নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতা সব সময়েই সত্যের অন্যতম শ্রেষ্ট মানদন্ড .....

আবুজর শেখ

ইচ্ছার বহিঃপ্রকাশ

আবুজর শেখ › বিস্তারিত পোস্টঃ

Review::""The Black Book Of Communism""

২৭ শে জুন, ২০১৬ রাত ৩:১১

আজ সারা বিশ্বে মুসলিমরা নির্জাতিত । গাজার ঘটনা জানি , পরেছি পেপারে, টিভিতে দেখানো হয়েছে । আজ আমরা মুসলিমরা কত অসহায়!! আজ আমরা কথাও বলতে পারছিনা !! সারা দুনিয়ার মানুষেরা আমাদের বিপক্ষে । মাঝে মাঝ চিন্তা করি , যে ষড়যন্ত্র আমাদের নিয়ে করা হচ্ছে তা যদি অন্য সম্প্রদায়ের প্রতি এর কিয়দংশ করা হত তাহলে ২০ বছরে সেই সম্প্রদায় বিলুপ্ত প্রায় হয়ে যেত । কিন্তু যত ষড়যন্ত্র করা হচ্ছে ততই যেন মনে হচ্ছে বিজয়ের দিন ঘনিয়ে এসেছে । পি কে হিটটি তার The History of Arabs এর শেষে লিখেছেনঃ সুমহান ঐতিহ্য এবং খনিজ তেলের বিশাল ভান্ডার সমৃদ্ধ আরব ভবিষ্যত মানব্জাতির বস্তগত এবং আত্তিক উন্নতির উল্লেখযোগ্য অবদান রাখার যোগ্য । এখানে আরব বলতে তিনি বুঝাতে চেয়েছেন মুসলমান ।

যাইহোক , আজ আমাদের বলা হচ্ছে সন্ত্রাসী । ইসলাম সন্ত্রাসবাদ শিক্ষা দেয় । ইত্যাদি। টুইন টাওয়ার এর ঘটনার পর থেকেই এই বুলিটা শুরু হয়েছে । আজ এখানে শুধু মাত্র একটা বিষয় আলোকপাত করব । ইনশাআল্লাহ ।

"The Black book of Communism" এই বইটি লিখেছেন ইউরোপের ৫ জন বিখ্যাত শিক্ষাবিদ । সম্পাদনা করেছেনঃ স্টিফেন কর্তোয়াস । এই বইতে দেখানো হয়েছে কমুনিস্টদের নির্মম ইতিহাস । তারা যেভাবে দমন পিরন করেছে তারই চিত্র ।এই বই থেকে কিছু পরিসংখ্যান তুলে ধরছি।
কম্যুনিস্ট অধ্যুষিত দেশ গুলাতে কমিনুস্ট শাসকদের হাতে নিহত হয়েছে ৯ কোটি ৪০ লক্ষ ।
এই বইয়ের সম্পাদক কর্তোয়াস যে গনহত্যার তালিকা দেন তা হল এমনঃ
১।গনপ্রজান্ত্রি চীনে ৬ কোটি ৫০ লক্ষ
২।সোভিয়াত ইউনিয়নে (রাশিয়া) ২ কোটি
৩।কোম্বডিয়ায় ২০ লক্ষ
৪।উত্তর কোরিয়ায় ২০ লক্ষ
৫। আফগানস্তানে ১৫ লক্ষ
৬।ভিয়েত্নামে ১০ লক্ষ
৭।পুর্ব ইউরোপের দেশগুলোতে ১০ লক্ষ
৮।ইথিওপিয়ায় ১৭ লক্ষ
৯।ল্যটিন আমেরিকায় ১ লক্ষ ৫০ হাজার ।
১০। কমিওনিস্ট আন্দোলনের ফলে ১০ হাজার ।
এই বইতে এই তালিকাই তুলে ধরা হয়েছে।

এই বইতে তুলে ধরা হয়েছে লেনিন ও স্টালিনের দমন পীরনের কথা বলে বলা হয়েছেঃ
১।১৯১৮-১৯২২ সাল পর্যন্ত হাযার হাযার বিদ্রোহ শ্রমিক ও কৃষক কে হত্যা করা হয় ।
২।১৯২১ সালে দুর্ভিক্ষে মারা যায় রাশিয়াতে ৫০ লক্ষ ।
৩।১৯২০ সালে চলে ডোন নদি এলাকায় কশাকদের নিশ্চিহ্ন করার প্রক্ক্রিয়া ।

এই ভাবে কম্যুনিস্টরা নির্বিচারে মানুষ হত্যা করে । কেন তাদেরকে তো সন্ত্রাসী বলা হয় না?? সম্পাদক বলেনঃ১৯৪৫ সালের পর ইহুদি গনহত্যা আধুনিক বর্বরতার একটি বাইওয়ার্ড। এটি হয়ে উঠে গনসন্ত্রাসের প্রতিক.
আজ আমাদের মুখে কুলুপ পরেছে। বলতে চাইনা তাদের কে সন্ত্রাসী, বলতে চাই মানবতার প্রতিক!!
সন্ত্রাসির বিরুদ্ধে সকল ধর্মই । আবার, ন্যায়ের পক্ষে যুদ্ধের কথা বলা হয়েছে সব ধর্মেই । কিন্তু শুধু ইসলাম কে কেন কটাক্ষ করা হয়??
হিন্দু ধর্মে যুদ্ধের কথা সমৃদ্ধ , উৎসাহ দেয়ার জন্য আলাদা একটা ধর্মগ্রন্থই রয়েছে । মহা ভারত। বাইবেলে অসংখ্য বার যুদ্ধের কথা বলা হয়েছে। তবে এগুলো অধিকাংশই ন্যায়ের পক্ষে । ইসলামও তো ন্যায়ের পক্ষে যুদ্ধের কথা বলে , তাহলে ইসলামকে নির্বাচন করা হচ্ছে কেন?? চিত্রায়িত করা হচ্ছে কেন?? জঙ্গি , সন্ত্রাস এগুলা সবই ধর্ম বহিঃপুত কাজ । মানবতার লঙ্ঘন। আমার মতে জঙ্গিদের প্রকাশ্যে শিরোচ্ছেদ করা উচিত ধরে এনে।

যাইহোক, স্পার্ক দিয়ে কখনো পথ আলোকিত হয় না । পথ আলোকিত করার জন্য প্রয়োজন শক্তিশালী আলোর ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৭

SwornoLota বলেছেন: মুসলিম বিশ্বের নেতাদের লোভ শত শত মুসলিমের প্রাণ কেড়ে নেয়। ঈমানই যেখানে নেই সেখানে আর সন্ত্রাসী নাম পেলেই কী, সাধু নাম পেলেই কী? সবটুকুই ফাঁকি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.