নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড্ডা

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

আড্ডাবাজ

আড্ডাবাজ › বিস্তারিত পোস্টঃ

আড্ডাবাজ: নাম রহস্য

১৭ ই ডিসেম্বর, ২০০৫ বিকাল ৩:২১

আড্ডাবাজ ইংরেজী ভার্সন আড্ডার বলগ প্রায় একবছর ধরে চালিয়ে আসছে। আগামী মাসে পালন করব আড্ডার প্রথম বার্ষিকী। নিজের নাম না দিয়ে আড্ডাবাজ নাম দিয়ে লেখার রহস্য ও কৌতুহূল সবার। স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ের চত্বরে আড্ডা ছিল নিত্যসংগী। ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম আড্ডা দিয়ে। বাঙালী আড্ডা দিবে না, এতো হয় না। দেশ উদ্ধার করি আড্ডার আসরে, সর্বশেষ কীর্তিকলাপ রোমন্থন করি আড্ডায়। তাই, আড্ডা আমার নেশা। তাই, আড্ডার আসরে আমার নাম একেবারে নগন্য বিষয়। বলে না, 'নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়'। নামের জন্য আমার লেখা নয়। কোন বাহবার জন্য নয়। কোন সনদের জন্য নয়। কাওকে উদ্ধারের জন্য নয়। সকল চাওয়া-পাওয়ার উর্দ্ধে বাস করে আমার লেখা। আমার অগোছানো ভাবনাগুলো আড্ডায় তুলে ধরতে চাই অন্যদের ভাবনা ও চিন্তায় আলোড়ন জাগাতে। সমাজে পরিবর্তন আসে ভাবনার হাত ধরে। তাই, আমার নামে কিছু আসে যায় না। যে পোস্টম্যান চিঠি নিয়ে আসে, ক'দিন তার নাম আর জীবন সংগ্রাম আমরা জানতে চাই? পোস্টম্যানের চেয়ে তার হাতের চিঠিটার মূল্য অনেক বেশী। আমার নাম ও জীবনবৃওান্তের চেয়ে, 'আড্ডা'র মূল্য ও গুরূত্ব অনেক বেশী। আমি আবৃওি করতে থাকি:

"আনিলাম

অপরিচিতের নাম

ধরণীতে,

পরিচিত জনতার সরণীতে।

আমি আগন্তুক,

আমি জনগণেশের প্রচন্ড কৌতুক।

খোলো দ্বার,

বার্তা আনিয়াছি বিধাতার।

মহাকালেশ্বর

পাঠায়েছে দুর্ল্যক্ষ অক্ষর,

বল দুঃসাহসী কে কে

মৃতু্য পণ রেখে

দিবি তার দুরূহ উওর"।



শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০০৫ রাত ৩:১১

ইমরান বলেছেন: আপনার কথার সাথে পুরো একমত আমিও । আমাদের জীবনে আড্ডার উপস্থিতি অনেকটা নিত্য প্রয়োজনীয় চাহিদা গুলোর মতই । সারাদিনে একটু আড্ডাবাজি না করলে কেমন হাঁস ফাস লাগে এখন । যাহোক, কথা হবে কোন একদিন, তার আগে বিদায় ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০০৫ সকাল ১১:৩১

অতিথি বলেছেন: সত্যি কথা বলেছেন। আড্ডাহীন বাঙালীর পরিচিতি একেবারেই লুপ্ত। তাই জয় হোক আড্ডার। ঝড় উঠুক এবার চায়ের টেবিলে। আড্ডা বিনোদন নয়, ভাবনার উৎস হোক। বিদায়।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০০৫ সকাল ১০:৫৪

অতিথি বলেছেন: শুধু চায়ের টেবিলে নয় আড্ডার ঝড় উঠুক কিবোর্ডে, বেতারে, স্থির ও চলমান ওয়েবপেজে । বাংলাদেশ ও বাঙালীর জয়গান ছড়িয়ে পড়ুক সবখানে ।

৪| ২১ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৩:০১

অতিথি বলেছেন: পুরতানের ভেতর নতুনের খোজ

৫| ২৪ শে জানুয়ারি, ২০০৬ দুপুর ১২:০১

অতিথি বলেছেন: আমি বুজি নাই।আবার বলবেন দয়া করে।

৬| ২৪ শে এপ্রিল, ২০০৬ রাত ২:০৪

লুৎফর বলেছেন: লেখা পড়ে মজা পাই

৭| ২৪ শে এপ্রিল, ২০০৬ রাত ২:০৪

লুৎফর বলেছেন: লেখা পড়ে মজা পাই

৮| ২৪ শে এপ্রিল, ২০০৬ রাত ২:০৪

লুৎফর বলেছেন: লেখা পড়ে মজা পাই

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:২৭

অতিথি বলেছেন: এইটাতে মন্তব্য দেই না ই !

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:১৯

অতিথি বলেছেন: আমিও দেই নাই। আডডাবাজরে কবে যে আডডায় পেলাম, মনে করতে পারি না।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৮:২৮

অমি রহমান পিয়াল বলেছেন: দলীয় আড্ডা তো দিলেন না। যাক পার্সোনাল
আড্ডারস্মৃতিটা সুখস্মৃতি, ওইটাই চেরিশ করব আজীবন

১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪০

ক্যাচাল বলেছেন: ++

১৩| ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:০৯

রনি রাজশাহী বলেছেন: আড্ডা ভাল পাই :D

১৪| ১০ ই আগস্ট, ২০১১ ভোর ৪:১৮

অণুজীব বলেছেন: আড্ডা ভাল পাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.