নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মধ্যবিত্ত ঘরের ছেলে আমি! জীবন সংগ্রামে হেরেছি বহুবার। তবুও ছুটে চলেছি নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে!

আবরার মুসা

সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটি বিষয়ের ছাত্র

আবরার মুসা › বিস্তারিত পোস্টঃ

হতাশানামা

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩১

মাঝেমাঝে নিজেকে বড়ই তুচ্ছ মনেহয়! কারণ একটা সময় বুকভরা আশা ছিলো। স্বপ্নের ধাপগুলো হতাশার চাদরে ঢাকা ছিলো না। আত্নবিশ্বাস ছিলো পাহাড়সম৷ অনেক কঠিন পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে সবকিছু মোকাবেলা করার সামর্থ ছিলো। এখন কেমন যেনো সবকিছু থিতু হয়ে আসছে। কিছুক্ষণ আগে জানতে পারলাম স্কুল জীবনের প্রায় ৭-৮ জন বন্ধু ৪২তম স্পেশাল বিসিএসে চান্স পেয়েছে! আমি বন্ধু সাফল্যে ঈর্ষান্বিত হওয়ার মতো মানুষ না। কিন্তু যখন দেখি নিজে অনার্সটাও শেষ করতে পারছি না! কিন্তু ওদিকে অনেক সহপাঠীরা সরকারি চাকরি করছে, বিয়ে-শাদি করছে, ঘর-সংসার করছে তখন সস্তা সিগারেট জ্বালিয়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় থাকে না। রাত হলে বয়সের কারণে তীব্র যৌন চাহিদাও অনুভব করি। টিপিক্যাল মিডিল-ক্লাস ফ্যামিলি হওয়াতে চাকরি না পেয়ে বিয়ে করতে পারছি না। কোন গার্লফ্রেন্ডও জোটাতে পারিনি। নিয়মিত নামাজ না পড়লেও ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকতে পছন্দ করি। তাহলে কি আমার ডিপ্রেশন সরকারি চাকরি? নাকি প্রচুর রিটেক কোর্স,ইয়ার ড্রপ নিয়ে করোনাতে স্নাতক কমপ্লিট করতে না পারা? নাকি মানুষের তুচ্ছতাচ্ছিল্য? কারো সাথে শেয়ার করলে আমার সাথে নিচু অবস্থানের কারোর সাথে তুলনা করে সস্তা মোটিভেশান অথবা বুকে পাথর চেপে সিস্টেমের সাথে মানিয়ে নিরর্থক পরামর্শ। সিস্টেমের সাথে তো মানিয়ে চলছি জন্মের পর থেকেই। বিশ্বাস করেন! কষ্টগুলো বলার মতো কোন মানুষ নেই আমার। আপনাদের সাথে আমার জীবনটা শেয়ার করতে চাই গল্পের আকারে! আপনারা শুনবেন???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.