান মাহবুব বলেছেন: আবেগাপ্লুত হয়ে গেলাম পড়ে।

১১| ২৭ শে মে, ২০২০ রাত ৮:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: এককালে ঈদে আনন্দমেলায় ব্যান্ড শো না দিলে ঈদের সেমাই হজম হইতো না। এখন মাহফুজুরের গান না দেখলে পেট খারাপ টা শুরু হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.