নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম অদৃশ্যের এই ব্লগে।।আসবেন , দেখবেন , ঘুরবেন ,বুঝবেন - হারিয়ে যাবেন এই তো দুনিয়ার খেলা। আমি শুধু রুপক মাত্র ।

অদৃশ্য পথিক ০০৭

সবাইকে একদিন এই মায়া ছেড়ে হতে হবে অদৃশ্য।স্বাগতম অদৃশ্যের এই রহস্যময় ব্লগে্‌।জাতিকে লেখনীর মাধ্যমে সঠিক পথ দেখানোর ক্ষুদ্র প্রয়াস আমার এই ব্লগ।

অদৃশ্য পথিক ০০৭ › বিস্তারিত পোস্টঃ

সর্বোচ্চ শনাক্ত ২৫২৩ জন, শনাক্তের হার প্রায় ২৩ শতাংশ !! জীবনই যদি না থাকে তাহলে জীবিকাও অর্থহীন

২৯ শে মে, ২০২০ বিকাল ৩:০১

দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পরীক্ষায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ২ হাজার ৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৩ জন।আগের দিনের তুলনায় করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এর আগে বৃহস্পতিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ২৯ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ১৫ জন। সব মিলে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪২ হাজার ৮৪৪ জন। মারা গেছেন ৫৮২ জন।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগ আদেশ জারি করে জানিয়েছে, শর্ত সাপেক্ষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সীমিত আকারে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো নিজ ব্যবস্থায় খোলা থাকবে। এই সময়ে শর্ত মেনে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে। নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়ে বিমান কর্তৃপক্ষ বিবেচনা করবে।

বিভিন্ন সেক্টরে সমন্বয়ের বড্ড অভাব দেখছি। এযেন প্রাণঘাতী ভাইরাস নিয়ে সবাই ছেলেখেলায় মত্ত। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অফিস-আদালত, শপিং মল, সবধরনের পরিবহন(ব্যাক্তিগত সহ), জমায়েত, হাটা চলাফেরা ইত্যাদিতে কঠোর নিয়ন্ত্রণ আনতে না পারলে বহু জীবন বিপন্ন হতে পারে। আর জীবনই যদি না থাকে তাহলে জীবিকাও অর্থহীন !!



ঘুরে আসতে পারেন এই Bangla Blog থেকে

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংকট বাড়ছে, মৃত্যুও বাড়বে
অতএব, সাবধান

২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৬

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: কেউ সাবধান হচ্ছে না, এতোদিন তাও ঘরে থাকা যেতো, এখন অফিস খুললে বাধ্যতামূলক যেতে হবে

২| ২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: যারা অসচেতন তারা মরবে। এবং আশে আপাশের মানুষজন নিয়ে মরবে।

২৯ শে মে, ২০২০ বিকাল ৩:১৫

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: সবকিছু এলোমেলো হয়ে যাবে, পরিবার, সমাজ - তাই নিয়ে খুব ভয় হয়

৩| ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:২০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বাংলাদেশে সরকারী চাকুরজীবি কতজন আর বেসরকারী চাকুরীজীবি কতজন ? গার্মেন্টস খোলা সহ বেসরকারী অফিস খোলা বহু আগে হতে। গণ পরিবহন বন্ধ, ১০ টাকার গাড়ি ভাড়া ৯০ টাকা দিয়ে অফিস করা হচ্ছে অনেক আগে হতে। এখন সরকারী অফিস খোলে দেওয়াতে এতো কথা কেন ? দেশের নাগরিক কি শুধু সরকারী চাকুরীজীবিরা? পরিবার কি শুধু তাদের আছে? নিরাপত্তা কি শুধু তাদের দরকার ? গার্মেন্টসের মেয়েরা মানুষের মাঝে পড়ে না ? তাদের পরিবার নেই ? তারা হার্ড কারেন্সী আনছেন না? দেশের উন্নয়নে অবদান রাখছেন না ? জীবনের ঝুঁকি নিয়ে গত এক মাস আগে হতে তারা কাজে যোগ দিয়েছেন। তাদের নিয়ে ভাবনা না হলে বাকিদের নিয়ে কেন এতো কথা। সরকার যাহা করছেন সঠিক করেছেন। দেশে আর কোন কিছু সরকারের করার নেই। সরকার যখন উদ্যোগ নিয়েছিল বজ্জাতি বাঙালীরা উহা মানেনি। প্রকৃতির দিকে চেয়ে চেয়ে ব্রাজিলের মতো দিন গুনতে হবে। ভ্যাকসিন নিয়ে ইউরোপ, আমেরিকা ও চীনারা কাজ করছেন। ট্রাইলে কোন সমস্যা না হলে আগামী বছরের শুরু অথবা মাঝামাঝিতে ভ্যাকসিন আসবে। বাংলাদেশ ও পাবে। চিন্তার কিছু নেই।

৩০ শে মে, ২০২০ রাত ১:৫৬

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: লকডাউন বা ছুটি থাকায় বহু মানুষ ঘরে ছিলো, ম্যাক্সিমাম বেসরকারী অফিস ই ছুটি ছিলো , কিন্ত ছুটি অফ করে দেওয়ায় এখন আর সেটা হচ্ছে না, সরকার যদি ঠিক করে থাকে তাহলে মনে রাখবেন এই মৃত্যুর তালিকায় আপনি বা আমিও থাকতে পারি, এতোদিন এর কারনে, সংক্রমন এর গতি কম ছিলো কিছুটা হলেও, এখন একমাসেই যদি ২ লাখ আক্রান্ত হয় কে দিবে তাদের সেবা? সেই ব্যবস্থা কি আছে আমাদের?

৪| ২৯ শে মে, ২০২০ বিকাল ৫:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: উন্নয়নের মহাসড়ক থেকে নেবে গেছে একবারে দিন আনা খাদে!
বেলুনে ঢুকেছে করোনার আলপিন!
নগ্ন হয়ে বেরিয়েছে সকল মিথ্যা আর চাপা!

করোনা নিয়েওতো কম খেলা হলো না।
ঘোষনাই দিল ১৮ তারিখ, জন্মদিন শেষ করে।
তারপর - নানা মুনির নানা মত- কোন মন্ত্রী বলে এটা কিছু না সামান্য সর্দিজ্বর!
কেউ আবার আরো কয়েক কাঠি সরেস- করোনারে বিএনপি টাইপ মনে করে ডায়ালগ দিল
আমরা করোনার চেয়ে শক্তিশালী!

এ হেন ঘোষনার পর বীর বাঙালী কি আর লকডাউন মানে?

তার পর পরীক্ষা নিয়ে লুকোচুরি! অনলি এন্ড ্ওয়ান প্রতিষ্ঠান! দিস ২-৩ শ পরীক্ষা। রোগীই নাই!
তো আর ভয় কি?
মানুষ পিল পিল করে বেরোয়। লকডাউন দেখতে তামাশা জমায়!
এরপর যখন সময় গড়াতে থাকলো। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলো। আমজনতা ছেড়ে
পুলিশ, এমপি, সচিব, ডাক্তার, সাংভাদিক মরা শুরু হলো - এবার টনক নড়লো।

হলে কি হবে। এতদিনে যে সব বেহাল লেজেগোবরে অবস্থা!
ত্রান চুরি করে, কাঁচা ধান কাটে, েএকবার গার্মেন্টস খোলে আবার বন্ধ করে।
ওর স্যালাইনের ঘুটার মতো পুরা জাতির মাঝে যেন করোনার ঘুটা দেয়া হলো!

আর আজ যখন সর্বোচ্চ আক্রান্ত - তখন ঘোষনা হয় - সীমতি আকারে সব খোলা!!!!!!
এ আত্মহত্যা নয়তো কি?

নিজেও বাধ্যতামূলক যেতে হবে অফিসে সেই ভয়েই আছি। কিভাবে যাব আসবো?
সাইকেল কিনবো? না পিপিই কিনবো? বাসে মানবেতো সীমিত করণ আইন? নাকি দু মাসের লস পোষাতে আগের মতোই গেটলক সিটিং চিটিং শুরু হবে। ঘারের উপরে অজানা করোনা রোগীর শ্বাস!!! উফফ ভাবতেইতো ভয়ে শিরদাড়া সির সির করে ওঠে।।।

৩০ শে মে, ২০২০ রাত ১:৫৬

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: এটাই সমস্যা, এখন বাধ্যতামূলক অফিসে যেতে হবে।

৫| ২৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:০০

সাইন বোর্ড বলেছেন: আগামিকাল তিন হাজারের অপেক্ষা...

৩০ শে মে, ২০২০ রাত ১:৫৭

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: জুন এ তারিখ থেকে ৫ হাজার পাবে একেক দিনে

৬| ২৯ শে মে, ২০২০ রাত ১০:১৭

নেওয়াজ আলি বলেছেন: মরণ দিন দিন আরো কাছে আসছে

৩০ শে মে, ২০২০ রাত ১:৫৭

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: ছুটি তুলে দিয়ে আরেকটু ত্বরান্বিত হলো

৭| ৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আমিও লকডাউনের পক্ষে। আমি করফিউ দাবি করি সরকারের কাছে। কিন্তু বৈষম্য কেন ? বেসরকারী চাকুরীজীবিরা কাজ করবে, গার্মেন্টসের শ্রমিকেরা কাজ করবে, এর মাঝে আবার পরিবহন বন্ধ। কষ্ট করে কাজে যেতে হচ্ছে। অন্যদিকে সরকারী অফিস পাড়া সাধারণ ছুটি। এটা কেন হবে ? বেসরকারী চাকুরীজীবিরা কি মানুষের মাঝে পড়ে না। সরকারী অফিস খোলার পর যে আওয়াজ উঠছে সে আওয়াজ গার্মেন্টস খোলার পর উঠেনি কেন ? লকডাউন মানে সব লকডাউন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.