নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তোর লেখা পড়ে কেউ না হাসে তবে একলা হাসো রে!
২০০৫ সালে একটা চিপসের প্যাকেটে অন্তত এতো চিপস থাকতো তা শেষ করতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ টাইপ সময় লাগতো ।
.
সত্যি বলতে সবকিছুর দাম বাড়লেও কিছু চিপসের দাম বাড়েনি ।
.
দাম না কমা চিপসের পরিমাণ ২০১০ সালে এসে দুই ইঞ্চি কমে গেছে । কিন্তু দাম এবং প্যাকেট আগের জায়গায় রয়ে গেছে ।
.
কালের বিবর্তনে ২০১৫ সাল আসলো, দাম আগের জায়গায় থাকলেও চিপসের প্যাকেট ঠিক রেখে পরিমাণ অর্ধেক হয়ে গেলো ।
.
২০২০ সালে চিপসের পরিমাণ আরো অর্ধেক কমে একদম তলানীতে এসে ঠেকলো । সেটা বড় কথা না ।
.
২০২৩ সালে হালিশহর শ্বশুরবাড়িতে দুই হাত ভর্তি করে চিপস নিয়ে যাওয়ার পর খুলে দেখি শুধু তিন পিছ্ দিয়েছে । জামাই হিসেবে এই দৃশ্য সহ্য করার মতো ছিলো না ।
.
২০২৫ সালে হয়তো একটি চিপসের প্যাকেটে শুধু এক পিছ্ চিপস থাকবে । ঝামেলার শুরু হবে ২০৩০ সালে ।
.
বরাবরের মতো শ্বশুর বাড়িতে চিপস নিয়ে যাবো । দাম তখনো দশ টাকা থাকবে । চিপসের প্যাকেটও একই থাকবে । কিন্তু খোলার পর ওরা কেবল প্যাকেট ভর্তি বাতাস পাবে ।
.
পাশ থেকে শালীরা বলে উঠবে জামাই বাবু বাতাস নিয়ে আসছে । প্যাকেট ভর্তি বাতাস ।
.
ঝামেলা এখানেই শেষ নয় । ২০৩৫ সাল । দুষ্ট শালী পাশ থেকে বলছে, ‘কি এক যুগ আইলো আগে প্যাকেট ভর্তি বাতাস দিতো এখন তো দেখি বাতাসের পরিমাণও অর্ধেক করে ফেলেছে । অথচ দাম দশ টাকা । প্যাকেটও সেইম ।’
©somewhere in net ltd.