নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না।

আফলাতুন হায়দার চৌধুরী

আফলাতুন হায়দার চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

হ্যালোকাহিনী :) The HELLO Story

০৬ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

আমরা ফোন বাজলে প্রথমে বলি হ্যালো। প্রশ্ন হল হ্যালো আসলে কি?

কিছু মানুষ বিশ্বাস করতো হ্যালো হলেন টেলিফোনের আবিষ্কারক বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর প্রেমিকা। এই নিয়ে বেশ কিছুদিন ফেইসবুক পোষ্ট ভাইরাল হচ্ছিলো সেটা এরকমঃ-
"Hello" একটা মেয়ের নাম ৷ পুরো নাম মার্গারেট হ্যালো (Margaret Hello) তিনি আর কেউ নন- তিনি বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল এর গার্লফ্রেন্ড৷ গ্রাহাম বেল হলেন টেলিফোন আবিষ্কারক৷ আবিষ্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হলো
"হ্যালো"

সাথে জুড়ে দেওয়া হত দুজনের যুগল ছবি, সাদাকালো।

এই্‌ উদ্ভট পোষ্ট ফেইসবুকে ভাইরাল হতে দেখে বিরক্ত হতাম, তবে কোন রিএ্যাকশন দেখাতাম না, জাস্ট মুছে ফেলতাম। কিন্তু অবাক কান্ড এই উদ্ভট পোষ্ট প্রচুর জ্ঞানী-গুনিজনেরাও ভাইরাল করেছেন, আবার বিভিন্ন গ্রুপ, সাহিত্য গ্রুপ ইত্যাদিতে পাঠিয়েছেন করেছেন, এপ্রুভ হয়েছে এবং আমরা এই বিশেষ জ্ঞান লাভ করেছে।
বেল এর বান্ধবীর নাম ম্যাবেল হাবার্ড, ওনাদের বিয়ে হয় ১৮৭৭ সালে। টেলিফোন আবিষ্কার/পরীক্ষা ইত্যাদি শেষে এর পেটেন্ট পায় ১৮৭৬ সালে।

সত্যি কথা বলতে আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো হ্যালো শব্দটি ব্যবহারই করেন নি। প্রথম কল করেছিলো বেল তার এ্যাসিস্টেন্টকে যে ছিলো পাশের রুমে, বেল বলেছিলো, "Come-here. I want to see you."
হ্যালো শব্দটি এসেছে স্প্যানিশ ওলা (Hola) থেকে যার আভিধানিক অনুবাদ "stop and pay attention বা থামো এবং মনোযোগ দাও"
আলেক্সান্ডার গ্রাহাম বেল টেলিফোনে এ্যাহয় (Ahoy) বলতে পছন্দ করতেন। বাস্তবে এটা জাহাজের নাবিকেরা আর জলদস্যুরা বলতো।

বেল এর এ্যাহয় কে Misheard করেছেন বা উল্টো শুনেছেন আরেক বিজ্ঞানী টমাস আলভা এডিসন। তিনি এ্যাহয়কে শুনেছেন হ্যালো। এডিসন ছিলেন কানে খাটো। আপনারা নিশ্চই জানেন এডিসন কিভাবে কানে খাটো হলেন! একই বছর (১৮৭৭) এডিসন সেন্ট্রাল ডিস্ট্রিক্ট এণ্ড প্রিন্টিং টেলিগ্রাফ কোং অফ পিটস্‌বার্গ (USA) এর প্রেসিডেন্ট ডেভিড-কে চিঠি পাঠিয়েছিলেন যার বাংলা অনুবাদ হতে পারে এরকম,
বন্ধু ডেভিড,
আমার মনে হয়না বেল এর এই শব্দ, হ্যালো, এটা সঠিক নয়। এই শব্দ শুধু ১০ থেকে ২০ ফুট পর্যন্ত শোনা যায়. তুমি কি বল?

প্রকৃতপক্ষে গভীর সমুদ্রের মাঝখানে, বিশেষকরে রাতে আঁধারে, এক জাহাজ থেকে আরেক জাহাজে খালি গলায় ডাকার সময় এ্যাহয় (‘Ahoy! Hoy!’) শব্দটি ব্যবহার করে কুশলাদি জানার জন্য।

টেলিফোনের আবিষ্কর্তা আলেক্সান্ডার গ্রাহাম বেল এই এ্যাহয় শব্দটিই ব্যবহার করবেন বলে স্থির করলেন। কিন্তু আমজনতা এটা পছন্দ করলোনা। বেল এর অনুমতিক্রমে বিজ্ঞানী টমার আলভা এডিসন যখন এই টেলিফোন সার্ভিসের গবেষণা, উন্নয়ন, পরির্তন, পরিবর্ধন ইত্যাদি করছিলেন তখন তিনি প্রস্তাব করেন *‘Halloo!’ (হ্যালু) আমজনতা এই হেলুউউ কে প্রথমে হেলো, পরে হ্যালো বানিয়ে ফেলে। (ধোন্ধা এডিসন হ্যালুউউ কই পাইলো? হেতের পুর্বপুরুষ কি নোয়াখাইল্লা আছিলো নি?)
এডিসন এই শব্দ দ্রুত মনোযোগ আকর্ষণ করার জন্য এবং শ্রোতাকে এ্যাটেনশান করার জন্য ব্যবহার করছেন। সেটা আবার বন্ধ করার দাবি করার উঠেছিলো কারন 'হ্যালো' শব্দটি তখন শিকারী কুকুরকে এ্যাকশনে পাঠানোর সময় ব্যবহৃত হত।

এরমধ্যে টেলিফোনের ব্যবহার হচ্ছিলো সর্বত্র এবং হ্যালো'র ব্যবহার হচ্ছিলো সেই সাথে। আবিষ্কারক আলেক্সান্ডার গ্রাহাম বেলের প্রিয় টেলিফোন গ্রিটিং এ্যাহয় আর রইলোনা, আমজনতা টমাজ আলভা এডিসনের প্রস্তাবিত হ্যালো গ্রহন করলো। এ্যাক্সচেঞ্জ অপারেটর নারীদের বলা হত হ্যালো-গার্ল
ব্রিটেনে হ্যালো'র বদলে ব্যবহার হত হালো (Hullo) পরে অবশ্য এখানেও সর্বত্র টেলিফোন সম্ভাষণ (বা অভিভাদন) হ্যালো হয়ে যায়।
পৃথিবী যত মডার্ণ হতে থাকে তত ভ্যারিয়েন্ট আসতে থাকে। কেউ কেউ মনে করতে পারে “হাই” (Hi) হ্যালোর প্রতিশব্দ। বিষয়টা তা না, “Hi” এর প্রচলন শুরু হয় ১৮৬২ সালের এক ক্যানসাস রেড ইন্ডিয়ানের সম্ভাষণ থেকে। অন্যদিকে এটাও মনে করা হয় মধ্যযুগিয় ইংরেজি Hy থেকে এটা এসেছে। তাই হলফ করে এটাও বলার উপায় নেই জনপ্রিয় টেলিফোন সম্ভাষণ হ্যালো শব্দটির সাথে 'হাই' এর কানেকশন কোথায়।

তবে হলফ করে এটা বলা যায় হ্যালো কারো বৌ বা গার্লফ্রেন্ডের নাম নয়।
সুতরাং, ফেইসবুক ইউনিভার্সিটির ডিগ্রী হইতে সাবধান।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

মিরোরডডল বলেছেন:




কতকিছু যে জানার আছে!
হ্যালোকাহিনী শেয়ার করার জন্য হায়দারকে থ্যাংকস।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ। :)

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

মিরোরডডল বলেছেন:




হ্যালো কারো বৌ বা গার্লফ্রেন্ডের নাম নয়।

সেটা ঠিক আছে কিন্তু Halo ইজরাইলে মেয়েদের নাম আছে।

আবার Hallow এটাও একটা ইউনিসেক্স নেইম।

কেউ না কেউ বউ বা গার্লফ্রেন্ডকে কিন্তু হ্যালো বলে ডাকে :)


০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২২

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ।
নিজেকে স্মাগ্‌ল করে ইসরায়েল ঢুকেছিলাম জর্ডান থেকে, সোলজারদের তাড়া খেয়ে ফিরে এসেছি। তা না হলে হালোও নামে হয়তো আমার একজন বান্ধবী হেত পারতো। ;)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৬

মিরোরডডল বলেছেন:




যেহেতু ইউনিসেক্স, তারমানে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডকেও হ্যালো বলে ডাকা হয় :)


০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: তাই? এখানে পার্টনারদের মধ্যে ঝগড়া লাগলে প্রায়শঃ বলা হয়, "ও, হ্যালোও!"

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কারিশমা কাপুরের ছবি দিয়ে বলছেন গ্রাহাম বেলের গার্ল ফ্রেন্ড। :)

ম্যায় তো রাস্তে সে যা রাহা থা। ম্যায় তো ভেল পুরী খা রাহা থা। সেই কারিশমা কাপুর। পোস্ট পড়ার পরে আবার আসবো।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপনার চোখ তো দুর্দান্ত :)
কারিশ্‌মা. . . আসলেই তো?

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

বাকপ্রবাস বলেছেন: আরবী লোকেরা এ্যলো বলে, হ্যালো কম আসে ওদের উচ্চারণে

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন। অথচ আরবীতে দুইটা হ আছে।
আপনাকে ধন্যবাদ।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

আমি নই বলেছেন: এতদিন আমিও ফেসবুক ডিগ্রিধারি ছিলাম, এমন একজন শেয়ার করেছিল যে সঠিক ধরে নিয়েছিলাম।

সাড়ে চুয়াত্তর বলেছেন: কারিশমা কাপুরের ছবি দিয়ে বলছেন গ্রাহাম বেলের গার্ল ফ্রেন্ড। :)
আপনার চোখ + ব্রেইন দুইটাই বেশ শার্প। কুইকলি ধরে ফেলেছেন, মাইয়াটা এত বুদ্ধিমান!!!

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
হ্যালো নিয়ে আরো একটা বিষয় পেতাম, হ্যালো বললে গুনাহ্‌ হবে, কারন হ্যালো এসেছে হেল (Hell) থেকে :p

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৭

ঢাবিয়ান বলেছেন: আপনিতো বললেন হ্যলো কাহিনী । আমি এবার বলি বাঙ্গালীদের কাহিনী। কেউ বলে হেলু , কেই বলে হেলা, কেউ বলে হ্যল্লো । আবার ফেসবুক ইউনিতে ভাইরাল হয়েছে হ্যালো শব্দের অর্থ জাহান্নামি। কারণ হেল অর্থ জাহান্নাম আর তাই হ্যালো অর্থ জাহান্নামী =p~

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৫

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: চমৎকার মন্তব্য, অনেক ধন্যবাদ। ফেইসবুকের এই বিষয়টা নিয়ে বেশ মজা হয়েছিলো। হেল যদি জাহান্নাম হয়, সেক্ষেত্রে 'হেলি' হবার কথা জাহান্নামী, তাই না? :)

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫২

বিজন রয় বলেছেন: হ্যালো, সুন্দর করে তুলে দিলেন। এবার অনেকেই আসল সত্যটা জানতে পারবে।

হাই, আপনাকে অনেক ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: হ্যালো বিজন দা :) গুড মর্ণিং!
কমেন্টের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৫

শেরজা তপন বলেছেন: আপনার ব্যক্তিগত অভিজ্ঞতালব্ধ চমৎকার সব ভ্রমণ কাহিনী পড়ার অপেক্ষায় থাকি।
এ বিষয়টা অবশ্য ভালো অনেক অজানা কিছু জানা হলো।
রাশিয়ানরা হ্যালো কে 'আলো' বলে!! ওদের অবশ্যই 'এইচ' বা 'হ' এর কোন বর্ণ নেই।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: অনেক ধন্যাদ। রাশান 'আলো' এখনও মনে পড়ে :)
লেখার ইচ্ছে আছে, সময় করে লেখবো।
মাথায় ইদানীং ভ্লাদিমির পুতিন ঘুরতেছে। ২০১৫ সালের একটা বই আবার ফেরত এসেছে। =p~

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৬

মনিরা সুলতানা বলেছেন: বর্তমানে ফেসবুক ইউনিভার্সিটি হচ্ছে বিশ্বের এক নাম্বার র‍্যাংকিং এ।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: যথার্থ বলেছেন।
ধন্যবা, সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: আমি আপনার নতুন তথ্য মানতে চাই না।
যেটা সারা জীবন জেনেছি। সেটা নিয়েই থাকতে চাই। ভুল হলে হোক।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন, ভুল হলে হোক। এইটাই আসল কাহিনী।
=p~ =p~ =p~ =p~ =p~

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৫

এইযেদুনিয়া বলেছেন: কাহিনীটা আগেও শুনেছি। আবার পড়ে ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: নিজেকে স্মাগ্‌ল করে ইসরায়েল ঢুকেছিলাম জর্ডান থেকে, সোলজারদের তাড়া খেয়ে ফিরে এসেছি। তা না হলে হালোও নামে হয়তো আমার একজন বান্ধবী হেত পারতো।


তাইতো দেখছি, একটুর জন্য মিস হয়ে গেলো।

সোলজারদের তাড়া খাওয়ার ঘটনা নিয়ে মজার কোন পোষ্ট হবে নাহ?

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: =p~ =p~ =p~
খুবই সংক্ষিপ্ত ঘটনা, কায়দা করে কয়েলড বার্বড ওয়্যারের ফাঁক গলে ভেতরে ঢুকতে ওপেনটপ জীপ উড়ে আসছিলো, হাতে উদ্ধত গান। এর বেশী কিছুনা। রূপসী অপেক্ষা জীবন অধিক মূল্যবান।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:




হায়দারের জীবন দেখছি অ্যাডভেঞ্চারে ভরপুর :)


০৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: =p~ =p~ =p~

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ফোনালাপ-
প্রথম জনঃ হ্যালো...
দ্বিতীয় জনঃ হেলসি ...
প্রথম জনঃ হ্যালো...
দ্বিতীয় জনঃ হেলসি তো..!
প্রথম জনঃ হ্যালো....!
দ্বিতীয় জনঃ ঐ মিয়া, আর কত হেলুম! হেলতে হেলতে তো পইরা গেলাম!

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৪

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এই জোক আমরা প্রায়শঃ করতাম।
ক্ষমাপ্রার্থী, ব্যস্ততার কারনে রিপ্লাই দিতে দেরী হল।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:




হায়দারকে দেখিনা কেনো?

গান দিয়ে যাচ্ছি, অফলাইন থেকে আসলে গান শুনবে।

কেন চলে গেলে দূরে
ভাসায় মোরে সুরে





২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৯

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: রিপ্লাই করতে পারিনা কেন?

১৭| ২১ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

আঁধারের যুবরাজ বলেছেন: ফরাসীরাও এল্লো বা এলো/আলো বলে। লেখার সময় এইচ লেখে ,কিন্তু বলার সময় " H " উচ্চারণ করে না।

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আমিও খেয়াল করেছি।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

মিরোরডডল বলেছেন:




হায়দার কোথায় ছিলো এতদিন!
সব ঠিকঠাক?

২৯ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২০

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: আপু/বোন, একটু ব্যাস্ত আছি সংসার এবং কাজকর্ম নিয়ে। আপনি সহ সবার কাছে বিনীতভাবে ক্ষমা চাইছি। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.