![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বর্তমান সমাজের পরিবর্তনে ও উন্নয়নে কাজ করতে আগ্রহী।
শুধুই ক্রিকেট প্রেম নাকি অন্য কিছু...।। পাকিস্তানের একেকটি বাউন্ডারির সাথে যখন হলের টিভিরুম থেকে প্রচণ্ড বিজয়োল্লাস শুনি,তখন মনে সন্দেহ জাগে বাংলাদশে আছি নাকি পূর্ব পাকিস্তানে আছি? যেসকল তথাকতিত আধুনিক তরুণী গালে পাকিস্তানের পতাকা এঁকে মাঠে গিয়ে 'ম্যারি মি আফ্রিদি' বলে গলা ফাটান,তাদেরকে অনুরোধ করছি আন্থনি মাস্কারেনহাসের 'রেইপ অফ বাংলাদেশ' বইটি পড়ার জন্য।
পাকিস্তানের অধিনায়ক মিসবাহ সংবাদ সম্মেলনে বলেছেন,' ঢাকাকে আমার দ্বিতীয় বাড়ি মনে হয়। ঢাকায় খেললে মনে হয় লাহোরে আছি।'
ভুল বলে নাই! কিছুক্ষন খেলা দেখলাম, তাতেই দেখলাম যে সুন্দরী বাঙালী তরুণীর হাতে 'ম্যারি মি আফ্রিদি' প্ল্যাকার্ড, অনেকেই পাকিস্তানের পতাকা উড়াচ্ছে, কেউ গালে পাকিস্তানের পতাকা আকাইছে। এসব সমর্থকদের যুক্তি খেলা আর রাজনীতি আলাদা ব্যাপার। দুই লক্ষ ধর্ষিত মা বোনের ইতিহাস নাকি রাজনীতি!
" ট্রাক থেকে নেমে আমরা শাখারীবাজারের ঘরে ঘরে প্রবেশ করলাম –দেখলাম মানুষের লাশ, নারী-পুরুষ, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধা, বালক-বালিকার বীভৎস লাশ। মেয়েদের অধিকাংশ লাশ সম্পূর্ণ উলঙ্গ ,বুক থেকে স্তন তুলে নেওয়া হয়েছে। কারও কারও যোনিপথে লাঠি ঢুকানো আছে... মানুষের পচা চর্বির গন্ধে আমার পাকস্থলি বের হতে চাচ্ছিল।"
- ঢাকা শিশু হাসপাতালের সুইপার ( নামটা মনে আসছে না)- ১৯৭১
আমরা সব ভুলে যাই, মায়ের-বোনের ধর্ষকের সাথে এক টেবিলে বসে আনন্দ করতে আমাদের লজ্জা করে না।
মিসবাহ, তুমি ভুল বলো নাই!
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: টাইপো:
ফাকিং টিভি রুমে যাকে পাবেন তার হাত-পা ভেংগে দেবেন।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার উল্লাস ছিলো মালিঙ্গার বলে পাকিদের শেষ ব্যাটস্ ম্যান আউট হওয়ার পর
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য এক কাপ চা
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮
শাহ আজিজ বলেছেন: আফ্রিদির লগে লাগাইবার এতো শখ ক্যান ছেরির? দ্যাশে কি মাইনশের অভাব হইছে??
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
এন ইউ এমিল বলেছেন: "মেরি মি আফ্রিদি" টাইপের ছেরি গরে গেইলের কাছে পাঠানো দরকার তাইলে বুঝবো,
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৭
ক্লিকবাজ বলেছেন: ভারতের বাউন্ডারী বা ছক্কার সাথে যখন হলের টিভিরুম থেকে প্রচণ্ড বিজয়োল্লাস শুনি,তখন মনে সন্দেহ জাগে বাংলাদেশে আছি নাকি ভারতের কোন অঙ্গরাজ্যে আছি?
পাকিস্তানের একেকটি বাউন্ডারির সাথে যখন হলের টিভিরুম থেকে প্রচণ্ড বিজয়োল্লাস শুনি,তখন মনে সন্দেহ জাগে বাংলাদশে আছি নাকি পূর্ব পাকিস্তানে আছি?
সারমর্ম ঃ খেলাকে রাজনীতির সাথে গুলাবেন না। বাংলাদেশের স্বার্থের প্রশ্নে ভারত - ফাকিস্তান কাউকেই পুছিনা।
(বাংলাদেশ বানানটি ঠিক করুন)
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
বেকার সব ০০৭ বলেছেন: আমার মাথায় কাজ করেনা, সব দশক বাংলাদেশের হয়ে ভারত-পাকিস্তানের পোশাক গায়ে দেয় কেন? এরা বাংলাদেশের ক্রিকেট দলের পোশাক পরলে কোন সম্যসা ছিল।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩
পাঠক১৯৭১ বলেছেন: লাঠি হাতে ১৫/২০ বের হোন, ফাকিং হলে যাকে পাবেন তার হাত-পা ভেংগে দেবেন!