নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

জনসংখ্যা দিয়ে একদিন পৃথিবী দখলে নিবো

১০ ই জুন, ২০২৩ রাত ৯:২৬

প্রথমে বলে রাখি, সুইডেনে যৌনতাকে খেলা হিসেবে উপাধি দিয়েছে । দেশটিতে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ।
.
খেলায় যেমন জিতলে ট্রফি পাওয়া যায় তেমনি এই খেলা যদি বৈধ হয় তার পুরস্কার সন্তান । এটা স্বাভাবিক । কিন্তু তসলিমা নাসরিন একদা বলেছিলেন মূর্খরাই আজকাল বাচ্চা পয়দা করছে বেশী । তসলি’মা নামটা তাকে যে দিয়েছে সেটা আসলে মা নামকে অপমান করেছে তার কথাবার্তায় তা স্পষ্ট ।
.
তিনি জানেন না, জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে ১৯৭৯ সালে এক সন্তান নীতি চালু করা চীন কিন্তু পরে ভুল বুঝতে পেরে ২০১৬ সালে এসে অনুমতি দেয়া হয় দুই সন্তান নেয়ার ।
.
এক সন্তান নীতিতে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো গেলেও চীনের জনশক্তিতে ক্রমান্বয়ে বাড়তে থাকে বয়স্কদের সংখ্যা । তার সাথে পাল্লা দিয়ে কমে গেছে তরুণ সম্প্রদায় ।
.
ফলস্বরূপ, অর্থনীতির মাথায় হাত ।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. ফ্যাং ওয়াং ডয়চে ভেলেকে বলেছিলেন, 'এক সন্তান নীতির ফলে চীন স্বল্পমেয়াদি লাভ পেয়েছে, কিন্তু এটা অনেকটা পুকুর সেচে মাছ সংগ্রহের মতো৷ পানি না থাকলে এক সময় মাছই মিলবে না৷'
.
সেইম অবস্থা জাপানেও । সম্প্রতি ওরা রাস্তার মাইকিং শুরু করেছে, বোনাস! বোনাস! বোনাস!
.
জাপানের শহর নাগিতে পঞ্চম সন্তান জন্ম দিতে পারলেই দেওয়া হবে তিন লাখ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক।
.
ওদিকে, তাইওয়ানের সরকার জনসংখ্যা কমে যাওয়ায় এতো বেশী উদ্বিগ্ন ২০১০ সালে তারা প্রায় ২৭ লাখ টাকা ঘোষণা করে শুধু মাত্র একটি চমৎকার স্লোগানের জন্য যা জনগনকে জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহিত করবে ।
.
আচ্ছা আমাদের ‘দুটি সন্তানের বেশী নয় । একটি হলে ভালো হয় ।’ এই স্লোগানের জন্য ওরা দুটো চটকনা পুরস্কার দিলে কেমন হয়?
.
হাঙ্গেরীতে বেশী সন্তানের রেকর্ড করলে পুরষ্কার স্বরূপ দেওয়া হয় প্রায় একশ কোটি টাকা সাথে বাড়ি, গাড়ি, ভুর্তুকি ।
.
অথচ কোটি টাকার পুরষ্কারের ঘোষণা দিয়েও জাপান, রাশিয়া, সিঙ্গাপুরে জন্মহার কোন মতেই বৃদ্ধি পাচ্ছে না,
.
দক্ষিণ কোরিয়ায় শিশু জন্মহার বাড়াতে ২০০৫ সাল থেকে দেশটির সরকার এখন পর্যন্ত ১২১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে!
.
যেখানে শিশু সন্তানের মাসিক ভুর্তুকি ২৭০ মার্কিন ডলার সাথে পিতৃত্বকালীন ছুটিও আছে প্রায় দশ দিন!
.
হালের চীন বিশেষজ্ঞদের মতে জন্মহার হ্রাসের প্রভাব ২০১৮ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি গেল ত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে!
.
ইতালীতে জন্মহার বাড়ানোর জন্য বিনামূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করা হচ্ছে,
.
সার্বিয়াতে শহরে শহরে বিনামূল্যে ভালবাসার ভোজ আয়োজন করা হচ্ছে ।
.
জার্মানিতে শিশুদের জন্য স্বর্গরাজ্য করে দেওয়া হয়েছে
.
কানাডা শিশু জন্মহার বাড়ানোর জন্য বিনামূল্যে জমি দিয়ে দিচ্ছে ।
.
সিঙ্গাপুরে নতুন জনসংখ্যা মন্ত্রণালয়, পোল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, ফিনল্যান্ডসহ সবার ঘুম হারাম,
.
চার সন্তান 'মেইড ইন হাঙ্গেরী' হলে করশুদ্ধ মাফ!
.
ডেনমার্কের একটি স্লোগান 'ডু ইট ফর মম' যে প্রচারণার মাধ্যে এক প্রকার আড়কোলা করে ছেলে মেয়েদের সমুদ্রের বীচে যেতে বাধ্য করা হয় যাতে পানির সংস্পর্শে এসে ওদের ঐ টা করার ভাব জাগবে,
.
দেশগুলো আজ এই পরিণতি জনসংখ্যা নিয়ন্ত্রণের অত্যাধিক উৎসাহের ফল!
.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির প্রফেসর ড. মঈনুল ইসলাম স্যার বলতেন, দেশের মানুষ সরকারী হিসেবে আশি লক্ষ, বেসরকারী হিসেবে প্রায় এক কোটি বিশ লক্ষ বাহিরে থাকে তারাই আজ দেশের মেরুদন্ড! রেমিট্যান্সের কান্ডারি! তাদের হাতে রিজার্ভ ।
.
আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের চেয়ে বেশী ফোকাস দিতে হবে কিভাবে তাদের দক্ষ যোগ্য স্বাবলম্বী করে শূন্য দেশের জনসংখ্যার দেশে পাঠানো যাবে,
.
প্রচুর কূটনীতিক প্রচরণা দরকার! এই একটা সেক্টর বাংলাদেশ বদলে দিবে! পৃথিবী হয়ে উঠবে টুকরো টুকরো বাংলাদেশ । আশা করি, জনসংখ্যা শূন্য দেশগুলো দখল করে পৃথিবী একদিন আমাদের হবে ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪৪

জ্যাক স্মিথ বলেছেন: সুতরাং আমাদেরও তুমুল বেগে ঝাঁপিয়ে পাড়তে হবে, সন্তান উৎপাদনের জন্য।

খেতে পাই বা না পাই, বছর বছর সন্তান উৎপাদন করতে হবে

২| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


আমরা ব্যাগ গুছিয়ে রাখি তাহলে,কখন যে চীন/জাপান থেকে ডাক আসবে।

৩| ১০ ই জুন, ২০২৩ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: সকল দেশের জন্য ঠিক না।যেমন কানাড়া।এখানে জমির পরিমান এতো বেশী যে সেই অনুপাতে লোকসংখ্যা কম।কিন্তু বাংলা দেশ তার অপজিট।

৪| ১০ ই জুন, ২০২৩ রাত ১০:১০

কলাবাগান১ বলেছেন: আপনার মাথায় বোধহয় ধর্ম থেকে উৎসাহিত হয়ে এই পোস্ট দিয়েছেন বাস্তবতা দিয়ে নয়...উন্নত বিশ্ব তাদের জনসংখ্যা আরো কয়েক শত গুন বাড়লেও কোন প্রবলেম হবে না...তাদের জায়গা আছে ধন/সম্পদ আছে, চাকরী/বাকরী আছে...।

৫| ১০ ই জুন, ২০২৩ রাত ১০:১১

কামাল১৮ বলেছেন: আপনি যেটা বলছেন এটা মূর্খ মোল্লাদের ধারণা।

৬| ১০ ই জুন, ২০২৩ রাত ১০:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুইডেনের যৌনতার খেলার খবরটা ভুয়া।

৭| ১০ ই জুন, ২০২৩ রাত ১১:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্যান্য দেশের সাথে বাংলাদেশের তুলনা আসলে চলে না।

তবে, আপনি পোস্টে এত এত উদাহরণ টেনে এনেছেন যে, পড়তে পড়তে পাঠক হাঁপিয়ে উঠেছেন, অনেকেই হয়ত অর্ধেক পড়েই উঠে দৌড় দিয়েছেন আর কমেন্টগুলো পড়ে মনে হলো পোস্টের ফোকাসটা কেউ ধরতেই পারেন নি।

শেষের দুই প্যারাতেই আসল কথাটা উল্লেখ করে দিয়েছেন। আমাদের অনেক চটুল একটা বাক্য আছে - অধিক জনসংখ্যাকে অধিক শক্তিতে পরিণত করতে হবে। এটাও শুধু মুখের বুলিই এবং সস্তা বুলি। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার তেমন ম্যাকানিজম আমাদের নাই, থাকলেও তা খুব অনুল্লেখযোগ্য।

পোস্ট ভালো লেগেছে।

৮| ১০ ই জুন, ২০২৩ রাত ১১:০২

মামুন রেজওয়ান বলেছেন: ভাই উপরের মন্তব্যের দিকে কর্নপাত করবেননা। এরা একশ বছর বা দুইশ বছর পর কেউ বেঁচে থাকবেনা এটা দেখার জন্য যে, জনসংখ্যাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারলে এটা দেশের সম্পদই হয়। মন্তব্য দেখে বেশ মজা পেলাম, সার কথা হোল, "মানব শুন্য একটা নগর একাকী উন্নত হবে। যখন যথেষ্ট সম্পদ এবং জায়গা তৈরী হবে নগরে তখন বাচ্চা নিতে হবে। কি হাস্যকর।

৯| ১১ ই জুন, ২০২৩ সকাল ৯:৩৩

ধুলো মেঘ বলেছেন: বাংলাদেশ সর্বোচ্চ ২০ কোটি মানুষ ধারণ করতে সক্ষম। এর চেয়ে বেশি হলে দেশের অর্থনীতি, খাদ্য ব্যবস্থাপনা, সম্পদের বন্টন, সুশাসন, সুশিক্ষা - সব কিছুই ভেঙে পড়বে। এটা কোন হাদিসের কথা নয়, নিরেট বাস্তবতা। পাকিস্তান যসি বাংলাদেশের কাছ থেকে আগে শিক্ষা নিত, তাদেরকে আজকে এই দিন দেখতে হতনা। নাইজেরিয়ার অর্থনৈতিক উন্নতি বাধাগ্রস্ত করে রেখেছে অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি।

১০| ১১ ই জুন, ২০২৩ সকাল ১০:১৭

আমি সাজিদ বলেছেন: সুইডেন নিয়ে দেওয়া আপনার তথ্যটি একেবারেই ভুল। এমন তথ্য দেওয়ার আগে একটু ফ্যাক্ট চেক করা উচিত ছিল না? DW র লিংক দিচ্ছি। পড়ুন - Fact check: No, Sweden is not holding a 'sex championship'

একজন মানুষের কর্মের দায় গোটা দেশ নিতে পারে না। আমাদের মিডিয়া আগেও ভুল তথ্য দিয়ে সংবাদ করেছে, সুইডেন কোরআন পুড়িয়েছে। আসলে সুইডেনের একজন মানুষ কোরআন পুড়িয়েছিল, সুইডেন নয়।

১১| ১১ ই জুন, ২০২৩ সকাল ১০:২৬

খাঁজা বাবা বলেছেন: ৮ কোটি মানুষ বাংলাদেশের জন্য হয়ত আদর্শ। এর বেশি না।
দেশে জমি নেই, শহরে পার্ক নেই, খেলার মাঠ নেই, হাটার যায়গা নেই, গাড়ি চলার রাস্তা নেই।
৫ হাত যায়গা পেলেই মার্কেট বানাবেন, লাভ ও হবে প্রচুর।
কৃষকের জমি নেই, ঘরে খাবার নেই।
একটা রোগা জাতী সৃষ্টি হচ্ছে।

১২| ১১ ই জুন, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিক কি বলেছেন, সেটা আপনি সঠিক ভাবে বুঝতে পারেন নি।

১৩| ১১ ই জুন, ২০২৩ দুপুর ২:২৩

শোভন শামস বলেছেন: এই কাজে সঠিক পরিকল্পনা নিয়ে আগাতে হবে।
নাইলে ভীষণ বিপদ
ধন্যবাদ

১৪| ১২ ই জুন, ২০২৩ রাত ৯:৫৪

Muksedul rehman বলেছেন: আপনার পোস্ট পরে লাইক- যাই সহবাস করে আসি

বাংলাদেশে এসব পোস্ট না করাই ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.