![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচেষ্টায়ঃঃ আবুজর শেখ ।
আজ মানবতা বলতে যে কথা গুলা আমরা শুনতে পাই তা শুধুই মাত্র মুখের প্রলাপ । এর কোন নির্দিষ্ট কোন গন্তব্যস্থল নেই । যদিও মানবতা কথাটার অনেক গভীর তাৎপর্য আছে, তবুও সাধারন দৃষ্টিতে মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে।এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা,স্নেহ মায়া মমতা।
বর্তমান মানবতা এই শব্দটাকে আমরা আপেক্ষিক বানিয়ে ফেলেছি । যদিও কস্নিনকালেও এটা আপেক্ষিক নয় । একারনেই, আমরা রাস্তার পাশের ছেলেটি যখন ডাস্টবিনে খাবার খোঁজে, কিংবা দুই বছরের বাচ্চা যখন ক্ষুধার জালায় ভিক্ষার জন্য হাত পাতে, তখন মানবতার কোথায় থাকে?? আমার জিবনে বাস্তব একটা ঘটনা মনে পরে গেলঃ একদিন ফার্মগেট পার্কে বসে বসে বাদাম খাচ্ছি তখন ৪ টা ছেলে এসে বাদাম চাইল, আমি একজন কে কিছু বাদাম দিলাম ঐ বাদামটুকু নিয়েই তারা ৪ জন মারামারি লাগিয়ে দিয়েছে। আমি ভাবতে লাগলাম হায়! আল্লাহ আমাকে কত ভাল রেখেছে। তখন আমার মনে হল এই জন্যই বোধ হয় ইতিহাসের শ্রেষ্ট ব্যক্তি বলেছিলেনঃ তোমরা যেন ঐ ব্যক্তির দিকে তাকাও, যে তোমার চেয়ে নিম্ন স্তরের এবং ঐ ব্যক্তির দিকে তাকাইও না যে তোমার চেয়ে উচ্চ পর্যায়ের।( ছিলছিলা ছহীহাহ হাদিসঃ২১৬৬।)
আমরা নিতি কথা সবাই বলতে পারি যে অমুক ব্যক্তি অমুক কথা বলেছে কিন্তু তাদের সেই কথাগুলা বাস্তবেরুপ দিতে আমরা রাজি নয় । আমরা দেখতে পাই রমজান মাস আসলেই ইফতার পার্টি করি ! আজ আমাদের মানবতা কোথায়? ইফতারের নামে কয়েক রকম খাবারের আয়োজন করি , কিন্তু তা ৩০% ও শেষ করতে পারি না । সেই গুলা পরে ডাস্টবিনে ফেলা হয় অথচ এতিম বাচ্চারা , ফুটপাতের সন্তানেরা না খেয়ে থাকে, একবেলা খাওয়ার জন্য তারা হাত পাতে। বড়ই অবাক লাগে যখন তাদের কে গালি দেয়া হয় । খৃষ্ট পুর্ব ৬০০ সালে চিনের সেই বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস তিনি বলে গিয়েছিলেনঃ"এই সৃষ্টির কাছেই তোমাদের প্রয়োজন।"(কনফুসিয়াস, নিতিপুস্তক , নিতি নং ২৪) । দুঃখের বিষয় আমরা তাদের কথা শ্রবন করি বটে কিন্তু পালন করি না ।
[[[কনফুসিয়াসের এই কথা খ্রিস্টানরা চুরি করে বাইবেলে ঢুকিয়ে দিয়ে যিশু/ঈসা(আ) এর নামে চালিয়ে দিয়েছে , এই কথা বাইবেলে উল্লেক্ষ রয়েছে , মথি ৭/১২ ।তাই কেউ যেন এই উক্তি কে যিশু বা বাইবেলের কথা বলে মনে না করেন , শুধু তাই নয় বাইবেলে যিশু বা ঈসা(আ) এর নামে যত নিতি কথা আছে তা সবই আক্ষরিক অর্থে কনফুসিয়াসের নিকট থেকে চুরি করা। জন ক্লার্ক তার এক্সিহোমা বইতে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করেছেন ]।]]]
যাইহোক যে কথা বলছিলামঃআমরা আজ শুধুমাত্র মুখেই বলি মানবতা । মানবতা!
মহাত্মা গান্ধী বলেছিলেনঃমানুষে বিশ্বাস হারানো উচিত নয়, মানবতা হলো মহাসমুদ্র, এর কোনো এক বিন্দু যদি দূষিতও হয় তাতে সমুদ্র দূষিত হয় না।
সত্য কথা বলতে গেলে বলতে হয় আজ আমরা মানবতার জন্য আদর্শ হিসাবে মেনে নেই পশ্চিমা বিশ্বকে তথা আমেরিকা । কিন্তু এই আমেরিকায় সবচাইতে জঘন্য , তারা আমদের নিকট এমন চিত্র তুলে ধরে যে তারাই হল মানবতার এক মাত্র বিমুর্ত প্রতিক। সাম্প্রতি যে খবর টি এসেছে তা হল যুক্তরাষ্ট্র তে গত ৫ মাসে ৬১৫৩ জন ব্যক্তি নিহত হয়েছে । অথচ এদের মুখেই আবার মানবতা!!! বিষয়টি হাস্যকর হলেও ভাববার।
বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালিত সমীক্ষা অনুযায়ী চলতি বছরের প্রথম ৪ মাসে মোট ১৫৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু এদের বিচার?? আর যারা ধর্ষন করেছে তারা কত নিকৃষ্ট।। এর পুর্বে আমি এক বন্ধু কে বলেছিলামঃ একজন মেয়ে যখন ধর্ষন হয় তখন সে তার লজ্জার কারনে কাউকে কিছু বলতে পারে না, আর সেই মেয়েকেই যখন DNA করা হয় তখন সে আরেকবার ধর্ষন হয়,মিডিয়ার সামনে কথা বলে ।আর এটাই বাস্তব। আমাদের কিছু নামধারি বুদ্ধিজিবি বলে পর্দা করতে হবে না , ছেলেদের ভাল হতে হবে । সত্য বলতে এটা পুরা একটা ধোকা মাত্র ,হ্যা ছেলেদের ভাল হতে হবে এটা নির্ঘাত সত্য তবে পর্দা মেয়েদের করতেই হবে । । ইসলামে পর্দার বিধানের কথা সবাই জানে । হিন্ধু ধর্মে স্পস্ট করে বলা হয়েছেঃ“"যেহেতু ব্রহ্মা(ঈশ্বর) তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় । নিজেদের পা সামলে রাখো । এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায় ""(ঋকবেদ ৮।৩৩।১৯)। খ্রিস্টান ধর্মেও বলা হয়েছেঃ যে কোন নারি মাথা অনাবৃত রাখে তাহলে সে চুল কাটীয়া ফেলুক , যদি স্ত্রি/নারির লজ্জার বিষয় হয় তাহলে সে মাথা আবৃত রাখুক(,১ করন্থিয় ১১/৫-৬=বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রকাশিত , কেরি বাইবেলের অনুবাদ ও new king jems version )যদিও খ্রিষ্টান দের বাইবেলে পর্ন গ্রাফি রয়েছে, এখনে এই কথা বলতে চাই না । যাইহোক এই ধর্মিয় অনুশানের মাধম্যেই মানবতার শিক্ষা অর্জন করতে হবে, অন্যথায় তা সম্ভব না । এই অনুশাষন গুলা মান্য করলে আজ মেয়েদের ধর্ষন হতে হত না । আর এর বিচারঃইসলামে মৃত্যুদণ্ড ,অনুরুপ বিধান রয়েছে অন্যধর্মেও । আমি বলব যে ইসলামি সব কিছুর সমাধান দিয়েছে সুন্দর ভাবে যা অন্য ধর্মে এত সুন্দর করে দেয়া নেই ।
মানবতার এক মুর্ত প্রতিক মুহাম্মদ(স) এ মক্কা বিজয়ের এর কথা বলতে গিয়ে পি কে হিটটি তার The History of Arabs এ বলেছেনঃ যাইহোক,বিজিতদের সঙ্গে বিশেষ মহত্তপুর্ন ব্যবহার করা হয়েছিল।বিজয়ি মুসলিম বাহিনি মক্কা প্রবেশের সময় যেরুপ মহানুভবতার পরিচয় দিয়েছিলেন প্রাচিন ইতিহাসে তার দৃষ্টান্ত আর দেখা যায় না । (জ্ঞানকোষ প্রকাশনি , The History of Arabs , পেজ ২২) । এই হল মানবতা , যা শত্রুদের কে ক্ষমা করা শিক্ষা দেয়। কিন্তু আজ আমদের থেকে তা উঠে গিয়েছে ।
ইতিহাসের সেরা ব্যক্তির নাম মুহাম্মদ(স), যা উঠে এসেছে বিশ্ব তালিকায়। আজ তার আদর্শ থেকে আমরা অনেক দূরে। মুহাম্মদ(স) এর কথা , কনফুসিয়াসের নিতি কথা , মহাত্মা গান্দির কথা আমরা শুধু সার্থ এর সময়ই বলি , কিন্তু বাস্তবে ধরে না আমদের এই কথা গুলা।
আমদের সমাজের এমন অবস্থা হয়েছে যে ধনিরা গরিব্দের সাহায্য করতে চায় না । তারা শুধু অর্থ অর্থ খুজে । বর্তমান দেখা যায়ঃ মানুষ কুকুর পোষে, ক্রয় করে।আমি জানতাম এত দিন ইউরোপের মেয়েরা যৌন ক্ষুধা মেটানোর জন্য কুকুর পোষে । একটা কুকুরের পিছনে মাসে তারা যত টাকা খরচ করে তা অবাক করার মত ঘটনা। অথচ পথ শিশুকে তারা ২ টাকা দিতে রাজি নয় । আজ আমদের সমাজে প্রবেশ করেছে ভুত । মদ্ধ্য গগনে কালো মেঘ জমা হয়েছে , এই মেঘ একদিন প্রচন্ড ঝরে আমাদের নিশ্চিহ্ন করে দিবে । তাই সময় হতেই আমাদের সতর্ক হতে হবে। সুশীল সমাজ নামে যে ঘৃণিত সমাজ রয়েছে তাদের কোন কথা নির্ভরযোগ্য নয়। তাদের নিকট কুকুরের চেয়ে মানুষের মুল্য নেই বললেই চলে । আবার তারি বলে মানবতার কথা ।
পরিশেষে বলতে চাইঃ নিজ নিজ স্থানে থেকে আমাদের উচিত হবে দারিদ্র দের সাহায্য করা , নিজ ধর্মের অনুশাসন মেনে চলা , পরিবার ঠিক করা। বিচার ব্যবস্থা ও মানবতার কথা বলতে গিয়ে Reverend Bosworth Smith তার
‘Muhammad and Muhammadanism,’বইতে বলেছেনঃ
রাষ্ট্রপ্রধান একইসাথে উপাসনাগৃহের প্রধান, তিনি ছিলেন একই সাথে সীজার এবং পোপ; তিনি পোপ ছিলেন কিন্তু পোপের দুরহংকার ছাড়া, তিনি সীজার ছিলেন কিন্তু সীজারের মতো বিরাট সেনাবাহিনী ছাড়া, দেহরক্ষী ছাড়া, শৃংখলা রক্ষাকারী বাহিনী ছাড়া, স্থায়ী কোন ভাতা ছাড়া। যদি আজ পর্যন্ত কোন মানুষ ন্যায়বিচারপূর্ণ স্বর্গীয় শাসন করে থাকে, তবে সেটা ছিলেন মুহাম্মদ।
এবং
W.C. Taylor তার‘The History of Muhammadanism and its Sects’বইতে লিখেছেনঃ
দরিদ্র লোকদের প্রতি তাঁর সদয়তা এত বেশী ছিল যে প্রায়ই পরিবার-পরিজনকে উপবাস করতে হতো। তিনি শুধু তাদের অভাব মোচন করেই তৃপ্ত হতেন না, তাদের সাথে কথা-বার্তা বলতেন এবং তাদের দু:খ-দুর্দশার জন্য গভীর সহানুভূতি প্রকাশ করতেন। তিনি ছিলেন ঘনিষ্ট বন্ধু এবং বিশ্বস্ত সহযোগী।
এটিই হল মানবতার চুরান্ত পর্যায় । আমাদের এই ব্যক্তির অনুসরন করা অবশ্যই কর্তব্য , আমরা যে যে ধর্মেই থাকি না , যে মতাদর্শেই থাকি না কেন। তার অনুসরনের মাদ্ধ্যমেই আমরা পেতে পারি পুর্নাংগ মানবতা ।
তাইতো Annie Besant বলেছেন তার ‘The Life and Teachings of Mohammad বইতেঃ
যে কেউ আরবের মহান নবীর জীবন এবং চরিত্র অধ্যয়ন করেন তার হৃদয়ে মহান নবীর প্রতি শ্রদ্ধার উদ্রেক না হয়ে পারে না, যিনি জেনেছেন তিনি(নবী) কিভাবে শিক্ষা দিতেন এবং বসবাস করতেন; তিনি ছিলেন স্রষ্টার মহান বার্তাবাহকদের অন্যতম। যদিও আমি আপনাদেরকে এখন যা বলবো তা অনেকের কাছে সুপরিচিত মনে হতে পারে, তথাপি যখনই আমি মুহাম্মদের জীবনী পুনরায় পাঠ করি প্রতিবারই আরবের মহান শিক্ষকের প্রতি আমার মনে মুগ্ধতা ও শ্রদ্ধার নতুন ভাব জাগ্রত হয়।
আজ আমরা তাকে শুধু ধর্মিয় ভাবে মেনে নেই , কিন্তু তার বিস্তারিত কিছুই জানি না । জানলে শুধু ধর্মিয় বলতাম না । মহাত্মা গান্ধী বলেনঃ
Mahatma Gandhi, statement published in ‘Young India,’1924.
আমি জীবনগুলোর মধ্যে সেরা একজনের জীবন সম্পর্কে জানতে চেয়েছিলাম যিনি আজ লক্ষ কোটি মানুষের হৃদয়ে অবিতর্কিতভাবে স্থান নিয়ে আছেন…….যেকোন সময়ের চেয়ে আমি বেশী নিশ্চিত যে ইসলাম তরবারির মাধ্যমে সেইসব দিনগুলোতে মানুষের জীবন-ধারণ পদ্ধতিতে স্থান করে নেয়নি। ইসলামের প্রসারের কারণ হিসেবে কাজ করেছে নবীর দৃঢ় সরলতা, নিজেকে মূল্যহীন প্রতিভাত করা, ভবিষ্যতের ব্যাপারে সতর্ক ভাবনা, বন্ধু ও অনুসারীদের জন্য নিজেকে চরমভাবে উৎসর্গ করা, তাঁর অটল সাহস, ভয়হীনতা, ঈশ্বর এবং তাঁর(নবীর) ওপর অর্পিত দায়িত্বে অসীম বিশ্বাস। এ সব-ই মুসলমানদেরকে সকল বাঁধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। যখন আমি মুহাম্মদের জীবনীর ২য় খন্ড বন্ধ করলাম তখন আমি খুব দু:খিত ছিলাম যে এই মহান মানুষটি সম্পর্কে আমার পড়ার আর কিছু বাকি থাকলো না।
যাইহোক , অল্প কথায় কয়েকটি বিষয় একত্রিত করা চেষ্টা করেছি , মানবতা , পাশ্চাত্য মানবতার ধিক্কার জানায় । গ্রহন করতে হবে সে মানবতা কে যে মানবতা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ(সা)।
আমিন।
©somewhere in net ltd.