নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন জেনারেল ব্লগারের নিজের সম্পর্কে বলার কিছু থাকে না ।

আবদুর রব শরীফ

যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!

আবদুর রব শরীফ › বিস্তারিত পোস্টঃ

তবুও চিপসের দাম বাড়বে না, গ্যারান্টি দিলাম!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৩

২০০৫ সালে একটা চিপসের প্যাকেটে অন্তত এতো চিপস থাকতো তা শেষ করতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ টাইপ সময় লাগতো ।
.
সত্যি বলতে সবকিছুর দাম বাড়লেও কিছু চিপসের দাম বাড়েনি ।
.
দাম না কমা চিপসের পরিমাণ ২০১০ সালে এসে দুই ইঞ্চি কমে গেছে । কিন্তু দাম এবং প্যাকেট আগের জায়গায় রয়ে গেছে ।
.
কালের বিবর্তনে ২০১৫ সাল আসলো, দাম আগের জায়গায় থাকলেও চিপসের প্যাকেট ঠিক রেখে পরিমাণ অর্ধেক হয়ে গেলো ।
.
২০২০ সালে চিপসের পরিমাণ আরো অর্ধেক কমে একদম তলানীতে এসে ঠেকলো । সেটা বড় কথা না ।
.
২০২৩ সালে হালিশহর শ্বশুরবাড়িতে দুই হাত ভর্তি করে চিপস নিয়ে যাওয়ার পর খুলে দেখি শুধু তিন পিছ্ দিয়েছে । জামাই হিসেবে এই দৃশ্য সহ্য করার মতো ছিলো না ।
.
২০২৫ সালে হয়তো একটি চিপসের প্যাকেটে শুধু এক পিছ্ চিপস থাকবে । ঝামেলার শুরু হবে ২০৩০ সালে ।
.
বরাবরের মতো শ্বশুর বাড়িতে চিপস নিয়ে যাবো । দাম তখনো দশ টাকা থাকবে । চিপসের প্যাকেটও একই থাকবে । কিন্তু খোলার পর ওরা কেবল প্যাকেট ভর্তি বাতাস পাবে ।
.
পাশ থেকে শালীরা বলে উঠবে জামাই বাবু বাতাস নিয়ে আসছে । প্যাকেট ভর্তি বাতাস ।
.
ঝামেলা এখানেই শেষ নয় । ২০৩৫ সাল । দুষ্ট শালী পাশ থেকে বলছে, ‘কি এক যুগ আইলো আগে প্যাকেট ভর্তি বাতাস দিতো এখন তো দেখি বাতাসের পরিমাণও অর্ধেক করে ফেলেছে । অথচ দাম দশ টাকা । প্যাকেটও সেইম ।’

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.